ETV Bharat / sports

বিশ্বকাপে ডাহা ফেল, কুড়ি-বিশের ফর্ম্যাটে ফিরতেই তেজ বাড়ল সূর্যর - Surya Kumar Jadav shines bright against Australia

সূর্যচ্ছ্বটায় হাসতে হাসতে ম্যাচ বের করে নিল ভারত । মিঃ 360'র ব্যাটে এল 42 বলে 80 রানের বিস্ফোরক ইনিংস । সূর্যকুমারের দুরন্ত ইনিংস সাজানো 9টি চার ও 6টি ছয়ে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:51 PM IST

Updated : Nov 24, 2023, 9:59 AM IST

বিশাখাপত্তনম, 23 নভেম্বর: ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে নেমেছিলেন । যে ভরসায় তাঁকে বাইশ গজে পাঠিয়েছিল দল, তা রাখতে পারেননি সূর্যকুমার যাদব । দায়িত্ব নিয়ে দলকে পৌঁছে দিয়েছিলেন খাদের কিনারায় । এবার চেনা ফর্ম্যাটে ফিরতেই ভোল বদলালেন 'স্কাই' । ফাইনালে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁত ফোটাতে পারেননি, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাদের তুলোধনা করলেন টিম ইন্ডিয়ার স্টপগ্যাপ ক্যাপ্টেন । 209 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়কেক ব্যাটে জয় পেল ভারত ৷

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের অনুপস্থিতিতে অজিদের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার । বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে 209 রানের বিরাট টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া । সূর্যচ্ছ্বটায় ভর করে রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ বের করে নিল ভারত । মিঃ 360'র ব্যাটে এল 42 বলে 80 রানের বিস্ফোরক ইনিংস । অ্যারন হার্ডির দুরন্ত ক্যাচে ক্রিজ ছাড়তে না-হলে, ম্যাচ শেষ করেই ফিরতেন 'মেন ইন ব্লু'র অধিনায়ক ।

বিশ্বকাপে মাত্র 106 রান করেছিলেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার । ফাইনালেও 28 বলে 18 করেছিলেন সূর্যকুমার । কোন ব্যকরণে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনি ব্যাট করেছিলেন, তা তাবড় ক্রিকেট বোদ্ধারও মাথায় ঢোকেনি । মাত্র চারদিন পরেই অবশ্য চেনা ছন্দে ফিরলেন রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা । আইপিএলের ঢঙেই ক্রিজের চারিদিকে খেললেন । যে ফিল্ডিং সাজিয়ে ফাইনালে তাঁকে আটকেছিলেন প্যাট কামিন্স, তা অনুসরণ করেও এদিন সূর্যকুমারকে আটকাতে পারলেন না অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ।

আরও পড়ুন:

বিশাখাপত্তনম, 23 নভেম্বর: ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে নেমেছিলেন । যে ভরসায় তাঁকে বাইশ গজে পাঠিয়েছিল দল, তা রাখতে পারেননি সূর্যকুমার যাদব । দায়িত্ব নিয়ে দলকে পৌঁছে দিয়েছিলেন খাদের কিনারায় । এবার চেনা ফর্ম্যাটে ফিরতেই ভোল বদলালেন 'স্কাই' । ফাইনালে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁত ফোটাতে পারেননি, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাদের তুলোধনা করলেন টিম ইন্ডিয়ার স্টপগ্যাপ ক্যাপ্টেন । 209 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়কেক ব্যাটে জয় পেল ভারত ৷

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের অনুপস্থিতিতে অজিদের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার । বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে 209 রানের বিরাট টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া । সূর্যচ্ছ্বটায় ভর করে রুদ্ধশ্বাস জয়ে ম্যাচ বের করে নিল ভারত । মিঃ 360'র ব্যাটে এল 42 বলে 80 রানের বিস্ফোরক ইনিংস । অ্যারন হার্ডির দুরন্ত ক্যাচে ক্রিজ ছাড়তে না-হলে, ম্যাচ শেষ করেই ফিরতেন 'মেন ইন ব্লু'র অধিনায়ক ।

বিশ্বকাপে মাত্র 106 রান করেছিলেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার । ফাইনালেও 28 বলে 18 করেছিলেন সূর্যকুমার । কোন ব্যকরণে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনি ব্যাট করেছিলেন, তা তাবড় ক্রিকেট বোদ্ধারও মাথায় ঢোকেনি । মাত্র চারদিন পরেই অবশ্য চেনা ছন্দে ফিরলেন রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা । আইপিএলের ঢঙেই ক্রিজের চারিদিকে খেললেন । যে ফিল্ডিং সাজিয়ে ফাইনালে তাঁকে আটকেছিলেন প্যাট কামিন্স, তা অনুসরণ করেও এদিন সূর্যকুমারকে আটকাতে পারলেন না অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ।

আরও পড়ুন:

Last Updated : Nov 24, 2023, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.