দুবাই, 29 অক্টোবর : সেমিফাইনালে প্রবেশের দৌড়ে টিকে থাকতে গেলে উইলিয়ামসনদের বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই ৷ পাকিস্তানের বিরুদ্ধে হারের শোক থেকে বেরিয়ে রবিবার নিজেদের কতটা মেলে ধরতে পারবেন কোহলিরা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷ একইসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়েও মাথাব্যথা রয়েছে যথেষ্ট ৷ পাক ম্যাচে কাঁধে চোট পাওয়া হার্দিক কি খেলবেন ? শামিকে কি ফের প্রথম একাদশে রাখার দুঃসাহস দেখাবে ম্যানেজমেন্ট, প্রশ্নগুলো মাথাচাড়া দিচ্ছে ৷
এমতাবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের প্রথম একাদশ বাতলে দিলেন সুনীল গাভাস্কর ৷ কিংবদন্তী লিটল মাস্টার সাফ জানালেন, হার্দিক বল করার মত অবস্থায় না থাকলে পরিবর্তে ইশান কিষান খেলুক ৷ পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পরিবর্তে উইলিয়ামসনদের বিরুদ্ধে শার্দূলকে খেলানো উচিৎ বলে মনে করেছেন সানি ৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের ক্রিকেট আড্ডায় সুনীল গাভাসকর বলেন, "পাক ম্য়াচে চোট পাওয়া হার্দিক যদি বল না করতে পারে তাহলে নিশ্চিতভাবে ইশান কিষানকে ওর জায়গায় খেলানো হোক ৷"
আরও পড়ুন : ফাইনালেও ভারত-পাক মহারণ চাইছেন সাকলিন
গাভাস্কর আরও জানান, প্রয়োজনে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে শার্দূল ঠাকুরের কথাও ভাবা যেতে পারে ৷ তবে বেশি পরিবর্তন হলেও মুশকিল ৷ সেক্ষেত্রে প্রতিপক্ষ ভাববে তোমরা ভয় পেয়েছ, কোহলিদের উদ্দেশ্যে বলেন গাভাস্কর ৷ পাক ম্যাচ হারলেও ভারতীয় দলের প্য়ানিক করার কোনও প্রয়োজন নেই বলেই মত সানির ৷ কারণ পরের চারটে ম্য়াচ জিতলে ভারত ফের চ্যাম্পিয়ন হওয়ার পরিস্থিতিতে পৌঁছে যাবে বলে মত সানির ৷