ETV Bharat / sports

Sourav Ganguly : মহারাজের উদ্যোগে 150-র বেশি মানুষকে টিকা - সৌরভ গাঙ্গুলি

টিকাকরণ অনুষ্ঠানে সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

Sourav Ganguly
Sourav Ganguly
author img

By

Published : Jun 14, 2021, 3:49 PM IST

কলকাতা, 14 জুন : করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাত বাড়িয়েছেন আগেই ৷ এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে টিকা পেলেন দেড়শোর বেশি মানুষ ৷ দেশের বিভিন্ন জায়গায় টিকার অভাব দেখা গিয়েছে ৷ সংখ্যাটা অল্প হলেও নিজের ফাউন্ডেশনের তরফে টিকাকরণের ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ রবিবার সৌরভের ফাউন্ডেশনের অফিসে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন সৌরভ ও তাঁর দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

ভ্যাকসিনেশনের জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে টাই-আপ করেছিল সৌরভের ফাউন্ডেশন ৷ বেহালায় সৌরভের ফাউন্ডেশনের অফিসে টিকাকরণ কর্মসূচি শুরু হয় ৷ দুপুর নাগাদ নিজে অফিসে গিয়ে টিকাকরণ ব্যবস্থা দেখেন সৌরভ ৷ ছিলেন দাদা স্নেহাশিসও ৷ টিকা গ্রহীতাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যাঁরা আগে টিকা পাননি ৷ এছাড়া অনেক দুঃস্থ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, "এই পরিস্থিতিতে করোনা টিকা নেওয়া খুব জরুরি ৷"

ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে সৌরভ
ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে সৌরভ

আরও পড়ুন : টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে করতে মুম্বই পৌঁছলেন সৌরভ

কিছুদিন আগে রাজ্যে করোনা টিকার হাহাকার পড়ে গিয়েছিল ৷ সেইসময় ভ্যাকসিন ড্রাইভ শুরু করার পরিকল্পনা করে সৌরভের ফাউন্ডেশন ৷ সেই পরিকল্পনার বাস্তবায়ন হল রবিবার ৷ বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ‘‘বর্তমানে অনেকেই টিকা পাচ্ছেন ৷ তার মধ্যেও যারা টিকা পাননি তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছিল ৷ রবিবার দেড়শোর বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন ৷ এই উদ্যোগ আগামী দিনেও চলবে ৷ ভ্যাকসিন এলে ফাউন্ডেশনের তরফে আবারও টিকা দেওয়া হবে ৷’’

যাঁদের এখন টিকা দেওয়া হল নির্দিষ্ট সময় পর তাঁদের দ্বিতীয় ডোজের ব্যবস্থাও করবে সৌরভের ফাউন্ডেশন ৷ এর জন্য টিকা নেওয়ার আগে ফর্ম ফিলআপ করা হয়েছে ৷ এর আগে দেশে যখন অক্সিজেনের হাহাকার চলছিল তখন 50টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছিলেন সৌরভ ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের তরফে সেগুলি প্রয়োজনমতো সরবরাহ করা হয়েছে ৷ সৌরভের দান করা কনসেনট্রেটর জেলার হাসপাতালগুলিতেও পৌঁছেছে ৷

কলকাতা, 14 জুন : করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাত বাড়িয়েছেন আগেই ৷ এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে টিকা পেলেন দেড়শোর বেশি মানুষ ৷ দেশের বিভিন্ন জায়গায় টিকার অভাব দেখা গিয়েছে ৷ সংখ্যাটা অল্প হলেও নিজের ফাউন্ডেশনের তরফে টিকাকরণের ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ রবিবার সৌরভের ফাউন্ডেশনের অফিসে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন সৌরভ ও তাঁর দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

ভ্যাকসিনেশনের জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে টাই-আপ করেছিল সৌরভের ফাউন্ডেশন ৷ বেহালায় সৌরভের ফাউন্ডেশনের অফিসে টিকাকরণ কর্মসূচি শুরু হয় ৷ দুপুর নাগাদ নিজে অফিসে গিয়ে টিকাকরণ ব্যবস্থা দেখেন সৌরভ ৷ ছিলেন দাদা স্নেহাশিসও ৷ টিকা গ্রহীতাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যাঁরা আগে টিকা পাননি ৷ এছাড়া অনেক দুঃস্থ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, "এই পরিস্থিতিতে করোনা টিকা নেওয়া খুব জরুরি ৷"

ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে সৌরভ
ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে সৌরভ

আরও পড়ুন : টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে করতে মুম্বই পৌঁছলেন সৌরভ

কিছুদিন আগে রাজ্যে করোনা টিকার হাহাকার পড়ে গিয়েছিল ৷ সেইসময় ভ্যাকসিন ড্রাইভ শুরু করার পরিকল্পনা করে সৌরভের ফাউন্ডেশন ৷ সেই পরিকল্পনার বাস্তবায়ন হল রবিবার ৷ বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ‘‘বর্তমানে অনেকেই টিকা পাচ্ছেন ৷ তার মধ্যেও যারা টিকা পাননি তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছিল ৷ রবিবার দেড়শোর বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন ৷ এই উদ্যোগ আগামী দিনেও চলবে ৷ ভ্যাকসিন এলে ফাউন্ডেশনের তরফে আবারও টিকা দেওয়া হবে ৷’’

যাঁদের এখন টিকা দেওয়া হল নির্দিষ্ট সময় পর তাঁদের দ্বিতীয় ডোজের ব্যবস্থাও করবে সৌরভের ফাউন্ডেশন ৷ এর জন্য টিকা নেওয়ার আগে ফর্ম ফিলআপ করা হয়েছে ৷ এর আগে দেশে যখন অক্সিজেনের হাহাকার চলছিল তখন 50টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছিলেন সৌরভ ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের তরফে সেগুলি প্রয়োজনমতো সরবরাহ করা হয়েছে ৷ সৌরভের দান করা কনসেনট্রেটর জেলার হাসপাতালগুলিতেও পৌঁছেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.