ETV Bharat / sports

Sourav Ganguly : খেলোয়াড়, অধিনায়কের পর লর্ডসের মাঠে প্রশাসক সৌরভ ; আবেগতাড়িত মহারাজ - sourav in lord's

বৃহস্পতিবার খেলা দেখতে গিয়ে লর্ডসের গ্যালারিতে সৌরভের সঙ্গে দেখা হয়েছে স্যার জিওফ্রে বয়কটের ৷ দু'জন পাশাপাশি বসে ম্যাচ দেখেছেন ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি ৷

sourav
sourav
author img

By

Published : Aug 13, 2021, 9:07 AM IST

লন্ডন, 13 অগস্ট : ক্রিকেটের মক্কা নামে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে অনেক সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ 1996 সালে লর্ডসে স্বপ্নের অভিষেক দিয়ে টেস্ট ফরম্যাটে পা রেখেছিলেন সৌরভ ৷ শতরান হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে তাঁর আবির্ভাবের জানান দিয়েছিলেন ৷ এরপর ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর জার্সি উড়িয়ে সেই বিখ্যাত সেলিব্রেশন ৷ বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথমদিন লর্ডসে উপস্থিত ছিলেন সৌরভ ৷ হালকা গোঁফ ওঠা অভিষেককারী সেই ছেলেটি এখন বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে লর্ডসের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করলেন সৌরভ ৷ পাশাপাশি এই ঐতিহাসিক মাঠে ফেলে আসা দিনগুলিকে নিয়ে স্মৃতিমেদুর হলেন ৷

বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে লর্ডসে ৷ প্রথমদিনই লর্ডসের দর্শকাসনে দেখা গিয়েছে সৌরভের সহাস্য উপস্থিতি ৷ ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহও ৷ প্রথম ব্যাট করতে নেমে লর্ডস টেস্টের শুরুটা দারুণ করেছে ভারত ৷ ক্রিকেটের মক্কায় পয়লা দিন থেকে দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ গ্যালারিতে বসে লোকেশ রাহুলের শতরান দেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ দিনের শেষে ভারতের খাতায় যোগ হয়েছে 276 রান ৷ হাতে তিন উইকেট ৷ দিনের শেষে অপরাজিত রয়েছেন রাহুল ও ক্যাপ্টেন কোহলি ৷ ইংল্যান্ডের উপর রানের পাহাড় চাপাতে তৈরি ভারত ৷ ম্যাচের গতিপ্রকৃতি ভারতের পক্ষে থাকায় খুশি বোর্ড প্রেসিডেন্ট ৷

সৌরভের পোস্ট
সৌরভের পোস্ট

তারই মাঝে লর্ডসের মাঠে নিজের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন সৌরভ ৷ চারটি ছবির মধ্যে রয়েছে লর্ডসে টেস্ট অভিষেক, অধিনায়ক হিসেবে টস করতে যাওয়ার মুহূর্ত, ন্যাটওয়েস্ট ট্রফি জয় ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে বর্তমানের ছবি ৷ ক্য়াপশনে সৌরভ লেখেন, "1996 সালে প্রথমবার এখানে খেলোয়াড় হিসেবে এসেছিলাম ৷ এরপর অধিনায়ক হিসেবে ৷ আজ ক্রিকেট প্রশাসক হিসেবে লর্ডসে এসে ম্যাচ উপভোগ করলাম ৷ তখনও পরিস্থিতি ভারতের পক্ষে ছিল, আজও রয়েছে ৷ ক্রিকেট খেলাটাই হল রাজকীয় ৷"

আরও পড়ুন : India VS England 2nd Test : রাহুলের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে ভর করে বড় রানের পথে বিরাটরা

বৃহস্পতিবার খেলা দেখতে গিয়ে লর্ডসের গ্যালারিতে সৌরভের সঙ্গে দেখা হয়েছে স্যার জিওফ্রে বয়কটের ৷ দু'জন পাশাপাশি বসে ম্যাচ দেখেছেন ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি ৷ সৌরভকে 'প্রিন্স অব ক্যালকাটা' অ্যাখ্যা দিয়েছিলেন বয়কট ৷ নেটিজেনরা সেই কথা আরও একবার মনে করিয়ে দিয়েছে ৷

লন্ডন, 13 অগস্ট : ক্রিকেটের মক্কা নামে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে অনেক সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ 1996 সালে লর্ডসে স্বপ্নের অভিষেক দিয়ে টেস্ট ফরম্যাটে পা রেখেছিলেন সৌরভ ৷ শতরান হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে তাঁর আবির্ভাবের জানান দিয়েছিলেন ৷ এরপর ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর জার্সি উড়িয়ে সেই বিখ্যাত সেলিব্রেশন ৷ বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথমদিন লর্ডসে উপস্থিত ছিলেন সৌরভ ৷ হালকা গোঁফ ওঠা অভিষেককারী সেই ছেলেটি এখন বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে লর্ডসের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করলেন সৌরভ ৷ পাশাপাশি এই ঐতিহাসিক মাঠে ফেলে আসা দিনগুলিকে নিয়ে স্মৃতিমেদুর হলেন ৷

বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে লর্ডসে ৷ প্রথমদিনই লর্ডসের দর্শকাসনে দেখা গিয়েছে সৌরভের সহাস্য উপস্থিতি ৷ ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহও ৷ প্রথম ব্যাট করতে নেমে লর্ডস টেস্টের শুরুটা দারুণ করেছে ভারত ৷ ক্রিকেটের মক্কায় পয়লা দিন থেকে দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ গ্যালারিতে বসে লোকেশ রাহুলের শতরান দেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ দিনের শেষে ভারতের খাতায় যোগ হয়েছে 276 রান ৷ হাতে তিন উইকেট ৷ দিনের শেষে অপরাজিত রয়েছেন রাহুল ও ক্যাপ্টেন কোহলি ৷ ইংল্যান্ডের উপর রানের পাহাড় চাপাতে তৈরি ভারত ৷ ম্যাচের গতিপ্রকৃতি ভারতের পক্ষে থাকায় খুশি বোর্ড প্রেসিডেন্ট ৷

সৌরভের পোস্ট
সৌরভের পোস্ট

তারই মাঝে লর্ডসের মাঠে নিজের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন সৌরভ ৷ চারটি ছবির মধ্যে রয়েছে লর্ডসে টেস্ট অভিষেক, অধিনায়ক হিসেবে টস করতে যাওয়ার মুহূর্ত, ন্যাটওয়েস্ট ট্রফি জয় ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে বর্তমানের ছবি ৷ ক্য়াপশনে সৌরভ লেখেন, "1996 সালে প্রথমবার এখানে খেলোয়াড় হিসেবে এসেছিলাম ৷ এরপর অধিনায়ক হিসেবে ৷ আজ ক্রিকেট প্রশাসক হিসেবে লর্ডসে এসে ম্যাচ উপভোগ করলাম ৷ তখনও পরিস্থিতি ভারতের পক্ষে ছিল, আজও রয়েছে ৷ ক্রিকেট খেলাটাই হল রাজকীয় ৷"

আরও পড়ুন : India VS England 2nd Test : রাহুলের সেঞ্চুরি, ওপেনিং জুটিতে ভর করে বড় রানের পথে বিরাটরা

বৃহস্পতিবার খেলা দেখতে গিয়ে লর্ডসের গ্যালারিতে সৌরভের সঙ্গে দেখা হয়েছে স্যার জিওফ্রে বয়কটের ৷ দু'জন পাশাপাশি বসে ম্যাচ দেখেছেন ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি ৷ সৌরভকে 'প্রিন্স অব ক্যালকাটা' অ্যাখ্যা দিয়েছিলেন বয়কট ৷ নেটিজেনরা সেই কথা আরও একবার মনে করিয়ে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.