কলকাতা, 2 অক্টোবর: বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর পঞ্চাশে পা (Barisha Players Corner Celebrates Their 50th Durgotsav) । আবার সদ্য পঞ্চাশে পা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। বাঙালির দুই অতি আপনার ব্যক্তিত্ব এবং উৎসবের সুবর্ণ জয়ন্তীর মেলবন্ধন এবার বড়িশা প্লেয়ার্স কর্নারে। আজ মহাসপ্তমীতে সৌরভ এসেছিলেন মণ্ডপে ৷ দেখলেন আরতি, সঙ্গে চেনা পরিচিতদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন ৷
আয়োজকরা প্রথম থেকেই পুজোর ভাবনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পঞ্চাশ বছরের জন্মবর্ষকে মিলিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেইমতো প্যান্ডেল সজ্জা থেকে প্রতিমার সাজে ধরা পড়েছে সেই ছোঁয়া। পুজোর মণ্ডপে আগামী তিনদিন সুযোগ পেলেই সৌরভ উপস্থিত থাকবেন। মঙ্গলদীপের ওম মাথায় নেবেন। সন্ধিপুজো দেখবেন। ঢাকের কাঠি নিয়ে বোল তুলবেন এবং বিসর্জনে ঘেরাটোপের মধ্যে থেকে কোমড় দোলাবেন।
অবসরোত্তর জীবনে পুজো নিয়ে আবেগ আরও বেড়েছে। খেলোয়াড়ি জীবনে শহরের বাইরে থাকলেও সুযোগ পেলেই চলে আসতেন। এবছরও পুজোটা উপভোগ করবেন বলে জানিয়েছেন তিনি। জনপ্রিয়তার কারণে ইচ্ছে থাকলেও সব পুজো ঘুরে দেখতে পারেন না। তাই নির্দিষ্ট কিছু পুজো চেনা মানুষের সঙ্গে আড্ডা এবং বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো প্যান্ডেলে আড্ডা দেওয়ার প্ল্যান রয়েছে সৌরভের।
আরও পড়ুন: বড়িশা প্লেয়ার্স কর্নারে সৌরভের গ্যালারি উদ্বোধনে ঝুলন, মহারাজের পাড়া টাপা-টিনির তালে
সেইমতো সপ্তমীর সকালে পুজো মণ্ডপে চলে এসেছিলেন তিনি (Sourav Ganguly Spends His Time at Barisha Players Corner) । চেনা পরিচিতদের সঙ্গে আড্ডাতেও মাতলেন । অনেকের কুশল জিজ্ঞাসা করলেন। এমনকী সেলফি তোলার অনুরোধও মেটালেন। পরবর্তী তিনদিন কী প্ল্যান তা নিয়ে পুজো আয়োজকদের সঙ্গে কথাও বললেন মহারাজ। সব মিলিয়ে চেনা পুজোয় আবেগ তাড়িত সৌরভ ।