নয়াদিল্লি, 8 মার্চ : শেন ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য আক্ষেপ প্রকাশ করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar Regrets Over Controversial Remarks on Shane Warne) ৷ গত সপ্তাহে এক সংবাদ চ্যানেলের শো-তে শেন ওয়ার্নকে মহান স্পিনার হিসাবে মানতে অস্বীকার করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর সেই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন গাভাসকর ৷ এ দিন নিজের সেই মন্তব্যের জন্য দুখঃপ্রকাশ করে, ক্ষমা চেয়েছেন এই মুম্বইকর ৷
গত শুক্রবার শেন ওয়ার্নের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে একটি নিউজ চ্যানেলের শো-তে শেন ওয়ার্নের মহত্বকে মানতে অস্বীকার করেন সুনীল গাভাসকর ৷ তিনি বলেন, ‘‘ভারতীয় স্পিনাররা এবং শ্রীলঙ্কান কিংবদন্তী মুথাইয়া মুরলীধরন শেন ওয়ার্নের থেকে অনেক ভাল ছিলেন ৷’’ এর স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন সানি ৷ বলেছিলেন, ‘‘ভারতের মাটিতে নাগপুরের টেস্টে মাত্র একবার পাঁচ উইকেট নিয়েছিলেন শেন ৷ তাও জাহির খান তাঁকে বাজেভাবে সুইপ করতে গিয়ে আউট হয়ে 5 উইকেট পেতে সাহায্য করেছিলেন ৷’’
সুনীল গাভাসকরের মতে সেই সময় ভারতীয় ব্যাটাররা স্পিন বোলিং খেলায় বিশ্বসেরা ছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে শেন ওয়ার্ন বেশি উইকেট নিতে পারেননি ৷ পাশাপাশি, মুথাইয়া মুরলীধরনকে নিয়ে গাভাসকরের রায়, ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বহুবার 5 উইকেট নিয়েছেন মুরলী এবং তাঁদের সমস্যায় ফেলেছেন ৷ তাই স্পিনার হিসেবে মুরলী অনেক এগিয়ে বলে জানান সুনীল ৷
আরও পড়ুন : Shane Warne Death : মৃত্যুর কয়েকদিন আগে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন, জানালেন ওয়ার্নের ম্যানেজার
গাভাসকরের সেই মন্তব্যের পরে, তাও শেন ওয়ার্নের মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যে এমন মন্তব্য ভালভাবে নেয়নি ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে, ওয়ার্নের ভক্তরা ৷ স্বাভাবিকভাবেই সমালোচনার শিকার হন ভারতীয় এই কিংবদন্তি ৷ বিতর্কের মাঝে তাই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সুনীল গাভাসরক ৷
প্রাক্তন ভারত অধিনায়ক এ দিন জানান, ‘‘গত সপ্তাহটা খুবই ভয়াবহ ছিল ক্রিকেট জগতের কাছে ৷ 24 ঘণ্টার মধ্যে আমরা এই খেলার দুই আইকন রডনি মার্শ এবং শেন ওয়ার্নকে হারিয়েছিলাম ৷ ওই টিভি শো-তে আমাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ার্ন কি সেরা স্পিনার ছিলেন ? আর আমি সৎ-ভাবে মতামত জানিয়েছিলাম ৷ কিন্তু, ওই প্রশ্নটা না করা হলে, আমি উত্তরও দিতাম না ৷ আর সেটা সঠিক সময়ও ছিল না ওই উত্তর দেওয়ার জন্য ৷ ওয়ার্ন একজন মহান ক্রিকেটার ছিলেন, যিনি খেলাটির জৌলুস বাড়িয়েছেন ৷’’