ETV Bharat / sports

Asia Cup 2023: 54'র বদলা 50, 'সিরাজি স্পেলে' তেইশ বছর পর মধুর প্রতিশোধ টিম ইন্ডিয়ার

Second Fastest All out in ODI History: সবচেয়ে দ্রুত ইনিংস অল-আউটের নিরিখেও রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা ৷ জিম্বাবোয়েকে পিছনে ফেলে দ্বিতীয় দ্রুততম দল হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে অলআউট হল সিংহলীরা ৷ তেইশ বছর আগে শারজার মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:40 PM IST

Updated : Sep 17, 2023, 6:35 PM IST

কলম্বো, 17 সেপ্টেম্বর: 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন চামিন্ডা ভাস এবং মুথাইয়া মুরলিথরন ৷ শ্রীলঙ্কার দেওয়া 300 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 54 রানেই গুটিয়ে গিয়েছিল সৌরভ-সচিন-যুবরাজ সমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ 14 রানে 5 উইকেট নিয়েছিলেন ভাস ৷ 3 উইকেট গিয়েছিল মুরলির দখলে ৷ ওডিআই'তে এখনও পর্যন্ত ভারতের সর্বনিম্ন স্কোর হয়ে রয়েছে সেটি ৷ 23 বছর কলম্বোর প্রেমদাসায় 23 বছর আগের মধুর প্রতিশোধ ভারতের ৷

রবিবাসরীয় এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের দাপটে ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা ৷ শুধু তাই নয়, ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ইনিংস অলআউট এটি ৷ এদিন ভারতের বিরুদ্ধে মাত্র 15.2 ওভারে 50 রানে পুরো শ্রীলঙ্কা দল গুটিয়ে যায় ৷ মহম্মদ সিরাজ একাই নেন 6 উইকেট ৷ এটি তাঁর কেরিয়ার বেস্ট বোলিং ফিগার ৷ সিরাজ ছাড়াও হার্দিক পান্ডিয়া 3 উইকেট এবং জসপ্রীত বুমরা একটি উইকেট নিয়েছেন ৷

তবে ওডিআই'তে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোরের রেকর্ড 11 বছর আগে ৷ 2012 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে 43 রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ মাঝে 2014 সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে 67 রানে অল-আউট হয় শ্রীলঙ্কা ৷ তবে, শ্রীলঙ্কার তৃতীয় সর্বনিম্ন ওয়ান-ডে স্কোর 55 রান 1986 সালের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শারজাতে ৷ অন্যদিকে, ওয়ান-ডে ক্রিকেটে কোনও দলের সবচেয়ে কম ওভার খেলে অল-আউট হওয়ার নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ৷ এদিন মাত্র 15.2 ওভারে অল-আউট হয়েছেন দাসুন শনাকারা ৷

এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু, প্রথম ওভারেই কুশল পেরেরা (0) আউট করেন জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় ওভার মেজেন নেন মহম্মদ সিরাজ ৷ তৃতীয় ওভার আবার মেডেন নেন বুমরা ৷ আর চতুর্থ ওভারে শুরু হয় উইকেট পতনের বৃষ্টি ৷ ওই ওভারে চার রান দিয়ে 4 উইকেট তুলে নেন সিরাজ ৷ তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ৷ তবে, তা হাতছাড়া হয় ৷ কিন্তু, এর পরেও 7 ওভারে 1টি মেডেন-সহ 21 রান দিয়ে 6 উইকেট নেন সিরাজ ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

বাকি 2.2 ওভারে হার্দিক পান্ডিয়া 3 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ শ্রীলঙ্কার হয়ে এ দিন সর্বাধিক 17 রান করেন উইকেট-কিপার ব্যাটার কুশল মেন্ডিস ৷ এর পর 9 নম্বরে নামা দাসুন হেমন্তা 13 রান করেন ৷ এ দিন শ্রীলঙ্কার ইনিংসে মোট পাঁচজন ব্যাটার শূন্যতেই আউট হয়ে যান ৷

কলম্বো, 17 সেপ্টেম্বর: 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন চামিন্ডা ভাস এবং মুথাইয়া মুরলিথরন ৷ শ্রীলঙ্কার দেওয়া 300 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 54 রানেই গুটিয়ে গিয়েছিল সৌরভ-সচিন-যুবরাজ সমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ 14 রানে 5 উইকেট নিয়েছিলেন ভাস ৷ 3 উইকেট গিয়েছিল মুরলির দখলে ৷ ওডিআই'তে এখনও পর্যন্ত ভারতের সর্বনিম্ন স্কোর হয়ে রয়েছে সেটি ৷ 23 বছর কলম্বোর প্রেমদাসায় 23 বছর আগের মধুর প্রতিশোধ ভারতের ৷

রবিবাসরীয় এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের দাপটে ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা ৷ শুধু তাই নয়, ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ইনিংস অলআউট এটি ৷ এদিন ভারতের বিরুদ্ধে মাত্র 15.2 ওভারে 50 রানে পুরো শ্রীলঙ্কা দল গুটিয়ে যায় ৷ মহম্মদ সিরাজ একাই নেন 6 উইকেট ৷ এটি তাঁর কেরিয়ার বেস্ট বোলিং ফিগার ৷ সিরাজ ছাড়াও হার্দিক পান্ডিয়া 3 উইকেট এবং জসপ্রীত বুমরা একটি উইকেট নিয়েছেন ৷

তবে ওডিআই'তে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোরের রেকর্ড 11 বছর আগে ৷ 2012 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে 43 রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ মাঝে 2014 সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে 67 রানে অল-আউট হয় শ্রীলঙ্কা ৷ তবে, শ্রীলঙ্কার তৃতীয় সর্বনিম্ন ওয়ান-ডে স্কোর 55 রান 1986 সালের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শারজাতে ৷ অন্যদিকে, ওয়ান-ডে ক্রিকেটে কোনও দলের সবচেয়ে কম ওভার খেলে অল-আউট হওয়ার নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ৷ এদিন মাত্র 15.2 ওভারে অল-আউট হয়েছেন দাসুন শনাকারা ৷

এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু, প্রথম ওভারেই কুশল পেরেরা (0) আউট করেন জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় ওভার মেজেন নেন মহম্মদ সিরাজ ৷ তৃতীয় ওভার আবার মেডেন নেন বুমরা ৷ আর চতুর্থ ওভারে শুরু হয় উইকেট পতনের বৃষ্টি ৷ ওই ওভারে চার রান দিয়ে 4 উইকেট তুলে নেন সিরাজ ৷ তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ৷ তবে, তা হাতছাড়া হয় ৷ কিন্তু, এর পরেও 7 ওভারে 1টি মেডেন-সহ 21 রান দিয়ে 6 উইকেট নেন সিরাজ ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

বাকি 2.2 ওভারে হার্দিক পান্ডিয়া 3 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ শ্রীলঙ্কার হয়ে এ দিন সর্বাধিক 17 রান করেন উইকেট-কিপার ব্যাটার কুশল মেন্ডিস ৷ এর পর 9 নম্বরে নামা দাসুন হেমন্তা 13 রান করেন ৷ এ দিন শ্রীলঙ্কার ইনিংসে মোট পাঁচজন ব্যাটার শূন্যতেই আউট হয়ে যান ৷

Last Updated : Sep 17, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.