ETV Bharat / sports

IND vs SA Second ODI : টেস্টের পর ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজেও হার টিম ইন্ডিয়ার - After test series India have lost the ODI series also

জানেমান মালান এবং অভিজ্ঞ কুইন্টন ডি'কক ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে ওপেনিং জুটিতে তোলেন 132 রান (De Kock and Janeman Malan builded 132 runs opening partnership) ৷ ওখানেই অর্ধেক ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা ৷

IND vs SA Second ODI
টেস্টের পর ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজেও হার টিম ইন্ডিয়ার
author img

By

Published : Jan 21, 2022, 10:09 PM IST

Updated : Jan 21, 2022, 10:56 PM IST

পার্ল, 21 জানুয়ারি : টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে তবু কিছুটা ভয় দেখানো গিয়েছিল বিপক্ষকে ৷ কিন্তু ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করে বসল ভারত ৷ শুক্রবার 'ডু অর ডাই' ম্যাচে ভারত হারল 7 উইকেটে (South Africa beat India by 7 wickets in the second ODI) ৷ সেইসঙ্গে টেস্টের পর ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজও হেরে ফিরছে ভারত (After test series India have lost the ODI series also) ৷ ঋষভ পন্থ এবং অধিনায়ক কেএল রাহুলের ব্যাটে প্রোটিয়াদের 288 রানের লক্ষ্যমাত্রা দিলেও বোলারদের হতশ্রী পারফরম্যান্সে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনও সম্ভাবনাই তৈরি হল না ভারতের ৷ প্রথম দু'টি ওয়ান ডে হেরে তিন ম্যাচের সিরিজ হারাল 'মেন ইন ব্লু' ৷ সিরিজের শেষ ম্যাচ রবিবার নিউল্যান্ডসে ৷

ভেঙ্কটেশ আইয়ারকে দলে রেখেও গত ম্যাচে বল না-করানোয় ব্যাপক সমালোচনা হয়েছিল অধিনায়ক কেএল রাহুলের ৷ এদিন নাইট তারকার হাতে 5 ওভার বল তুলে দিলেন বটে অধিনায়ক কিন্তু তাতে ভাগ্য বদলালো না ৷ ব্যাট হাতেও ব্যর্থ ভেঙ্কটেশ ৷ বল হাতে জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল কিছুটা লড়লেন বটে ৷ কিন্তু সেরা ফর্মের ধারে কাছেও না থাকা ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিনের যথেচ্ছ রান খরচে সহজেই জিতল প্রোটিয়ারা ৷

ওপেনিং জুটিতে দারুণ শুরু হলে বড় রান তাড়া করা অনেকটা সহজ হয়ে যায় যে কোনও দলের ৷ দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও ঠিক তাই হল ৷ জানেমান মালান এবং অভিজ্ঞ কুইন্টন ডি'কক ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে ওপেনিং জুটিতে তোলেন 132 রান (De Kock and Janeman Malan builded 132 runs opening partnership) ৷ ওখানেই অর্ধেক ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা ৷ 78 করেন কক ৷ 91 রানে ফেরেন মালান ৷ এরপর অধিনায়ক তেম্বা বাভুমা 35 রানে ফিরলেও অপরাজিত থেকে বাকি কাজটা সারেন এইডেন মার্করাম এবং গতম্যাচের শতরানকারী ভ্যান ডুসেন ৷ দু'জনেই 37 রানে অপরাজিত থাকেন ৷

আরও পড়ুন : IND vs SA Second ODI : 'ডু অর ডাই' ম্যাচে পন্থের ব্যাটে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

অবিভক্ত 74 রানের জুটিতে দলকে ম্যাচ এবং সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন দু'জনে ৷ ভুবনেশ্বর 8 ওভারে খরচ করেন 67 রান ৷ অশ্বিন 10 ওভারে দেন 68 রান ৷ দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে ঋষভ পন্থ (85) এবং কেএল রাহুলের (55) ব্যাটে স্কোরবোর্ডে 287 রান তুলেছিল ভারত ৷ বল হাতে সফল না-হলেও ব্যাট হাতে 40 রানের অবদান রাখেন শার্দূল ঠাকুর ৷

পার্ল, 21 জানুয়ারি : টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে তবু কিছুটা ভয় দেখানো গিয়েছিল বিপক্ষকে ৷ কিন্তু ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করে বসল ভারত ৷ শুক্রবার 'ডু অর ডাই' ম্যাচে ভারত হারল 7 উইকেটে (South Africa beat India by 7 wickets in the second ODI) ৷ সেইসঙ্গে টেস্টের পর ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজও হেরে ফিরছে ভারত (After test series India have lost the ODI series also) ৷ ঋষভ পন্থ এবং অধিনায়ক কেএল রাহুলের ব্যাটে প্রোটিয়াদের 288 রানের লক্ষ্যমাত্রা দিলেও বোলারদের হতশ্রী পারফরম্যান্সে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনও সম্ভাবনাই তৈরি হল না ভারতের ৷ প্রথম দু'টি ওয়ান ডে হেরে তিন ম্যাচের সিরিজ হারাল 'মেন ইন ব্লু' ৷ সিরিজের শেষ ম্যাচ রবিবার নিউল্যান্ডসে ৷

ভেঙ্কটেশ আইয়ারকে দলে রেখেও গত ম্যাচে বল না-করানোয় ব্যাপক সমালোচনা হয়েছিল অধিনায়ক কেএল রাহুলের ৷ এদিন নাইট তারকার হাতে 5 ওভার বল তুলে দিলেন বটে অধিনায়ক কিন্তু তাতে ভাগ্য বদলালো না ৷ ব্যাট হাতেও ব্যর্থ ভেঙ্কটেশ ৷ বল হাতে জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল কিছুটা লড়লেন বটে ৷ কিন্তু সেরা ফর্মের ধারে কাছেও না থাকা ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিনের যথেচ্ছ রান খরচে সহজেই জিতল প্রোটিয়ারা ৷

ওপেনিং জুটিতে দারুণ শুরু হলে বড় রান তাড়া করা অনেকটা সহজ হয়ে যায় যে কোনও দলের ৷ দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও ঠিক তাই হল ৷ জানেমান মালান এবং অভিজ্ঞ কুইন্টন ডি'কক ভারতীয় বোলারদের নাভিশ্বাস তুলে ওপেনিং জুটিতে তোলেন 132 রান (De Kock and Janeman Malan builded 132 runs opening partnership) ৷ ওখানেই অর্ধেক ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা ৷ 78 করেন কক ৷ 91 রানে ফেরেন মালান ৷ এরপর অধিনায়ক তেম্বা বাভুমা 35 রানে ফিরলেও অপরাজিত থেকে বাকি কাজটা সারেন এইডেন মার্করাম এবং গতম্যাচের শতরানকারী ভ্যান ডুসেন ৷ দু'জনেই 37 রানে অপরাজিত থাকেন ৷

আরও পড়ুন : IND vs SA Second ODI : 'ডু অর ডাই' ম্যাচে পন্থের ব্যাটে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

অবিভক্ত 74 রানের জুটিতে দলকে ম্যাচ এবং সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন দু'জনে ৷ ভুবনেশ্বর 8 ওভারে খরচ করেন 67 রান ৷ অশ্বিন 10 ওভারে দেন 68 রান ৷ দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে ঋষভ পন্থ (85) এবং কেএল রাহুলের (55) ব্যাটে স্কোরবোর্ডে 287 রান তুলেছিল ভারত ৷ বল হাতে সফল না-হলেও ব্যাট হাতে 40 রানের অবদান রাখেন শার্দূল ঠাকুর ৷

Last Updated : Jan 21, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.