ETV Bharat / sports

ভারতের দক্ষ পেস বোলিংয়ের গভীরতায় মুগ্ধ ইয়ান চ্যাপেল - ভারতীয় পেস বোলিং

ভারতীয় দলের পেস বিভাগে গভীরতা দেখে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ যা নিয়ে বলতে গিয়ে, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের উদাহরণ টেনে এনেছেন তিনি ৷

skilled-reserve-pacers-in-indian-team-to-meet-challenges-of-hectic-schedule-says-ian-chappell
ভারতের দক্ষ পেস বোলিং এর গভীরতায় মুগ্ধ ইয়ান চ্যাপেল
author img

By

Published : May 23, 2021, 6:49 PM IST

মেলবোর্ন, 23 মে : ভারতীয় পেস বোলিংয়ের গভীরতা দেখে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ এক স্পোর্টস ওয়েবসাইটের জন্য তাঁর লেখা কলামে ভারতীয় বোলিং লাইনআপের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ৷ তাঁর কথায়, অস্ট্রেলিয়া সফরে এসে ভারতীয় দল, বিশেষ করে বোলিং বিভাগ চোট সমস্যায় জর্জরিত ছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও তরুণ বোলাররা ভারতকে ম্যাচ জিততে সাহাস্য করেছে ৷ চ্যাপেল মনে করেন, এর থেকেই প্রমাণ হয় ভারতীয় পেস বোলিংয়ের গভীরতা অনেক ৷

এই প্রসঙ্গে সেই সিরিজে অস্ট্রেলিয়ান দলের বোলিং বিভাগের উদাহরণ নিয়ে এসেছেন চ্যাপেল ৷ কলামে তিনি লিখেছেন, চারটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া তাদের তিনজন পেসারকেই খেলিয়ে গেল ৷ অন্য কোনও বিকল্প তাদের কাছে ছিল না ৷ চ্যাপেল আরও বলেছেন, ‘‘ভারত হাতেগোনা কয়েকটা দেশের মধ্যে একটা, যাদের কাছে যথেষ্ট স্কিল বোলার রয়েছে ৷ যাঁরা ঠাসা সূচির মধ্যেও খেলতে পারেন এবং নিজেদের প্রতিযোগিতার মধ্যে রাখতে জানেন’’ ৷

আরও পড়ুন : 2028 অলিম্পিকে ক্রিকেটকে সামিল করতে আইসিসি’র হাতিয়ার ভারতীয় উপমহাদেশের দর্শক

করোনা পরিস্থিতিতে বর্তমানে বায়োবাবলের মধ্যে ক্রিকেটারদের খেলতে হয় ৷ যা নিয়ে চ্যাপেলের মত, করোনার কারণে ক্রিকেটারদের অতিরিক্ত সময় বায়োবাবলের মধ্যে থাকতে হয় ৷ ফলে বোলাদের স্কিলের উপর প্রভাব পড়ে ৷ সেই সঙ্গে তাঁদের মানসিক চাপের মধ্য ফেলে দিচ্ছে ৷

মেলবোর্ন, 23 মে : ভারতীয় পেস বোলিংয়ের গভীরতা দেখে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ এক স্পোর্টস ওয়েবসাইটের জন্য তাঁর লেখা কলামে ভারতীয় বোলিং লাইনআপের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ৷ তাঁর কথায়, অস্ট্রেলিয়া সফরে এসে ভারতীয় দল, বিশেষ করে বোলিং বিভাগ চোট সমস্যায় জর্জরিত ছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও তরুণ বোলাররা ভারতকে ম্যাচ জিততে সাহাস্য করেছে ৷ চ্যাপেল মনে করেন, এর থেকেই প্রমাণ হয় ভারতীয় পেস বোলিংয়ের গভীরতা অনেক ৷

এই প্রসঙ্গে সেই সিরিজে অস্ট্রেলিয়ান দলের বোলিং বিভাগের উদাহরণ নিয়ে এসেছেন চ্যাপেল ৷ কলামে তিনি লিখেছেন, চারটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া তাদের তিনজন পেসারকেই খেলিয়ে গেল ৷ অন্য কোনও বিকল্প তাদের কাছে ছিল না ৷ চ্যাপেল আরও বলেছেন, ‘‘ভারত হাতেগোনা কয়েকটা দেশের মধ্যে একটা, যাদের কাছে যথেষ্ট স্কিল বোলার রয়েছে ৷ যাঁরা ঠাসা সূচির মধ্যেও খেলতে পারেন এবং নিজেদের প্রতিযোগিতার মধ্যে রাখতে জানেন’’ ৷

আরও পড়ুন : 2028 অলিম্পিকে ক্রিকেটকে সামিল করতে আইসিসি’র হাতিয়ার ভারতীয় উপমহাদেশের দর্শক

করোনা পরিস্থিতিতে বর্তমানে বায়োবাবলের মধ্যে ক্রিকেটারদের খেলতে হয় ৷ যা নিয়ে চ্যাপেলের মত, করোনার কারণে ক্রিকেটারদের অতিরিক্ত সময় বায়োবাবলের মধ্যে থাকতে হয় ৷ ফলে বোলাদের স্কিলের উপর প্রভাব পড়ে ৷ সেই সঙ্গে তাঁদের মানসিক চাপের মধ্য ফেলে দিচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.