দুবাই, 19 ডিসেম্বর: অজি পেসার মিচেল স্টার্ককে আইপিএলে রেকর্ড টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে অজি পেসারকে দলে টেনেছেন তাঁরা ৷ এই বিড নিয়ে মুখ খুললেন নাইট সিইও বেঙ্কি মাইসোর ৷ তিনি জানান, দক্ষতার কথা বললে এই অজি ক্রিকেটার দলের ভারসাম্য বাড়াবে ৷
তিনি বলেন, "আমি জানি, আপনি যদি বিষয়টাকে শুধু একজন ক্রিকেটারকে কত দাম দেওয়া হল সেই হিসাবে দেখেন তাহলে দেখে মনে হতেই পারে 24.75 কোটি সত্যি দারুণ ৷ কিন্তু কয়েকদিন আগেই আমি একজনকে বলছিলাম 2008 সালে সকলের পুরো বেতন ছিল 20 কোটি টাকা ৷ আজ সেটা বদলে গিয়েছে তাই না? এক্ষেত্রে আমার মত হল দিনের শেষে দশটা দল 100 কোটি টাকা খরচ করে বেরিয়ে যাবে, সকলে সেটাকে নিজের মতো করে ভাগ করে নেয় ৷ শেষমেষ সবাই তো একই সমান পরিমাণ অর্থ খরচ করব ৷"
তিনি আরও বলেন, "প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে ৷ আমাদের একটা পরিকল্পনা ছিল ৷ আমরা দীর্ঘ দিন এই কাজ করছি ৷ মানে এটা আমার 14তম নিলাম ৷ আমরা জানি কিছু আমরা জিতব কিছু হারব ৷ তাই তোমাকে প্রস্তুত থাকতেই হবে ৷ তাই আগে থেকেই একটা কোনও মানসিকতা নিয়ে এলে হবে না ৷ দক্ষতার দিক থেকে ও আমাদের পছন্দের খেলোয়াড় ছিল ৷ কোনও কোনও সময় এটা কাজে লাগে ৷ শুরুর দিকে আমরা তো অনেকগুলি বিড হেরে গিয়েছিলাম ৷ এই ক্ষেত্রে নিলামটা আমাদের দিকে গিয়েছে ৷ "
মিচেল স্টার্ক প্রায় আট বছর আইপিএলে ছিলেন না ৷ শেষবার 2015 সালে আইপিএল নিলামে নাম ছিল তাঁর ৷ সেবার তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ৷ সেবারও 20টি উইকেট নিয়েছিলেন তিনি ৷ স্টার্ক ছাড়া এবার নাইটদের সবচেয়ে বড় ক্রয় মুজিব উর রহমান ৷ 2 কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট বাহিনি ৷ 1 কোটি টাকায় নাইট শিবিরে যোগ দিয়েছেন গাস অ্যাটকিনসন ৷ এছাড়া মনীশ পাণ্ডে, সাকিব হুসেন, শেরফেন রাদারফোর্ড, কে এস ভরত এবং চেতন সাকারিয়াকে দলে টেনেছে তারা ৷ কার্যত নিলামের একেবারে শেষ পর্বে ঝড় তুলেছিল তারা ৷
আরও পড়ুন: