ETV Bharat / sports

Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ - IND vs NZ match at Eden

টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেলেও ইডেনে কিউয়িদের হোয়াইটওয়াশের লক্ষ্য় নিয়ে মাঠে নামল 'মেন ইন ব্লু'৷ প্রিয় দাদির মাঠে কোচ হিসেবে প্রথম টি-20 সিরিজের শেষটাও সতত সুখের হবে, আশায় রাহুল দ্রাবিড় ৷ কোচ-অধিনায়ক দু'জনেরই আবার পয়মন্ত মাঠ ৷ তাই জিতেই সিরিজে থামতে চায় দ্রাবিড়বাহিনী ৷

Sourav Rang Bell at Eden
ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ
author img

By

Published : Nov 21, 2021, 7:50 PM IST

কলকাতা, 21 নভেম্বর : সিএবি'র সভাপতি থাকার সময়ই লর্ডসের ন্য়ায় ইডেনে বেল বাজিয়ে ম্য়াচ শুরুর ব্য়বস্থা চালু করেছিলেন তিনি ৷ কিন্তু বেঙ্গল ক্রিকেট অ্য়াসোসিয়েশর সভাপতি থেকে ভারতীয় দলের সর্বময় কর্তার পদে আসীন হলেও এতদিন ক্রিকেটের নন্দনকাননে বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করেননি ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷

তাই কোভিড পরবর্তী ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্য়াচ বিসিসিআই প্রেসিডেন্টের হাত ধরেই শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ সেইমত রবিবাসরীয় সন্ধেয় ঘরের মাঠে ইডেন বেল বাজিয়ে ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচের সূচনা করলেন মহারাজ ৷ ঠিক দু'বছর আগে ইডেনে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্টের সূচনা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেলেও ইডেনে কিউয়িদের হোয়াইটওয়াশের লক্ষ্য় নিয়ে মাঠে নামল 'মেন ইন ব্লু'৷ প্রিয় দাদির মাঠে কোচ হিসেবে প্রথম টি-20 সিরিজের শেষটাও সতত সুখের হবে, আশায় রাহুল দ্রাবিড় ৷ কোচ-অধিনায়ক দু'জনেরই আবার পয়মন্ত মাঠ ৷ তাই জিতেই সিরিজে থামতে চায় দ্রাবিড়বাহিনী ৷

ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

আরও পড়ুন : IND vs NZ at Eden : ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের

সাউদিদের হোয়াইটওয়াশের লক্ষ্য়ে এদিন একাদশে দু'টি পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারতীয় দল ৷ কেএল রাহুল এবং রবি অশ্বিনের জায়গায় দলে এলেন ইশান কিষান এবং যুজবেন্দ্র চাহাল ৷ টস জিতে প্রিয় ইডেনে এদিন প্রথমে ব্য়াটিং নিলেন রোহিত শর্মা ৷ রোহিতের টস জয়ের হ্যাটট্রিকের দিনে 50তম টি20 ম্যাচ খেলতে নামলেন যুজবেন্দ্র চাহাল ৷

কলকাতা, 21 নভেম্বর : সিএবি'র সভাপতি থাকার সময়ই লর্ডসের ন্য়ায় ইডেনে বেল বাজিয়ে ম্য়াচ শুরুর ব্য়বস্থা চালু করেছিলেন তিনি ৷ কিন্তু বেঙ্গল ক্রিকেট অ্য়াসোসিয়েশর সভাপতি থেকে ভারতীয় দলের সর্বময় কর্তার পদে আসীন হলেও এতদিন ক্রিকেটের নন্দনকাননে বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করেননি ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷

তাই কোভিড পরবর্তী ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্য়াচ বিসিসিআই প্রেসিডেন্টের হাত ধরেই শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ সেইমত রবিবাসরীয় সন্ধেয় ঘরের মাঠে ইডেন বেল বাজিয়ে ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচের সূচনা করলেন মহারাজ ৷ ঠিক দু'বছর আগে ইডেনে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্টের সূচনা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেলেও ইডেনে কিউয়িদের হোয়াইটওয়াশের লক্ষ্য় নিয়ে মাঠে নামল 'মেন ইন ব্লু'৷ প্রিয় দাদির মাঠে কোচ হিসেবে প্রথম টি-20 সিরিজের শেষটাও সতত সুখের হবে, আশায় রাহুল দ্রাবিড় ৷ কোচ-অধিনায়ক দু'জনেরই আবার পয়মন্ত মাঠ ৷ তাই জিতেই সিরিজে থামতে চায় দ্রাবিড়বাহিনী ৷

ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ

আরও পড়ুন : IND vs NZ at Eden : ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের

সাউদিদের হোয়াইটওয়াশের লক্ষ্য়ে এদিন একাদশে দু'টি পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারতীয় দল ৷ কেএল রাহুল এবং রবি অশ্বিনের জায়গায় দলে এলেন ইশান কিষান এবং যুজবেন্দ্র চাহাল ৷ টস জিতে প্রিয় ইডেনে এদিন প্রথমে ব্য়াটিং নিলেন রোহিত শর্মা ৷ রোহিতের টস জয়ের হ্যাটট্রিকের দিনে 50তম টি20 ম্যাচ খেলতে নামলেন যুজবেন্দ্র চাহাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.