সিডনি, 16 ডিসেম্বর: পুরুষদের টি-20 ক্রিকেটে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড (Lowest Total in Mens T20 Cricket) হল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (Big Bash League) ৷ মাত্র 15 রানে অল-আউট হয়ে গেল সিডনি থান্ডার (Sydney Thunder Dismissed for 15 in Powerplay) ৷ তাও আবার 6 ওভারের পাওয়ার প্লে-র মধ্যে ৷ যা বিশ্বের যে কোনও টি-20 ম্যাচে সবচেয়ে কম রান ৷ এদিন অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে এই ম্যাচে সিডনি থান্ডার 124 রানে হেরেছে ৷ আর এই ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 4 ৷ আর দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত 3 ৷ মাত্র 3 রান দিয়ে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন হেনরি থর্নটন ৷
এদিন সিডনি স্নো গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার ৷ প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 139 রান করে স্ট্রাইকাররা ৷ ক্রিস লিন সর্বোচ্চ 27 বলে 36 রান করেন ৷ সিডনি থান্ডারের হয়ে ফইজল ফারুকি 3 উইকেট এবং গুরিন্দর সান্ধু, ড্যানিয়েল স্যাম এবং ব্রেন্ডন ডগেট 2টি করে উইকেট নেন ৷ সিডনি থান্ডারের সামনে জয়ের জন্য 140 রানের লক্ষ্য রাখা হয় ৷
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে গিল-পূজারা সেঞ্চুরি, বাংলাদেশকে 513 রানের লক্ষ্য ভারতের
কিন্তু, ব্যাট করতে নামাটাই সার ছিল ৷ মাত্র 5.5 ওভারে 15 রানে পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায় ৷ যার মধ্যে 5 জন ব্যাটার শূন্যয় ফিরে যান ৷ 10 নম্বরে নামা ব্রেন্ডন ডগেট একটি বাউন্ডারি মারেন ৷ সেটিই সিডনি থান্ডারের ইনিংসের একমাত্র বাউন্ডারি ৷ আর ব্রেন্ডন ডগেটের 4 রানই সর্বোচ্চ সিডনি থান্ডারের স্কোর ৷ দক্ষিণ আফ্রিকান রাইলি রসউ এর পর 3 রান করেছেন ৷ এদি হেনরি থর্নটন 2.5 ওভারে 3 রান দিয়ে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৷ ওয়েস আগার 2 ওভারে 6 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ প্রসঙ্গত, এর আগে তুরস্ক 21 রানে টি-20 ক্রিকেটে অল-আউট হয়েছিল ৷ প্রতিপক্ষ ছিল চেক রিপাবলিক ৷