ETV Bharat / sports

Yashpal Sharma : যশপালের প্রয়াণে শোকস্তব্ধ সতীর্থরা - প্রয়াত যশপাল, শোকস্তব্ধ সতীর্থরা

আজ সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ও ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ-সহ অনেকে যশপালের প্রয়াণে শোকজ্ঞাপন করেন ৷

প্রয়াত যশপাল
প্রয়াত যশপাল
author img

By

Published : Jul 13, 2021, 3:32 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই : মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 1983 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যশপাল শর্মা ৷ প্রবাদ প্রতিম ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল ৷

সতীর্থের মৃত্যুতে মুষড়ে পড়েছেন 1983-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ৷ সংবাদ সংস্থা পিটিআই তাঁর সঙ্গে যোগাযোগ করলে কান্না ভেজা গলায় তিনি বলেন, ‘‘ এখন আমি কথা বলার অবস্থায় নেই ৷’’

কয়েক সপ্তাহ আগেই একটি বই প্রকাশ অনুষ্ঠানে 1983-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন ৷ ছিলেন যশপাল শর্মাও ৷ আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রাক্তন সতীর্থ ও ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর বলেন, ‘‘ এটি অবিশ্বাস্য ৷ ও আমাদের সবার মধ্যে ফিট ছিল ৷ আমি ওর রুটিন সম্পর্কে জানতে চেয়েছিলাম ৷ ও নিরামিষাশী ছিল ৷ ডিনারেও সুপ খেত ৷ প্রাতঃভ্রমণ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল ৷ আমি হতবাক ৷’’

প্রাক্তন স্পিনার বলবিন্দর সিং সান্ধু বলেন, ‘‘এটা সবথেকে খারাপ খবর ৷ 83-র দলটা একটা পরিবারের মতো ছিল ৷ আমাদের পরিবারের এক সদস্য আর রইল না ৷’’

কীর্তি আজাদ বলেন, ‘‘ সেদিন ও আমাকে বলেছিল, আমি কিছুটা ওজন কমিয়েছি ৷ আমাদের পুনর্মিলনটা দারুণ ছিল ৷ সেমিফাইনালে দারুণ খেলেছিল ৷ বব উইলসকে ছক্কাও হাঁকিয়েছিল ৷ এখন সবাই বলে রবীন্দ্র জাদেজা সেরা ফিল্ডার, আমাদের সময়ে যশপাল দারুণ ফিল্ডার ছিল ৷ বলে বলে বল উইকেটে থ্রো করতে পারত ৷ ’’

সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা ছড়িয়ে পড়ে ৷ টুইটারে যশপালের প্রাক্তন সতীর্থ ও ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী শোক প্রকাশ করেন ৷ তিনি লেখেন, ‘‘ এত তাড়াতাড়ি বিশ্বকাপের সতীর্থকে হারিয়ে শোকাহত ৷ ওর আত্মার শান্তি কামনা করি ও পরিবারকে সমবেদনা জানাই ৷’’

ক্রীড়া মন্ত্রী ও প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর টুইট করে নিজের শোকবার্তা দেন ৷ লেখেন, ‘‘ কিংবদন্তি ক্রিকেটার ও 1983 বিশ্বকাপজয়ী দলের সদস্য যশপাল শর্মার প্রয়াণে হতবাক ৷ তাঁর একটি বর্ণময় ক্রিকেট কেরিয়ার ছিল ৷ এবং বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ৷ তিনি আম্পায়ার ও নির্বাচকও ছিলেন ৷ তাঁর অবদান ভোলা যাবে না ৷’’

  • Saddened by the passing away of ace cricketer & 1983 World Cup winning member Sh Yashpal Sharma.

    He had an illustrious career & was India's second-highest run getter at the 1983 World Cup. He was also an umpire and national selector. His contribution won’t be forgotten.

    ॐ शांति pic.twitter.com/fhra6UcngV

    — Anurag Thakur (@ianuragthakur) July 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও শোক প্রাকাশ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ যশপাল শর্মাজির প্রয়াণে হতবাক ও ব্যথিত ৷ 83-র বিশ্বকাপে তাঁর ব্যাটিং এখনও মনে করতে পারি ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার মতো নয় ৷ তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷’’

  • Shocked and deeply pained by the demise of Yashpal Sharma ji. Have fond memories of watching him bat during the 1983 World Cup. His contribution to Indian cricket shall always be remembered.

    My sincere condolences to the entire Sharma family. pic.twitter.com/WBQ6ng2x8I

    — Sachin Tendulkar (@sachin_rt) July 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : WI vs AUS : গেইলের 67, অজ়িদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় জয় ক্যারিবিয়ানদের

আজ সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ও ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও যশপালের প্রয়াণে শোকজ্ঞাপন করেন ৷

নয়াদিল্লি, 13 জুলাই : মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 1983 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যশপাল শর্মা ৷ প্রবাদ প্রতিম ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল ৷

সতীর্থের মৃত্যুতে মুষড়ে পড়েছেন 1983-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ৷ সংবাদ সংস্থা পিটিআই তাঁর সঙ্গে যোগাযোগ করলে কান্না ভেজা গলায় তিনি বলেন, ‘‘ এখন আমি কথা বলার অবস্থায় নেই ৷’’

কয়েক সপ্তাহ আগেই একটি বই প্রকাশ অনুষ্ঠানে 1983-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন ৷ ছিলেন যশপাল শর্মাও ৷ আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রাক্তন সতীর্থ ও ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর বলেন, ‘‘ এটি অবিশ্বাস্য ৷ ও আমাদের সবার মধ্যে ফিট ছিল ৷ আমি ওর রুটিন সম্পর্কে জানতে চেয়েছিলাম ৷ ও নিরামিষাশী ছিল ৷ ডিনারেও সুপ খেত ৷ প্রাতঃভ্রমণ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল ৷ আমি হতবাক ৷’’

প্রাক্তন স্পিনার বলবিন্দর সিং সান্ধু বলেন, ‘‘এটা সবথেকে খারাপ খবর ৷ 83-র দলটা একটা পরিবারের মতো ছিল ৷ আমাদের পরিবারের এক সদস্য আর রইল না ৷’’

কীর্তি আজাদ বলেন, ‘‘ সেদিন ও আমাকে বলেছিল, আমি কিছুটা ওজন কমিয়েছি ৷ আমাদের পুনর্মিলনটা দারুণ ছিল ৷ সেমিফাইনালে দারুণ খেলেছিল ৷ বব উইলসকে ছক্কাও হাঁকিয়েছিল ৷ এখন সবাই বলে রবীন্দ্র জাদেজা সেরা ফিল্ডার, আমাদের সময়ে যশপাল দারুণ ফিল্ডার ছিল ৷ বলে বলে বল উইকেটে থ্রো করতে পারত ৷ ’’

সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা ছড়িয়ে পড়ে ৷ টুইটারে যশপালের প্রাক্তন সতীর্থ ও ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী শোক প্রকাশ করেন ৷ তিনি লেখেন, ‘‘ এত তাড়াতাড়ি বিশ্বকাপের সতীর্থকে হারিয়ে শোকাহত ৷ ওর আত্মার শান্তি কামনা করি ও পরিবারকে সমবেদনা জানাই ৷’’

ক্রীড়া মন্ত্রী ও প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর টুইট করে নিজের শোকবার্তা দেন ৷ লেখেন, ‘‘ কিংবদন্তি ক্রিকেটার ও 1983 বিশ্বকাপজয়ী দলের সদস্য যশপাল শর্মার প্রয়াণে হতবাক ৷ তাঁর একটি বর্ণময় ক্রিকেট কেরিয়ার ছিল ৷ এবং বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ৷ তিনি আম্পায়ার ও নির্বাচকও ছিলেন ৷ তাঁর অবদান ভোলা যাবে না ৷’’

  • Saddened by the passing away of ace cricketer & 1983 World Cup winning member Sh Yashpal Sharma.

    He had an illustrious career & was India's second-highest run getter at the 1983 World Cup. He was also an umpire and national selector. His contribution won’t be forgotten.

    ॐ शांति pic.twitter.com/fhra6UcngV

    — Anurag Thakur (@ianuragthakur) July 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও শোক প্রাকাশ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ যশপাল শর্মাজির প্রয়াণে হতবাক ও ব্যথিত ৷ 83-র বিশ্বকাপে তাঁর ব্যাটিং এখনও মনে করতে পারি ৷ ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার মতো নয় ৷ তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷’’

  • Shocked and deeply pained by the demise of Yashpal Sharma ji. Have fond memories of watching him bat during the 1983 World Cup. His contribution to Indian cricket shall always be remembered.

    My sincere condolences to the entire Sharma family. pic.twitter.com/WBQ6ng2x8I

    — Sachin Tendulkar (@sachin_rt) July 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : WI vs AUS : গেইলের 67, অজ়িদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় জয় ক্যারিবিয়ানদের

আজ সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ও ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও যশপালের প্রয়াণে শোকজ্ঞাপন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.