ETV Bharat / sports

Shubman on His Lean Phase: একটা সময়ে বড় রান না পেয়ে চাপে ছিলেন শুভমন - India vs Australia

বড় রান না পেয়ে একটা সময়ে খুবই চাপের মধ্যে ছিলেন বলে জানালেন শুভমন গিল (Shubman on His Lean Phase) ৷ জানালেন, অতিরিক্ত ডিফেন্সিভ ক্রিকেট খেলার কারণেই তিনি ছন্দ হারিয়ে ছিলেন ৷

Shubman on His Lean Phase ETV BHARAT
Shubman on His Lean Phase
author img

By

Published : Mar 12, 2023, 10:42 AM IST

আমেদাবাদ, 12 মার্চ: ভারতীয় টেস্ট দলে কামব্যাক করে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল ৷ আর এই কামব্যাক ইনিংসে শুভমনকে আক্রমণাত্মক ভঙ্গিতে যেমন খেলতে দেখা গিয়েছে তেমনি তাঁর ডিফেন্সও ছিল অসাধারণ ৷ শুভমন নিজে বেশি স্বচ্ছন্দ আক্রমণাত্মক ব্যাটিং করতে ৷ আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আউট হলেও তাঁর কোনও আক্ষেপ নেই ৷ ডিফেন্স তাঁর স্বাভাবিক খেলা নয় ৷ তাই ডিফেন্স করতে গিয়ে আউট হলে সেটা শুভমনকে বেশি ভাবায় ৷ পাশাপাশি এও জানালেন 15 টেস্টের খারাপ সময়ে রীতিমত চাপে ছিলেন (Lean Phase of Shubman Gill) ৷

বর্তমানে নিজের ব্যাটিং শুভমন উপভোগ করছেন ৷ গত 5 মাসে ক্রিকেটের তিন ফরম্যাটে মোট 5টি সেঞ্চুরি করেছেন ৷ আর শনিবারের পর সেই সংখ্যাটা 6 হয়েছে ৷ এর মধ্যে 2টি টেস্ট, 3টি ওয়ান ডে এবং একটি টি-20 আন্তর্জাতিক রয়েছে ৷ শুভমনের আন্তর্জাতিক কেরিয়ারে মোট 7টি সেঞ্চুরি রয়েছে ৷ খারাপ সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন ভারতের নতুন এই ব্যাটিং সেনসেশন ?

শুভমন বলেন, "একটা সময় ক্রিজে গিয়ে 40 বা 50 রান করে আউট হয়ে যাচ্ছিলাম ৷ এমনকী ইংল্যান্ডে গিয়ে আমি 20 রানের মতো করেছিলাম ৷ আর ইনিংসের শুরুতেই আউট হয়ে গেছিলাম ৷ সেই মুহূর্তে আমার মনে হত আগে ক্রিজে সেট হতে হবে ৷ তখনই বেশি ডিফেন্সিভ খেলতাম ৷ আর সেখানেই ভুল করতাম । আউট হয়ে যেতাম ৷ আমি ভাবতাম আগে সেট হয়ে যাব ৷ তারপর অনেকক্ষণ ধরে ব্যাট করব ৷ এভাবে নিজের উপর চাপ তৈরি করে ফেলেছিলাম ৷"

আরও পড়ুন: মোতেরায় দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল, অজিদের চোখে চোখ রেখে লড়ছে ভারত

এখন সেট হয়ে বড় শট খেলে আউট হয়ে গেলেও তা নিয়ে বেশি ভাবেন না বলে জানিয়েছেন শুভমন গিল ৷ আর শুভমনের ব্যাটিংয়ে সেই ছাপ স্পষ্ট ৷ তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলেই বড় ইনিংস গড়েছেন গত কয়েক মাসে ৷ এদিন আমেদাবাদের পিচ নিয়েও নিজের মতামত জানিয়েছেন শুভমন ৷ তাঁর কথায়, আমেদাবাদের পিচ মোটেও সহজ নয় ব্যাটিংয়ের জন্য ৷ সেখানে মাথা গরম হতে দিলে চলবে না ৷ তবে, একবার সেট হয়ে গেলে রান আসবেই ৷

আমেদাবাদ, 12 মার্চ: ভারতীয় টেস্ট দলে কামব্যাক করে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল ৷ আর এই কামব্যাক ইনিংসে শুভমনকে আক্রমণাত্মক ভঙ্গিতে যেমন খেলতে দেখা গিয়েছে তেমনি তাঁর ডিফেন্সও ছিল অসাধারণ ৷ শুভমন নিজে বেশি স্বচ্ছন্দ আক্রমণাত্মক ব্যাটিং করতে ৷ আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আউট হলেও তাঁর কোনও আক্ষেপ নেই ৷ ডিফেন্স তাঁর স্বাভাবিক খেলা নয় ৷ তাই ডিফেন্স করতে গিয়ে আউট হলে সেটা শুভমনকে বেশি ভাবায় ৷ পাশাপাশি এও জানালেন 15 টেস্টের খারাপ সময়ে রীতিমত চাপে ছিলেন (Lean Phase of Shubman Gill) ৷

বর্তমানে নিজের ব্যাটিং শুভমন উপভোগ করছেন ৷ গত 5 মাসে ক্রিকেটের তিন ফরম্যাটে মোট 5টি সেঞ্চুরি করেছেন ৷ আর শনিবারের পর সেই সংখ্যাটা 6 হয়েছে ৷ এর মধ্যে 2টি টেস্ট, 3টি ওয়ান ডে এবং একটি টি-20 আন্তর্জাতিক রয়েছে ৷ শুভমনের আন্তর্জাতিক কেরিয়ারে মোট 7টি সেঞ্চুরি রয়েছে ৷ খারাপ সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন ভারতের নতুন এই ব্যাটিং সেনসেশন ?

শুভমন বলেন, "একটা সময় ক্রিজে গিয়ে 40 বা 50 রান করে আউট হয়ে যাচ্ছিলাম ৷ এমনকী ইংল্যান্ডে গিয়ে আমি 20 রানের মতো করেছিলাম ৷ আর ইনিংসের শুরুতেই আউট হয়ে গেছিলাম ৷ সেই মুহূর্তে আমার মনে হত আগে ক্রিজে সেট হতে হবে ৷ তখনই বেশি ডিফেন্সিভ খেলতাম ৷ আর সেখানেই ভুল করতাম । আউট হয়ে যেতাম ৷ আমি ভাবতাম আগে সেট হয়ে যাব ৷ তারপর অনেকক্ষণ ধরে ব্যাট করব ৷ এভাবে নিজের উপর চাপ তৈরি করে ফেলেছিলাম ৷"

আরও পড়ুন: মোতেরায় দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল, অজিদের চোখে চোখ রেখে লড়ছে ভারত

এখন সেট হয়ে বড় শট খেলে আউট হয়ে গেলেও তা নিয়ে বেশি ভাবেন না বলে জানিয়েছেন শুভমন গিল ৷ আর শুভমনের ব্যাটিংয়ে সেই ছাপ স্পষ্ট ৷ তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলেই বড় ইনিংস গড়েছেন গত কয়েক মাসে ৷ এদিন আমেদাবাদের পিচ নিয়েও নিজের মতামত জানিয়েছেন শুভমন ৷ তাঁর কথায়, আমেদাবাদের পিচ মোটেও সহজ নয় ব্যাটিংয়ের জন্য ৷ সেখানে মাথা গরম হতে দিলে চলবে না ৷ তবে, একবার সেট হয়ে গেলে রান আসবেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.