ETV Bharat / sports

রেকর্ড টাকায় স্টার্ককে ঘরে তুলে খুশি কেকেআর সিইও, নাইট শিবিরে আর কারা? - নাইট সিইও বেঙ্কি মাইসোরের

KKR CEO on Mitchell Starc: 'দক্ষতার দিক থেকে ও আমাদের পছন্দের খেলোয়াড় ছিল ৷' রেকর্ড টাকায় মিচেল স্টার্ককে ঘরে এনে দাবি নাইট সিইও বেঙ্কি মাইসোরের ৷

KKR CEO on Mitchell Starc
Etv Bharat
author img

By ANI

Published : Dec 19, 2023, 10:55 PM IST

দুবাই, 19 ডিসেম্বর: অজি পেসার মিচেল স্টার্ককে আইপিএলে রেকর্ড টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে অজি পেসারকে দলে টেনেছেন তাঁরা ৷ এই বিড নিয়ে মুখ খুললেন নাইট সিইও বেঙ্কি মাইসোর ৷ তিনি জানান, দক্ষতার কথা বললে এই অজি ক্রিকেটার দলের ভারসাম্য বাড়াবে ৷

তিনি বলেন, "আমি জানি, আপনি যদি বিষয়টাকে শুধু একজন ক্রিকেটারকে কত দাম দেওয়া হল সেই হিসাবে দেখেন তাহলে দেখে মনে হতেই পারে 24.75 কোটি সত্যি দারুণ ৷ কিন্তু কয়েকদিন আগেই আমি একজনকে বলছিলাম 2008 সালে সকলের পুরো বেতন ছিল 20 কোটি টাকা ৷ আজ সেটা বদলে গিয়েছে তাই না? এক্ষেত্রে আমার মত হল দিনের শেষে দশটা দল 100 কোটি টাকা খরচ করে বেরিয়ে যাবে, সকলে সেটাকে নিজের মতো করে ভাগ করে নেয় ৷ শেষমেষ সবাই তো একই সমান পরিমাণ অর্থ খরচ করব ৷"

তিনি আরও বলেন, "প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে ৷ আমাদের একটা পরিকল্পনা ছিল ৷ আমরা দীর্ঘ দিন এই কাজ করছি ৷ মানে এটা আমার 14তম নিলাম ৷ আমরা জানি কিছু আমরা জিতব কিছু হারব ৷ তাই তোমাকে প্রস্তুত থাকতেই হবে ৷ তাই আগে থেকেই একটা কোনও মানসিকতা নিয়ে এলে হবে না ৷ দক্ষতার দিক থেকে ও আমাদের পছন্দের খেলোয়াড় ছিল ৷ কোনও কোনও সময় এটা কাজে লাগে ৷ শুরুর দিকে আমরা তো অনেকগুলি বিড হেরে গিয়েছিলাম ৷ এই ক্ষেত্রে নিলামটা আমাদের দিকে গিয়েছে ৷ "

মিচেল স্টার্ক প্রায় আট বছর আইপিএলে ছিলেন না ৷ শেষবার 2015 সালে আইপিএল নিলামে নাম ছিল তাঁর ৷ সেবার তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ সেবারও 20টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ স্টার্ক ছাড়া এবার নাইটদের সবচেয়ে বড় ক্রয় মুজিব উর রহমান ৷ 2 কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট বাহিনি ৷ 1 কোটি টাকায় নাইট শিবিরে যোগ দিয়েছেন গাস অ্যাটকিনসন ৷ এছাড়া মনীশ পাণ্ডে, সাকিব হুসেন, শেরফেন রাদারফোর্ড, কে এস ভরত এবং চেতন সাকারিয়াকে দলে টেনেছে তারা ৷ কার্যত নিলামের একেবারে শেষ পর্বে ঝড় তুলেছিল তারা ৷

আরও পড়ুন:

  1. পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার ব্যাটার
  2. রাহুল সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতকে স্বল্প রানে বেঁধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা
  3. অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক

দুবাই, 19 ডিসেম্বর: অজি পেসার মিচেল স্টার্ককে আইপিএলে রেকর্ড টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে অজি পেসারকে দলে টেনেছেন তাঁরা ৷ এই বিড নিয়ে মুখ খুললেন নাইট সিইও বেঙ্কি মাইসোর ৷ তিনি জানান, দক্ষতার কথা বললে এই অজি ক্রিকেটার দলের ভারসাম্য বাড়াবে ৷

তিনি বলেন, "আমি জানি, আপনি যদি বিষয়টাকে শুধু একজন ক্রিকেটারকে কত দাম দেওয়া হল সেই হিসাবে দেখেন তাহলে দেখে মনে হতেই পারে 24.75 কোটি সত্যি দারুণ ৷ কিন্তু কয়েকদিন আগেই আমি একজনকে বলছিলাম 2008 সালে সকলের পুরো বেতন ছিল 20 কোটি টাকা ৷ আজ সেটা বদলে গিয়েছে তাই না? এক্ষেত্রে আমার মত হল দিনের শেষে দশটা দল 100 কোটি টাকা খরচ করে বেরিয়ে যাবে, সকলে সেটাকে নিজের মতো করে ভাগ করে নেয় ৷ শেষমেষ সবাই তো একই সমান পরিমাণ অর্থ খরচ করব ৷"

তিনি আরও বলেন, "প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে ৷ আমাদের একটা পরিকল্পনা ছিল ৷ আমরা দীর্ঘ দিন এই কাজ করছি ৷ মানে এটা আমার 14তম নিলাম ৷ আমরা জানি কিছু আমরা জিতব কিছু হারব ৷ তাই তোমাকে প্রস্তুত থাকতেই হবে ৷ তাই আগে থেকেই একটা কোনও মানসিকতা নিয়ে এলে হবে না ৷ দক্ষতার দিক থেকে ও আমাদের পছন্দের খেলোয়াড় ছিল ৷ কোনও কোনও সময় এটা কাজে লাগে ৷ শুরুর দিকে আমরা তো অনেকগুলি বিড হেরে গিয়েছিলাম ৷ এই ক্ষেত্রে নিলামটা আমাদের দিকে গিয়েছে ৷ "

মিচেল স্টার্ক প্রায় আট বছর আইপিএলে ছিলেন না ৷ শেষবার 2015 সালে আইপিএল নিলামে নাম ছিল তাঁর ৷ সেবার তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ সেবারও 20টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ স্টার্ক ছাড়া এবার নাইটদের সবচেয়ে বড় ক্রয় মুজিব উর রহমান ৷ 2 কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট বাহিনি ৷ 1 কোটি টাকায় নাইট শিবিরে যোগ দিয়েছেন গাস অ্যাটকিনসন ৷ এছাড়া মনীশ পাণ্ডে, সাকিব হুসেন, শেরফেন রাদারফোর্ড, কে এস ভরত এবং চেতন সাকারিয়াকে দলে টেনেছে তারা ৷ কার্যত নিলামের একেবারে শেষ পর্বে ঝড় তুলেছিল তারা ৷

আরও পড়ুন:

  1. পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার ব্যাটার
  2. রাহুল সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতকে স্বল্প রানে বেঁধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা
  3. অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.