মুম্বই, 22 মে : রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ৷
বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান ৷ রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী ৷ দুর্ঘটনাস্থল থেকে 2 কিমি দূরে তাঁর দেহ পাওয়া যায় ৷ বছরখানেক আগে বিয়ে হয়েছিল 28 বছরের অভিনবের ৷ তাঁর মৃত্যু এখনও মেনে নিতে পারছে না মিরাটের চৌধুরী পরিবার ৷ ভারতীয় বায়ুসেনার তরফে টুইটে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয় ৷
-
Extremely saddened to hear about the demise of Squadron leader Abhinav Chaudhary. It’s an unbearable loss for the family. May his soul rest in peace. My deepest condolences to his family. pic.twitter.com/HPMuGb5E6V
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely saddened to hear about the demise of Squadron leader Abhinav Chaudhary. It’s an unbearable loss for the family. May his soul rest in peace. My deepest condolences to his family. pic.twitter.com/HPMuGb5E6V
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 21, 2021Extremely saddened to hear about the demise of Squadron leader Abhinav Chaudhary. It’s an unbearable loss for the family. May his soul rest in peace. My deepest condolences to his family. pic.twitter.com/HPMuGb5E6V
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 21, 2021
আরও পড়ুন : পঞ্জাবে ভেঙে পড়ল মিগ-21, মৃত্যু পাইলটের
এই কঠিন সময়ে অভিনবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়া সুরেশ রায়না ৷ তিনি লিখেছেন, "স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির মৃত্যুতে গভীর শোক জানাই ৷ তাঁর পরিবারের জন্য এই ক্ষতি অসহনীয় ৷ অভিনবের আত্মার শান্তি কামনা করি ৷ ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"