ETV Bharat / sports

IPL 2022 : আরও আঁধারে চেন্নাই, কোটিপতি লিগে টানা চতুর্থ হার ধোনিদের - Abhishek Sharma hits 75 runs

কলকাতা, লখনউ, পঞ্জাবের পর শনিবার হায়দরাবাদের কাছে হেরে আরও আঁধারে 'মেন ইন ইয়েলো' ৷ 14 বল বাকি থাকতে ধোনিদের 8 উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজার্স (SRH beat CSK by 8 wickets) ৷

IPL 2022
আরও আঁধারে চেন্নাই, কোটিপতি লিগে টানা চতুর্থ হার ধোনিদের
author img

By

Published : Apr 9, 2022, 7:16 PM IST

Updated : Apr 9, 2022, 7:54 PM IST

মুম্বই, 9 এপ্রিল : খারাপ সময় আগেও এসেছে ৷ তবে শিরোপা জয়ের পরের বছরই দলের এমন অধঃপতন দেখতে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি চেন্নাই সমর্থকরা ৷ কোটিপতি লিগে যে দল টুর্নামেন্টের প্রথম দু'ম্যাচে টানা হারেনি সেই দল পঞ্চদশ সংস্করণে প্রথম চার ম্যাচে মুখ থুবড়ে পড়ল ৷ কলকাতা, লখনউ, পঞ্জাবের পর শনিবার হায়দরাবাদের কাছে হেরে আরও আঁধারে 'মেন ইন ইয়েলো' ৷ 14 বল বাকি থাকতে ধোনিদের 8 উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজার্স (SRH beat CSK by 8 wickets) ৷ জাদেজা অ্যান্ড কোম্পানির দেওয়া 155 রানের লক্ষ্যমাত্রা 17.4 ওভারেই তুলে দিলেন কেন উইলিয়ামসনরা ৷ ব্যাট হাতে হায়দরাবাদের নায়ক ওপেনার অভিষেক শর্মা এবং নাইটদের প্রাক্তনী রাহুল ত্রিপাঠী ৷

দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না-পারলেও অভিষেকের 50 বলে বিধ্বংসী 75 রান এদিন টানা চতুর্থ হার নিশ্চিত করে দেয় চারবারের চ্যাম্পিয়নদের (Abhishek Sharma hits 75 runs) ৷ 15 বলে 39 রানে অপরাজিত থেকে নয়া ফ্র্যাঞ্চাইজিকে প্রথম জয় এনে দেন ত্রিপাঠী ৷ ওপেনে নেমে অধিনায়ক উইলিয়ামসন 40 বলে 32 রান করে আউট হলেও কোনও প্রভাব পড়েনি দলের রান তাড়ায় ৷ 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেকের 75 রানের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ ত্রিপাঠীর 39 রানের ক্যামিও ইনিংসে ছিল 5টি চার, 2টি ছয় ৷ 2 বলে 5 রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান ৷

আরও পড়ুন : মইনের ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে দেড়শো ছুঁল চেন্নাই

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে এদিন চেন্নাইকে ব্যাট করতে পাঠান উইলিয়ামসন ৷ অলরাউন্ডার মইন আলির ব্যাটে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে কোনক্রমে দেড়শো পেরোয় সিএসকে ৷ 35 বলে 48 রান করেন ইংরেজ অলরাউন্ডার ৷ শেষদিকে অধিনায়ক জাদেজার 15 বলে 23 রান চেন্নাইকে 7 উইকেটে 154 রানে পৌঁছে দেয় ৷ সানরাইজার্সের হয়ে বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর 4 ওভারে মাত্র 21 রানে নেন 2 উইকেট (W Sundar takes 2 wickets) ৷ টি নটরাজনের ঝুলিতেও 2টি উইকেট ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন এবং এইডেন মার্করামের দখলে ৷

মুম্বই, 9 এপ্রিল : খারাপ সময় আগেও এসেছে ৷ তবে শিরোপা জয়ের পরের বছরই দলের এমন অধঃপতন দেখতে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি চেন্নাই সমর্থকরা ৷ কোটিপতি লিগে যে দল টুর্নামেন্টের প্রথম দু'ম্যাচে টানা হারেনি সেই দল পঞ্চদশ সংস্করণে প্রথম চার ম্যাচে মুখ থুবড়ে পড়ল ৷ কলকাতা, লখনউ, পঞ্জাবের পর শনিবার হায়দরাবাদের কাছে হেরে আরও আঁধারে 'মেন ইন ইয়েলো' ৷ 14 বল বাকি থাকতে ধোনিদের 8 উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজার্স (SRH beat CSK by 8 wickets) ৷ জাদেজা অ্যান্ড কোম্পানির দেওয়া 155 রানের লক্ষ্যমাত্রা 17.4 ওভারেই তুলে দিলেন কেন উইলিয়ামসনরা ৷ ব্যাট হাতে হায়দরাবাদের নায়ক ওপেনার অভিষেক শর্মা এবং নাইটদের প্রাক্তনী রাহুল ত্রিপাঠী ৷

দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না-পারলেও অভিষেকের 50 বলে বিধ্বংসী 75 রান এদিন টানা চতুর্থ হার নিশ্চিত করে দেয় চারবারের চ্যাম্পিয়নদের (Abhishek Sharma hits 75 runs) ৷ 15 বলে 39 রানে অপরাজিত থেকে নয়া ফ্র্যাঞ্চাইজিকে প্রথম জয় এনে দেন ত্রিপাঠী ৷ ওপেনে নেমে অধিনায়ক উইলিয়ামসন 40 বলে 32 রান করে আউট হলেও কোনও প্রভাব পড়েনি দলের রান তাড়ায় ৷ 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেকের 75 রানের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ ত্রিপাঠীর 39 রানের ক্যামিও ইনিংসে ছিল 5টি চার, 2টি ছয় ৷ 2 বলে 5 রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান ৷

আরও পড়ুন : মইনের ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে দেড়শো ছুঁল চেন্নাই

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে এদিন চেন্নাইকে ব্যাট করতে পাঠান উইলিয়ামসন ৷ অলরাউন্ডার মইন আলির ব্যাটে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে কোনক্রমে দেড়শো পেরোয় সিএসকে ৷ 35 বলে 48 রান করেন ইংরেজ অলরাউন্ডার ৷ শেষদিকে অধিনায়ক জাদেজার 15 বলে 23 রান চেন্নাইকে 7 উইকেটে 154 রানে পৌঁছে দেয় ৷ সানরাইজার্সের হয়ে বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর 4 ওভারে মাত্র 21 রানে নেন 2 উইকেট (W Sundar takes 2 wickets) ৷ টি নটরাজনের ঝুলিতেও 2টি উইকেট ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন এবং এইডেন মার্করামের দখলে ৷

Last Updated : Apr 9, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.