ETV Bharat / sports

বিরাট কোহলির ক্রসবার চ্যালেঞ্জের ভিডিয়ো দেখে মুগ্ধ সুনীল ছেত্রী - ক্রসবার চ্যালেঞ্জ

বিরাট কোহলির ক্রসবার শট চ্যালেঞ্জের ভিডিয়ো দেখে মুগ্ধ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ যে ভিডিয়োটি রিটুইট করে কোহলির সঙ্গে মজাও করলেন তিনি ৷

Sunil Chhetri is fascinated by the video of Virat Kohlis crossbar challenge
বিরাট কোহলির ক্রসবার চ্যালেঞ্জের ভিডিয়ো দেখে মুগ্ধ সুনীল ছেত্রী
author img

By

Published : May 26, 2021, 3:45 PM IST

নয়াদিল্লি, 26 মে : মঙ্গলবারই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর ফুটবল স্কিলের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ যেখানে ক্রসবার চ্যালেঞ্জে, কোহলির মারা শট বাঁক নিয়ে ক্রসবারে গিয়ে লাগে ৷ সেই ভিডিয়োটি দেখে মুগ্ধ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভিডিয়োটি রিটুইট করে বিরাট কোহলির সঙ্গে মজাও করলেন তিনি ৷ যেখানে ছেত্রী লিখেছেন, ‘‘সব কোচিং সেশনের একটাই তালিকা পাঠাব, নাকি সহজ কিস্তিতে শোধ করবে, চ্যাম্প?’’

ভারতীয় ক্রিকেট ও ফুটবল দলের দুই অধিনায়কের বন্ধুত্ব আগেও সামনে এসেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেনিং সেশনে সুনীল ছেত্রীকেও দেখা গিয়েছিল ৷ ফলে দুই তারকা সোশ্যাল মিডিয়ায় এই খুনসুটিতে মেতেছেন তাঁদের অনুরাগীরাও ৷

  • Saare coaching sessions ka ek hi invoice bheju, ya aasan kishton mein chukaoge, champ? 😉 https://t.co/i98I9a9Nmq

    — Sunil Chhetri (@chetrisunil11) May 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রুমে জিম, কোয়ারানটিনে রোজ করোনা পরীক্ষা কোহলিদের

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে কোয়ারান্টিনে রয়েছে ৷ আগামী মাসে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে ভারতীয় দল ৷ আর সুনীল ছেত্রী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দলের সঙ্গে কাতারে রয়েছেন ৷

নয়াদিল্লি, 26 মে : মঙ্গলবারই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর ফুটবল স্কিলের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ যেখানে ক্রসবার চ্যালেঞ্জে, কোহলির মারা শট বাঁক নিয়ে ক্রসবারে গিয়ে লাগে ৷ সেই ভিডিয়োটি দেখে মুগ্ধ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভিডিয়োটি রিটুইট করে বিরাট কোহলির সঙ্গে মজাও করলেন তিনি ৷ যেখানে ছেত্রী লিখেছেন, ‘‘সব কোচিং সেশনের একটাই তালিকা পাঠাব, নাকি সহজ কিস্তিতে শোধ করবে, চ্যাম্প?’’

ভারতীয় ক্রিকেট ও ফুটবল দলের দুই অধিনায়কের বন্ধুত্ব আগেও সামনে এসেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেনিং সেশনে সুনীল ছেত্রীকেও দেখা গিয়েছিল ৷ ফলে দুই তারকা সোশ্যাল মিডিয়ায় এই খুনসুটিতে মেতেছেন তাঁদের অনুরাগীরাও ৷

  • Saare coaching sessions ka ek hi invoice bheju, ya aasan kishton mein chukaoge, champ? 😉 https://t.co/i98I9a9Nmq

    — Sunil Chhetri (@chetrisunil11) May 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রুমে জিম, কোয়ারানটিনে রোজ করোনা পরীক্ষা কোহলিদের

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে কোয়ারান্টিনে রয়েছে ৷ আগামী মাসে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে ভারতীয় দল ৷ আর সুনীল ছেত্রী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দলের সঙ্গে কাতারে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.