ETV Bharat / sports

বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:36 PM IST

Updated : Nov 17, 2023, 9:50 AM IST

Shami Will Train Pacers For Bengal: 'সুইং কিং' মহম্মদ শামির নামে এখন কাঁপছে গোটা বিশ্ব ৷ বিশ্বকাপে ইতিমধ্যেই তাঁর হাতে চলে এসেছে 23টি উইকেট ৷ বঙ্গসম্রাট কথা দিলেন বাংলা থেকে যেমন তাঁর উত্থান তেমনই অন্য পেসারদেরও তৈরি করবেন তিনি ৷

Mohammed Shami
বাংলার জন্য পেসার তৈরি করবেন শামি
বাংলার জন্য পেসার তৈরি করবেন শামি

কলকাতা, 16 নভেম্বর: সাত শিকারে বিরাট-মঞ্চে জয়ের শামিয়ানা । ওয়াংখেড়ে ময়দানে মহম্মদ শামির মস্তানি নতুন রূপকথার জন্ম দিয়েছে । তিনটি বিশ্বকাপে ভারতীয় পেসারের মোট উইকেট সংখ্যা এখন 54 । শুধু চলতি বিশ্বকাপে শামির দখলে ছয় ম্যাচে 23 উইকেট। নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (22)। বিরাট কোহলির একদিনের ক্রিকেটে 'সেঞ্চুরির হাফ সেঞ্চুরি'র দিনেও লাইমলাইটে মহম্মদ শামি। এবার বাংলার জন্যও নতুন পেসার তৈরির কথা দিলেন তিনি ৷

ভারতীয় দল ফাইনাল খেলতে ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছে। শুক্রবার থেকে মিশন ফাইনালের চুড়ান্ত প্রস্তুতি শুরু করবে ভারত । বিশ্বকাপের স্বপ্নে বুঁদ ভারতীয় ক্রিকেট সমর্থকরা আলোচনা শুরু করে দিয়েছেন । তবে যাকে নিয়ে আলোচনা সেই মহম্মদ শামি নিজের লক্ষ্যে অবিচল । নির্দিষ্ট লাইনে বল করতে চাওয়ার কথা বলেছেন তিনি । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে শুভমান গিল জানিয়েছেন, শামিকে নেটে খেলাও কঠিন ।

দৈনিক 100 টাকা খোরাকি, বার্ষিক সত্তর হাজার টাকার চুক্তিতে কলকাতা ময়দানের ক্লাব ক্রিকেটে খেলতে আসা যুবক বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোলিং কিংবদন্তি । চলতি বিশ্বকাপে যার দখলে 23 শিকার। প্রতিপক্ষ ব্য়াটাররা 'শামি আ রহা হ্যায়' এই দুঃস্বপ্নে আতঙ্কিত। উত্তরপ্রদেশ জাত আর বাংলার ক্রিকেট আবহে লালিত মহম্মদ শামি আদতে আলেয়ার আলো ৷ শামির পেস বোলিং যেন গতিময় কবিতা । বল যত পুরানো হয় শামি তত সুইংয়ের শামিয়ানা খাটিয়ে দেন । যার রেশ রয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় ।

কলকাতা ময়দানে দেবব্রত দাসের হাত ধরেই উত্থান হয় শামির । একসময় শামিকে সুযোগ দেওয়ার জন্য সিএবির কর্তাদের কাছে দরবার করেছেন । কটূক্তিরও সম্মুখীন হয়েছেন । তবুও শামিকে ছাড়েননি । দেবব্রত বলেন, "শামিকে সিএবি সংবর্ধনা দেবে কি না, তা প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঠিক করবেন । তবে আমার টাউন ক্লাব ওকে সংবর্ধনা দেবে ৷"

ময়দানে নতুন পেসার খুঁজে বের করার ব্যাপারে দেবব্রত দাসের সুনাম রয়েছে । শামিকে খুঁজে পেয়েছিলেন । সেভাবেই মুকেশ কুমারকেও খুঁজে পেয়েছেন । তবে 'শামির তুলনা শামি' বলেই জানালেন তিনি । ইতিমধ্যে শামি জোরে বোলার তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছে । অফ সিজনে দশ জন বোলারকে তাঁর অ্যাকাডেমিতে পাঠানোর কথা সিএবি'কে বলেছেন তিনি । যা বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর ।
আরও পড়ুন:

  1. 'শাপে বর' হার্দিকের চোট, শামি ফোবিয়ায় কাঁটা শত্রু-শিবির
  2. সেঞ্চুরি হাতছাড়া হলেও দল জেতায় খুশি শুভমন

বাংলার জন্য পেসার তৈরি করবেন শামি

কলকাতা, 16 নভেম্বর: সাত শিকারে বিরাট-মঞ্চে জয়ের শামিয়ানা । ওয়াংখেড়ে ময়দানে মহম্মদ শামির মস্তানি নতুন রূপকথার জন্ম দিয়েছে । তিনটি বিশ্বকাপে ভারতীয় পেসারের মোট উইকেট সংখ্যা এখন 54 । শুধু চলতি বিশ্বকাপে শামির দখলে ছয় ম্যাচে 23 উইকেট। নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (22)। বিরাট কোহলির একদিনের ক্রিকেটে 'সেঞ্চুরির হাফ সেঞ্চুরি'র দিনেও লাইমলাইটে মহম্মদ শামি। এবার বাংলার জন্যও নতুন পেসার তৈরির কথা দিলেন তিনি ৷

ভারতীয় দল ফাইনাল খেলতে ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছে। শুক্রবার থেকে মিশন ফাইনালের চুড়ান্ত প্রস্তুতি শুরু করবে ভারত । বিশ্বকাপের স্বপ্নে বুঁদ ভারতীয় ক্রিকেট সমর্থকরা আলোচনা শুরু করে দিয়েছেন । তবে যাকে নিয়ে আলোচনা সেই মহম্মদ শামি নিজের লক্ষ্যে অবিচল । নির্দিষ্ট লাইনে বল করতে চাওয়ার কথা বলেছেন তিনি । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে শুভমান গিল জানিয়েছেন, শামিকে নেটে খেলাও কঠিন ।

দৈনিক 100 টাকা খোরাকি, বার্ষিক সত্তর হাজার টাকার চুক্তিতে কলকাতা ময়দানের ক্লাব ক্রিকেটে খেলতে আসা যুবক বর্তমানে ভারতীয় ক্রিকেটের বোলিং কিংবদন্তি । চলতি বিশ্বকাপে যার দখলে 23 শিকার। প্রতিপক্ষ ব্য়াটাররা 'শামি আ রহা হ্যায়' এই দুঃস্বপ্নে আতঙ্কিত। উত্তরপ্রদেশ জাত আর বাংলার ক্রিকেট আবহে লালিত মহম্মদ শামি আদতে আলেয়ার আলো ৷ শামির পেস বোলিং যেন গতিময় কবিতা । বল যত পুরানো হয় শামি তত সুইংয়ের শামিয়ানা খাটিয়ে দেন । যার রেশ রয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় ।

কলকাতা ময়দানে দেবব্রত দাসের হাত ধরেই উত্থান হয় শামির । একসময় শামিকে সুযোগ দেওয়ার জন্য সিএবির কর্তাদের কাছে দরবার করেছেন । কটূক্তিরও সম্মুখীন হয়েছেন । তবুও শামিকে ছাড়েননি । দেবব্রত বলেন, "শামিকে সিএবি সংবর্ধনা দেবে কি না, তা প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঠিক করবেন । তবে আমার টাউন ক্লাব ওকে সংবর্ধনা দেবে ৷"

ময়দানে নতুন পেসার খুঁজে বের করার ব্যাপারে দেবব্রত দাসের সুনাম রয়েছে । শামিকে খুঁজে পেয়েছিলেন । সেভাবেই মুকেশ কুমারকেও খুঁজে পেয়েছেন । তবে 'শামির তুলনা শামি' বলেই জানালেন তিনি । ইতিমধ্যে শামি জোরে বোলার তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছে । অফ সিজনে দশ জন বোলারকে তাঁর অ্যাকাডেমিতে পাঠানোর কথা সিএবি'কে বলেছেন তিনি । যা বঙ্গ ক্রিকেটের জন্য সুখবর ।
আরও পড়ুন:

  1. 'শাপে বর' হার্দিকের চোট, শামি ফোবিয়ায় কাঁটা শত্রু-শিবির
  2. সেঞ্চুরি হাতছাড়া হলেও দল জেতায় খুশি শুভমন
Last Updated : Nov 17, 2023, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.