ETV Bharat / sports

BAN vs IND 1st Test: দ্বিতীয় ইনিংসে গিল-পূজারা সেঞ্চুরি, বাংলাদেশকে 513 রানের লক্ষ্য ভারতের - Cheteshwar Pujara

টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill Maiden Test Century Against Bangladesh) ৷ বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি ৷

shubman-gill-scored-maiden-test-century-against-bangladesh
shubman-gill-scored-maiden-test-century-against-bangladesh
author img

By

Published : Dec 16, 2022, 2:50 PM IST

Updated : Dec 16, 2022, 4:36 PM IST

চট্টগ্রাম, 16 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি শুভমন গিলের (Shubman Gill Maiden Test Century Against Bangladesh) ৷ 147 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন শুভমন ৷ তবে, 152 বলে 110 রানের মাথায় মেহেদি হাসানের বলে মিড উইকেটে ক্যাচ আউট হন তিনি ৷ অন্যদিকে, প্রথম ইনিংসে সেঞ্চুরি ফসকালেও, দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ হাত ছাড়া করলেন না চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৷ তিনি 130 বলে 102 রানের অপরাজিত ইনিংস খেলেন চট্টগ্রামের মাঠে ৷ তিন বছর পর, 52 ইনিংস বাদে টেস্টে সেঞ্চুরি পেলেন সৌরাষ্ট্র ব্যাটার ৷

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশকে 150 রানে অলআউট করে ভারত ৷ এদিন ইবাদত হোসেনের উইকেট নিয়ে টেস্টে তৃতীয়বার 5 উইকেট নিলেন কুলদীপ যাদব ৷ বাঁ হাতি চায়নাম্যানের বোলিংয়ের দৌলতে ভারত প্রথম ইনিংসে 254 রানের লিড নেয় ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে কেএল রাহুল এবং শুভমন দুর্দান্ত শুরু করেন ৷ দু’জনে 70 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, কেএল রাহুল সেট হয়ে গিয়েও মাত্র 23 রানে ফিরে যান ৷ তবে, সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন শুভমন এবং পূজারা ৷

শুভমন গিল এদিন তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ৷ 152 বলে 110 রান করেছেন তিনি ৷ অন্যদিকে, 52 ইনিংস পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন ভারতীয় টেস্ট দলের 3 নম্বর ব্যাটার ৷ এটা পূজারা টেস্টে দ্রুততম সেঞ্চুরিও বটে ৷ 130 বলে 102 রানে অপরাজিত থাকেন তিনি ৷ পূজারা এবং গিল দ্বিতীয় উইকেটে 113 রানের পার্টনারশিপ করেন ৷ বিরাটের সঙ্গেও 75 রানের পার্টনারশিপ করেছেন পূজারা ৷ যেখনে বিরাট 29 বলে অপরাজিত 19 রান করেছেন ৷

আরও পড়ুন: দুর্দান্ত কামব্যাকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 6 উইকেটে জয় বাংলার

ভারত দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 258 রানে ইনিংস ঘোষণা করেছে ৷ বাংলাদেশের সামনে 513 রানের টার্গেট দিয়েছে ভারত ৷ প্রথম টেস্টে এখনও দু'দিনের পুরো খেলা বাকি ৷ কার্যত ম্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে বাংলাদেশকে ৷

চট্টগ্রাম, 16 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি শুভমন গিলের (Shubman Gill Maiden Test Century Against Bangladesh) ৷ 147 বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন শুভমন ৷ তবে, 152 বলে 110 রানের মাথায় মেহেদি হাসানের বলে মিড উইকেটে ক্যাচ আউট হন তিনি ৷ অন্যদিকে, প্রথম ইনিংসে সেঞ্চুরি ফসকালেও, দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ হাত ছাড়া করলেন না চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৷ তিনি 130 বলে 102 রানের অপরাজিত ইনিংস খেলেন চট্টগ্রামের মাঠে ৷ তিন বছর পর, 52 ইনিংস বাদে টেস্টে সেঞ্চুরি পেলেন সৌরাষ্ট্র ব্যাটার ৷

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশকে 150 রানে অলআউট করে ভারত ৷ এদিন ইবাদত হোসেনের উইকেট নিয়ে টেস্টে তৃতীয়বার 5 উইকেট নিলেন কুলদীপ যাদব ৷ বাঁ হাতি চায়নাম্যানের বোলিংয়ের দৌলতে ভারত প্রথম ইনিংসে 254 রানের লিড নেয় ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে কেএল রাহুল এবং শুভমন দুর্দান্ত শুরু করেন ৷ দু’জনে 70 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, কেএল রাহুল সেট হয়ে গিয়েও মাত্র 23 রানে ফিরে যান ৷ তবে, সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন শুভমন এবং পূজারা ৷

শুভমন গিল এদিন তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ৷ 152 বলে 110 রান করেছেন তিনি ৷ অন্যদিকে, 52 ইনিংস পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন ভারতীয় টেস্ট দলের 3 নম্বর ব্যাটার ৷ এটা পূজারা টেস্টে দ্রুততম সেঞ্চুরিও বটে ৷ 130 বলে 102 রানে অপরাজিত থাকেন তিনি ৷ পূজারা এবং গিল দ্বিতীয় উইকেটে 113 রানের পার্টনারশিপ করেন ৷ বিরাটের সঙ্গেও 75 রানের পার্টনারশিপ করেছেন পূজারা ৷ যেখনে বিরাট 29 বলে অপরাজিত 19 রান করেছেন ৷

আরও পড়ুন: দুর্দান্ত কামব্যাকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 6 উইকেটে জয় বাংলার

ভারত দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 258 রানে ইনিংস ঘোষণা করেছে ৷ বাংলাদেশের সামনে 513 রানের টার্গেট দিয়েছে ভারত ৷ প্রথম টেস্টে এখনও দু'দিনের পুরো খেলা বাকি ৷ কার্যত ম্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে বাংলাদেশকে ৷

Last Updated : Dec 16, 2022, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.