ETV Bharat / sports

Sharjah Honored Sachin: সচিনের নামে স্ট্যান্ড উদ্বোধন শারজা স্টেডিয়ামে - সচিন তেন্ডুলকরের শারজাহ স্টেডিয়ামের স্ট্যান্ড

সোমবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিমদিকের স্ট্যান্ড সচিন তেন্ডুলকরের নামে করল কর্তৃপক্ষ ৷ 24 এপ্রিল তাঁর 50 বছরের জন্মদিন এবং ‘শারজাহর মরুঝড়’-এর 25 বছর পূর্তিতে এই সম্মান দেওয়া হয়েছে মাস্টারকে ৷

Sachin Tendulkar Stand in Sharjah ETV BHARAT
Sachin Tendulkar Stand in Sharjah ETV BHARAT
author img

By

Published : Apr 25, 2023, 5:24 PM IST

শারজাহ, 25 এপ্রিল: সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পর পঞ্চাশতম জন্মদিনে সচিন তেন্ডুলকরকে সম্মান শারজা ক্রিকেট স্টেডিয়ামের ৷ মাস্টার-ব্লাস্টারের নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করল কর্তৃপক্ষ ৷ সোমবার সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শারজা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড সচিনের নামে উন্মোচন করা হয় ৷ যার নাম রাখা হয়েছে, ‘সচিন তেন্ডুলকর স্ট্যান্ড’ ৷ শারজা ক্রিকেটের সিইও খালাফ বুখাতি 'ক্রিকেট ঈশ্বর'-এর নামে ওই স্ট্যান্ডের উদ্বোধন করেছেন ৷

শারজা স্টেডিয়ামের পশ্চিমদিকের স্ট্যান্ডটির নাম বদল করে ‘সচিন তেন্ডুলকর স্ট্যান্ড’ করা হয়েছে ৷ পঞ্চাশতম জন্মদিনে সচিনকে সম্মান জানাতেই এই নামকরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি কাকতালীয়ভাবে দিনকয়েক আগে সচিনের ‘শারজার মরুঝড়’-এর 25 বছর পূর্ণ হয়েছে ৷ যেখানে 1998 সালে পরপর দু’ম্যাচে মাস্টার ব্লাস্টার অজি বোলিংকে তনছন করে দিয়েছিলেন ৷ দু'টি ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন ৷

উল্লেখ্য, 1998 ত্রিদেশীয় কোকা-কোলা কাপে 22 এপ্রিল 143 রানের ইনিংস খেলেন সচিন ৷ আর তার ঠিক দু’দিন পর অর্থাৎ, 24 এপ্রিল টুর্নামেন্টের ফাইনালে 134 রান করেন ৷ সেই ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশ নিয়েছিল ৷ সচিনের এই দু’টি ইনিংস বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ‘শারজার মরুঝড়’ নামে স্মরণীয় হয়ে রয়েছে অনুরাগীদের হৃদয়ে ৷

Sachin Tendulkar Stand in Sharjah ETV BHARAT
সচিন তেন্ডুলকরের শারজাহ স্টেডিয়ামের স্ট্যান্ডের উদ্বোধন

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা, প্রত্যাবর্তন রাহানের

শারজা স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং আরব আমির শাহী ক্রিকেট বোর্ডকে এই সম্মানের জন্য ধন্যবাদ জানিয়েছেন সচিন ৷ তিনি একটি বার্তায় বলেছেন, ‘‘আমি যদি সেখানে থাকতে পারতাম, তাহলে খুবই ভালোলাগতো ৷ কিন্তু আমার আগে থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল ৷ শারজাতে খেলার অভিজ্ঞতা সবসময় অসাধারণ ছিল ৷ ওইরকম উত্তেজনাময় আবহে সকলের সমর্থন ও ভালোবাসা পেয়েছিল ৷ তাই শারজাহ আমার এবং সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে সবসময় বিশেষ ভেন্যু ৷’’

আরও পড়ুন: জন্মদিনে বিশেষ সম্মান, এসসিজি'র প্রবেশদ্বারের নামকরণ হল সচিনের নামে !

শারজাহ, 25 এপ্রিল: সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পর পঞ্চাশতম জন্মদিনে সচিন তেন্ডুলকরকে সম্মান শারজা ক্রিকেট স্টেডিয়ামের ৷ মাস্টার-ব্লাস্টারের নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করল কর্তৃপক্ষ ৷ সোমবার সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শারজা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড সচিনের নামে উন্মোচন করা হয় ৷ যার নাম রাখা হয়েছে, ‘সচিন তেন্ডুলকর স্ট্যান্ড’ ৷ শারজা ক্রিকেটের সিইও খালাফ বুখাতি 'ক্রিকেট ঈশ্বর'-এর নামে ওই স্ট্যান্ডের উদ্বোধন করেছেন ৷

শারজা স্টেডিয়ামের পশ্চিমদিকের স্ট্যান্ডটির নাম বদল করে ‘সচিন তেন্ডুলকর স্ট্যান্ড’ করা হয়েছে ৷ পঞ্চাশতম জন্মদিনে সচিনকে সম্মান জানাতেই এই নামকরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি কাকতালীয়ভাবে দিনকয়েক আগে সচিনের ‘শারজার মরুঝড়’-এর 25 বছর পূর্ণ হয়েছে ৷ যেখানে 1998 সালে পরপর দু’ম্যাচে মাস্টার ব্লাস্টার অজি বোলিংকে তনছন করে দিয়েছিলেন ৷ দু'টি ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন ৷

উল্লেখ্য, 1998 ত্রিদেশীয় কোকা-কোলা কাপে 22 এপ্রিল 143 রানের ইনিংস খেলেন সচিন ৷ আর তার ঠিক দু’দিন পর অর্থাৎ, 24 এপ্রিল টুর্নামেন্টের ফাইনালে 134 রান করেন ৷ সেই ত্রিদেশীয় সিরিজে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশ নিয়েছিল ৷ সচিনের এই দু’টি ইনিংস বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ‘শারজার মরুঝড়’ নামে স্মরণীয় হয়ে রয়েছে অনুরাগীদের হৃদয়ে ৷

Sachin Tendulkar Stand in Sharjah ETV BHARAT
সচিন তেন্ডুলকরের শারজাহ স্টেডিয়ামের স্ট্যান্ডের উদ্বোধন

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা, প্রত্যাবর্তন রাহানের

শারজা স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং আরব আমির শাহী ক্রিকেট বোর্ডকে এই সম্মানের জন্য ধন্যবাদ জানিয়েছেন সচিন ৷ তিনি একটি বার্তায় বলেছেন, ‘‘আমি যদি সেখানে থাকতে পারতাম, তাহলে খুবই ভালোলাগতো ৷ কিন্তু আমার আগে থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল ৷ শারজাতে খেলার অভিজ্ঞতা সবসময় অসাধারণ ছিল ৷ ওইরকম উত্তেজনাময় আবহে সকলের সমর্থন ও ভালোবাসা পেয়েছিল ৷ তাই শারজাহ আমার এবং সকল ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে সবসময় বিশেষ ভেন্যু ৷’’

আরও পড়ুন: জন্মদিনে বিশেষ সম্মান, এসসিজি'র প্রবেশদ্বারের নামকরণ হল সচিনের নামে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.