ETV Bharat / sports

SC Will Hear BCCI Matter সৌরভদের পদের মেয়াদ বৃদ্ধি, বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ - Sourav Ganguly

লোধা কমিটির (Lodha Committee) সুপারিশকে মান্যতা দেওয়া অন্যতম বিচারপতির ডিভিশন বেঞ্চেই সৌরভ-জয়দের ভাগ্য নির্ধারিত হবে ৷ বুধবার এমন নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এনভি রমানা (Justice N V Ramana) ৷

Etv Bharat
বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ
author img

By

Published : Aug 24, 2022, 6:05 PM IST

Updated : Aug 24, 2022, 7:44 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সচিব জয় শাহদের (Jay Shah) মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে ৷ তারপরেও কি তাঁদের মেয়াদ পুনর্নবীকরণ করা হবে ? সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে সংস্কার আনা জরুরি ৷ আর তা সংস্কার করতেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেটের গভর্নিং বডি ৷ বুধবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেই বিসিসিআই'য়ের সংবিধান সংস্কার আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে (SC bench led by Justice DY Chandrachud will hear BCCI matter) ৷

অর্থাৎ, লোধা কমিটির (Lodha Committee) সুপারিশকে মান্যতা দেওয়া অন্যতম বিচারপতির ডিভিশন বেঞ্চেই সৌরভ-জয়দের ভাগ্য নির্ধারিত হবে ৷ বুধবার এমন নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এনভি রমানা (Justice N V Ramana) ৷ লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে (তা সে রাজ্য় সংস্থা হোক বা বিসিসিআই) কেউ ছ'বছর পূর্ণ করলে তাঁকে তিন বছর 'কুলিং অফ পিরিয়ড'-এ থাকা বাধ্যতামূলক ৷ বিসিসিআই'য়ের সংবিধানে থাকা এই নিয়মকে মান্যতা দিলে অনেক আগেই ছ'বছরের মেয়াদ ফুরিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অমিত শাহ-পুত্রের ৷ কিন্তু ভারতীয় ক্রিকেটে এমন যুগান্তকারী সিদ্ধান্ত রাতারাতি আরোপ করা সম্ভব নয় ৷ এই মর্মে কুলিং অফ পিরিয়ড বাতিলের জন্য আগেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল বোর্ডের তরফে ৷

কারণ বোর্ডের সভাপতি এবং সচিব পদে বসার আগে যথাক্রমে সিএবি এবং গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়শেনর গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ ৷ তাছাড়া বোর্ডে দু'জনের কার্যক্রমের বেশিরভাগ সময়টাই করোনাকালে অতিবাহিত হয়েছে ৷ তাই কুলিং অফ পিরিয়ড তুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন: টি20তে ভীতু ছিল ভারত, রোহিতের আগ্রাসী মনোভাবে মুগ্ধ শাস্ত্রী

সেই আবেদনেরই শুনানি এদিন ছিল শীর্ষ আদালতে ৷ উল্লেখ্য, লোধা কমিটির সুপারিশকে শীর্ষ আদালতের যে বেঞ্চ মান্যতা দিয়েছিল, সেই বেঞ্চের দুই বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলি অবসর নেওয়ায় একমাত্র হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ই সক্রিয় রয়েছেন ৷ তাই দায়িত্ব বর্তাল তাঁর উপরেই ৷

নয়াদিল্লি, 24 অগস্ট: বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সচিব জয় শাহদের (Jay Shah) মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে ৷ তারপরেও কি তাঁদের মেয়াদ পুনর্নবীকরণ করা হবে ? সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে সংস্কার আনা জরুরি ৷ আর তা সংস্কার করতেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেটের গভর্নিং বডি ৷ বুধবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চেই বিসিসিআই'য়ের সংবিধান সংস্কার আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে (SC bench led by Justice DY Chandrachud will hear BCCI matter) ৷

অর্থাৎ, লোধা কমিটির (Lodha Committee) সুপারিশকে মান্যতা দেওয়া অন্যতম বিচারপতির ডিভিশন বেঞ্চেই সৌরভ-জয়দের ভাগ্য নির্ধারিত হবে ৷ বুধবার এমন নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এনভি রমানা (Justice N V Ramana) ৷ লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে (তা সে রাজ্য় সংস্থা হোক বা বিসিসিআই) কেউ ছ'বছর পূর্ণ করলে তাঁকে তিন বছর 'কুলিং অফ পিরিয়ড'-এ থাকা বাধ্যতামূলক ৷ বিসিসিআই'য়ের সংবিধানে থাকা এই নিয়মকে মান্যতা দিলে অনেক আগেই ছ'বছরের মেয়াদ ফুরিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অমিত শাহ-পুত্রের ৷ কিন্তু ভারতীয় ক্রিকেটে এমন যুগান্তকারী সিদ্ধান্ত রাতারাতি আরোপ করা সম্ভব নয় ৷ এই মর্মে কুলিং অফ পিরিয়ড বাতিলের জন্য আগেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল বোর্ডের তরফে ৷

কারণ বোর্ডের সভাপতি এবং সচিব পদে বসার আগে যথাক্রমে সিএবি এবং গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়শেনর গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ ৷ তাছাড়া বোর্ডে দু'জনের কার্যক্রমের বেশিরভাগ সময়টাই করোনাকালে অতিবাহিত হয়েছে ৷ তাই কুলিং অফ পিরিয়ড তুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই ৷

আরও পড়ুন: টি20তে ভীতু ছিল ভারত, রোহিতের আগ্রাসী মনোভাবে মুগ্ধ শাস্ত্রী

সেই আবেদনেরই শুনানি এদিন ছিল শীর্ষ আদালতে ৷ উল্লেখ্য, লোধা কমিটির সুপারিশকে শীর্ষ আদালতের যে বেঞ্চ মান্যতা দিয়েছিল, সেই বেঞ্চের দুই বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলি অবসর নেওয়ায় একমাত্র হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ই সক্রিয় রয়েছেন ৷ তাই দায়িত্ব বর্তাল তাঁর উপরেই ৷

Last Updated : Aug 24, 2022, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.