আমেদাবাদ, 1 ফেব্রুয়ারি: 'ব্যাক টু ব্যাক' সেঞ্চুরি ৷ ভারতীয় হিসেবে ওয়ান-ডে'তে দ্রুততম হাজার রান, পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই দ্বিশতরানের পর এবার কুড়ি-বিশের ক্রিকেটে শতরান ৷ কুঁড়ি থেকে যেন ফুল হয়ে ফুটছেন শুভমন গিল ৷ বুধবার আমেদাবাদে নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে টি-20 সিরিজের নির্ণায়ক ম্যাচে আবারও ঝলসে উঠলেন পঞ্জাব তনয় (Shubman Gill Hits Maiden T20 Century in Ahmedabad) ৷ তাঁর অভিষেক টি-20 শতরানে সফরকারী দলকে 235 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ 63 বলে অপরাজিত 126 রানের বিস্ফোরক ইনিংস এল গিলের ব্যাটে (Gill Scores 126 runs from 63 balls) ৷
লখনউয়ে কষ্টার্জিত জয়ে সিরিজে সমতা ফেরানোর পর নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ঈশান কিষাণ শুরুতে ফিরলেও দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দ্রুতগতিতে রান তুলতে থাকেন রাহুল ত্রিপাঠী ৷ মাত্র 7 ওভারে জুটিতে 80 রানের অবদান রেখে ব্যক্তিগত 44 রানে ডাগ-আউটে ফেরেন ত্রিপাঠী ৷ 22 বলে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারের ইনিংস সাজানো ছিল 4টি চার, 3টি ছয়ে ৷ যদিও থামানো যায়নি স্বপ্নের ফর্মে থাকা গিলকে ৷
ফার্গুসন, টিকনার, লিস্টারদের ঠেঙিয়ে 35 বলে কেরিয়ারের প্রথম টি-20 অর্ধশতরান পূর্ণ করেন 'পঞ্জাব দ্য পুত্তর' ৷ এরপর প্রথম অর্ধশতরানকে শতরানে রূপান্তরিত করেন গিল ৷ ওপেনারের পরের 50 রান আসে মাত্র 19 বলে (Gill Completes Century in 54 Balls) ৷ অষ্টাদশ ওভারের প্রথম বল ফার্গুসনকে বাউন্ডারিতে ঠেলে প্রথম শতরান পূর্ণ করেন গিল ৷ 13 বলে 24 রান আসে সূর্যকুমার যাদবের ব্যাটে, 17 বলে 30 রান করে আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷
-
Into the night sky & out of the park 🔥🔥@ShubmanGill is dealing in sixes 💥#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/OuMivnJXRw
— BCCI (@BCCI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Into the night sky & out of the park 🔥🔥@ShubmanGill is dealing in sixes 💥#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/OuMivnJXRw
— BCCI (@BCCI) February 1, 2023Into the night sky & out of the park 🔥🔥@ShubmanGill is dealing in sixes 💥#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/OuMivnJXRw
— BCCI (@BCCI) February 1, 2023
আরও পড়ুন: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, 3 বছর পর শতরান পেলেন 'হিটম্যান'
তবে শেষপর্যন্ত টলানো যায়নি গিলকে ৷ 12টি চার, 7টি ছয়ে 63 বলে 126 রানে অপরাজিত থেকে যান বছর তেইশের ওপেনার ৷ সেইসঙ্গে দলকে পৌঁছে দেন 234 রানের (4 উইকেটে) চূড়ায় ৷ ওয়ান-ডে সিরিজে হারের বদলা নিয়ে কুড়ি-বিশের সিরিজ জিততে কঠিন লক্ষ্যমাত্রা স্যান্টনারের দলের সামনে ৷