ETV Bharat / sports

T20 World Cup: টি-20 বিশ্বকাপে নেই দীপক চাহার, ভারতীয় দলে শামি-সিরাজ-শার্দূল! - Deepak Chahar

পিঠের চোটের কারণে টি-20 বিশ্বকাপের (T20 World Cup) অতিরিক্ত প্লেয়ারদের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দীপক চাহার ৷ বিসিসিআই সূত্রে খবর, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন ৷

Shami Siraj Shardul Set to Join India Squad in Austrail in T20 World Cup
Shami Siraj Shardul Set to Join India Squad in Austrail in T20 World Cup
author img

By

Published : Oct 12, 2022, 6:04 PM IST

মুম্বই, 12 অক্টোবর: অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে খুব শীঘ্রই যোগ দেবেন পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষকর্তা ৷ জানা গিয়েছে, জসপ্রীত বুমরার পর, এ বার বিশ্বকাপের স্কোয়াডে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় থাকা দীপক চাহার ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে (Deepak Chahar Out of T20 World Cup) ৷ পিঠের চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজেও খেলেননি ৷

প্রাথমিক দল ঘোষণার সময়ই মহম্মদ শামি (Mohammed Shami) অতিরিক্ত ক্রিকেটারের স্কোয়াডে ছিলেন ৷ সেখানে তাঁকে জসপ্রীত বুমরার জায়গায় হয়তো মূল দলে সামিল করা হবে এমন একটা ইঙ্গিত রয়েছে ৷ সেখানে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় সিরাজ এবং শার্দূলকে রাখা হতে পারে ৷ কিন্তু, ওই সূত্রের মতে, এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কারণ, মহম্মদ শামি কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, কতটা ম্যাচ ফিট তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ ফলে টি-20 বিশ্বকাপে ভারতের 15 জনের দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন: হুমা-সোনাক্ষীর হাত ধরে বলিপিচে ডেবিউ শিখর ধাওয়ানের

তবে, শার্দূল ঠাকুর অতিরিক্ত ক্রিকেটারের তালিকাতেই থাকবেন বলে বিসিসিআই এর ওই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন ৷ তিনি সম্ভবত, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন পূর্ব ঘোষণা মতো ৷ রবি বিষ্ণোই যুজবেন্দ্র চহালের পরিবর্ত হিসাবে ভারতীয় দলের সঙ্গে থাকবেন ৷

মুম্বই, 12 অক্টোবর: অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে খুব শীঘ্রই যোগ দেবেন পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষকর্তা ৷ জানা গিয়েছে, জসপ্রীত বুমরার পর, এ বার বিশ্বকাপের স্কোয়াডে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় থাকা দীপক চাহার ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে (Deepak Chahar Out of T20 World Cup) ৷ পিঠের চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজেও খেলেননি ৷

প্রাথমিক দল ঘোষণার সময়ই মহম্মদ শামি (Mohammed Shami) অতিরিক্ত ক্রিকেটারের স্কোয়াডে ছিলেন ৷ সেখানে তাঁকে জসপ্রীত বুমরার জায়গায় হয়তো মূল দলে সামিল করা হবে এমন একটা ইঙ্গিত রয়েছে ৷ সেখানে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় সিরাজ এবং শার্দূলকে রাখা হতে পারে ৷ কিন্তু, ওই সূত্রের মতে, এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কারণ, মহম্মদ শামি কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, কতটা ম্যাচ ফিট তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ ফলে টি-20 বিশ্বকাপে ভারতের 15 জনের দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন: হুমা-সোনাক্ষীর হাত ধরে বলিপিচে ডেবিউ শিখর ধাওয়ানের

তবে, শার্দূল ঠাকুর অতিরিক্ত ক্রিকেটারের তালিকাতেই থাকবেন বলে বিসিসিআই এর ওই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন ৷ তিনি সম্ভবত, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন পূর্ব ঘোষণা মতো ৷ রবি বিষ্ণোই যুজবেন্দ্র চহালের পরিবর্ত হিসাবে ভারতীয় দলের সঙ্গে থাকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.