ETV Bharat / sports

Sourav to play Legends League: লেজেন্ডস লিগে কলকাতার মাঠে ক্রিকেটে ফিরছেন সৌরভ

কলকাতার মাঠে ক্রিকেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly will Return in Cricket at Kolkata Ground) ৷ লেজেন্ডস লিগে (Legends League) যে তিনি খেলবেন তা আগেই জানিয়েছিলেন ৷ এ বার আয়োজকদের একটি সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আয়োজিত একটি ম্যাচে তিনি প্রথম খেলবেন ৷

sourav-ganguly-will-return-in-cricket-at-kolkata-ground
sourav-ganguly-will-return-in-cricket-at-kolkata-ground
author img

By

Published : Aug 3, 2022, 9:44 PM IST

Updated : Aug 4, 2022, 7:19 AM IST

কলকাতা, 3 অগস্ট: কলকাতাতেই লেজেন্ডস লিগের দ্বিতীয় মরশুমে ক্রিকেট মাঠে ফিরছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly will Return in Cricket at Kolkata Ground) ৷ গত শনিবারই লেজেন্ডস লিগে খেলার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সৌরভ ৷ এ বার আয়োজকদের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হবে ৷ সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যাকে দেখা যাবে ৷ আর যতদূর জানা যাচ্ছে, সেই ম্যাচটি আয়োজিত হবে কলকাতায় ৷

আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগের (Legends League) দ্বিতীয় মরশুম ৷ চলবে 8 অক্টোবর পর্যন্ত ৷ কলকাতা, লখনউ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে লেজেন্ডস লিগে দ্বিতীয় মরশুমের ম্যাচগুলি হবে ৷ তারই মাঝে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ক্রিকেটের প্রাক্তন লেজেন্ডরা ৷ সেই ম্যাচেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের একবার প্যাড-আপ করে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ৷

লেজেন্ডস লিগে খেলবেন বলে, সৌরভ ইতিমধ্যে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন ৷ এ বছরের লেজেন্ডস লিগে মোট 53 জন প্রাক্তন তারকা ক্রিকেটার পারফর্ম করবেন ৷ তাঁদের মধ্যে রয়েছে, মুথাইয়া মুরলীধরন, বীরেন্দ্র সেওবাগ, মিসবা-উল-হক, জন্টি রোডস, মিচেল জনসন, ব্রে লি-র মতো তারকারা ৷ প্রথমবারের লেজেন্ডস লিগ আয়োজিত হয়েছিল মাসকটে ৷ যেখানে অংশ নেওয়া তিনটি দল ছিল, ইন্ডিয়া মহারাজা, ওয়ার্ল্ড জায়ান্টাস এবং এশিয়ান লায়েন্স ৷

আরও পড়ুন: সূর্যকুমারে দাপটে জয়ে ফিরল ভারত, সিরিজে এগোল 'মেন ইন ব্লু'

মহম্মদ কাইফের নেতৃত্বে খেলেছিল ইন্ডিয়ান মহারাজ ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন শামির নেতৃত্বে খেলেছিল ওয়ার্ল্ড জায়ান্টাস এবং এশিয়ান লায়ন্সের নেতৃত্ব দিয়েছিলেন মিসবা-উল-হক ৷ প্রথম সিজনের লেজেন্ডস লিগের চ্যাম্পিয়ন ছিলেন ৷ প্রসঙ্গত, প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এই টুর্নামেন্টের অন্যতম বাণিজ্যিক দূত ৷

কলকাতা, 3 অগস্ট: কলকাতাতেই লেজেন্ডস লিগের দ্বিতীয় মরশুমে ক্রিকেট মাঠে ফিরছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly will Return in Cricket at Kolkata Ground) ৷ গত শনিবারই লেজেন্ডস লিগে খেলার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সৌরভ ৷ এ বার আয়োজকদের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হবে ৷ সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যাকে দেখা যাবে ৷ আর যতদূর জানা যাচ্ছে, সেই ম্যাচটি আয়োজিত হবে কলকাতায় ৷

আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগের (Legends League) দ্বিতীয় মরশুম ৷ চলবে 8 অক্টোবর পর্যন্ত ৷ কলকাতা, লখনউ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে লেজেন্ডস লিগে দ্বিতীয় মরশুমের ম্যাচগুলি হবে ৷ তারই মাঝে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ক্রিকেটের প্রাক্তন লেজেন্ডরা ৷ সেই ম্যাচেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের একবার প্যাড-আপ করে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ৷

লেজেন্ডস লিগে খেলবেন বলে, সৌরভ ইতিমধ্যে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন ৷ এ বছরের লেজেন্ডস লিগে মোট 53 জন প্রাক্তন তারকা ক্রিকেটার পারফর্ম করবেন ৷ তাঁদের মধ্যে রয়েছে, মুথাইয়া মুরলীধরন, বীরেন্দ্র সেওবাগ, মিসবা-উল-হক, জন্টি রোডস, মিচেল জনসন, ব্রে লি-র মতো তারকারা ৷ প্রথমবারের লেজেন্ডস লিগ আয়োজিত হয়েছিল মাসকটে ৷ যেখানে অংশ নেওয়া তিনটি দল ছিল, ইন্ডিয়া মহারাজা, ওয়ার্ল্ড জায়ান্টাস এবং এশিয়ান লায়েন্স ৷

আরও পড়ুন: সূর্যকুমারে দাপটে জয়ে ফিরল ভারত, সিরিজে এগোল 'মেন ইন ব্লু'

মহম্মদ কাইফের নেতৃত্বে খেলেছিল ইন্ডিয়ান মহারাজ ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন শামির নেতৃত্বে খেলেছিল ওয়ার্ল্ড জায়ান্টাস এবং এশিয়ান লায়ন্সের নেতৃত্ব দিয়েছিলেন মিসবা-উল-হক ৷ প্রথম সিজনের লেজেন্ডস লিগের চ্যাম্পিয়ন ছিলেন ৷ প্রসঙ্গত, প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এই টুর্নামেন্টের অন্যতম বাণিজ্যিক দূত ৷

Last Updated : Aug 4, 2022, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.