ETV Bharat / sports

India tour of SA : কাঁটা ওমিক্রন! কোহলিদের জন্য দক্ষিণ আফ্রিকার হাসপাতালে বরাদ্দ হল বেড - কাঁটা ওমিক্রন! কোহলিদের জন্য দক্ষিণ আফ্রিকার হাসপাতালে বরাদ্দ হল বেড

আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে প্রোটিয়া সফরে অভিযান শুরু করবেন কোহলি-বুমরারা ৷ স্বাভাবিকভাবেই ওমিক্রন আবহে সফরকারী দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (South Africa Cricket Board take utmost safety measures for Indian Cricket Team) ৷

India tour of SA
কাঁটা ওমিক্রন! কোহলিদের জন্য দক্ষিণ আফ্রিকার হাসপাতালে বরাদ্দ হল বেড
author img

By

Published : Dec 22, 2021, 4:56 PM IST

জোহানেসবার্গ, 22 ডিসেম্বর : বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ৷ সেই নতুন প্রজাতির আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে রয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে প্রোটিয়া সফরে অভিযান শুরু করবেন কোহলি-বুমরারা ৷ স্বাভাবিকভাবেই ওমিক্রন আবহে সফরকারী দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (South Africa Cricket Board take utmost safety measures for Indian Cricket Team) ৷ একইসঙ্গে সিরিজ যাতে মাঝপথে স্থগিত না হয়, তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে এলগার-ডি'ককদের ক্রিকেট বোর্ড ৷

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিসিসিআই'কে আশ্বস্ত করে জানিয়েছে সীমান্ত পারাপারে যদি ফের নিষেধাজ্ঞা নেমে আসে, তবে ভারতীয় দল তৎক্ষণাৎ দেশের বিমান ধরতে পারে ৷ একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের যদি কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হয়, তার বন্দোবস্ত ইতিমধ্যেই সেরে রেখেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড (India players guaranteed hospital beds in South Africa by CSA) ৷

সেদেশের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সিএসএ'র চিফ মেডিক্য়াল অফিসার বলেন, "ভারতীয় ক্রিকেটারদের যদি কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হয় সেজন্য আমরা বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলে বেড নিশ্চিত করে রেখেছি ৷" তাঁর সংযোজন, "সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা জারি হলে চিন্তার কোনও কারণ নেই ৷ দক্ষিণ আফ্রিকা সরকার যে কোনও সময় ভারতীয় ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেবে ৷"

আরও পড়ুন : SA vs IND : নিজেদের ঘরের মাঠেই বুমরাকে সমীহ প্রোটিয়া অধিনায়কের

যদিও ভারত সরকার দেশে পৌঁছনোর পর ক্রিকেটারদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করবে, সেটা তাদের হাতে নেই বলে জানিয়েছেন সিএসএ'র চিফ মেডিক্য়াল অফিসার ৷ আগেই টেস্টের পাশাপাশি ওয়ান-ডে সিরিজও রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড ৷

জোহানেসবার্গ, 22 ডিসেম্বর : বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ৷ সেই নতুন প্রজাতির আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে রয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে প্রোটিয়া সফরে অভিযান শুরু করবেন কোহলি-বুমরারা ৷ স্বাভাবিকভাবেই ওমিক্রন আবহে সফরকারী দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (South Africa Cricket Board take utmost safety measures for Indian Cricket Team) ৷ একইসঙ্গে সিরিজ যাতে মাঝপথে স্থগিত না হয়, তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে এলগার-ডি'ককদের ক্রিকেট বোর্ড ৷

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিসিসিআই'কে আশ্বস্ত করে জানিয়েছে সীমান্ত পারাপারে যদি ফের নিষেধাজ্ঞা নেমে আসে, তবে ভারতীয় দল তৎক্ষণাৎ দেশের বিমান ধরতে পারে ৷ একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের যদি কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হয়, তার বন্দোবস্ত ইতিমধ্যেই সেরে রেখেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড (India players guaranteed hospital beds in South Africa by CSA) ৷

সেদেশের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সিএসএ'র চিফ মেডিক্য়াল অফিসার বলেন, "ভারতীয় ক্রিকেটারদের যদি কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হয় সেজন্য আমরা বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলে বেড নিশ্চিত করে রেখেছি ৷" তাঁর সংযোজন, "সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা জারি হলে চিন্তার কোনও কারণ নেই ৷ দক্ষিণ আফ্রিকা সরকার যে কোনও সময় ভারতীয় ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেবে ৷"

আরও পড়ুন : SA vs IND : নিজেদের ঘরের মাঠেই বুমরাকে সমীহ প্রোটিয়া অধিনায়কের

যদিও ভারত সরকার দেশে পৌঁছনোর পর ক্রিকেটারদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করবে, সেটা তাদের হাতে নেই বলে জানিয়েছেন সিএসএ'র চিফ মেডিক্য়াল অফিসার ৷ আগেই টেস্টের পাশাপাশি ওয়ান-ডে সিরিজও রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.