ETV Bharat / sports

Sachin's Wishes to Sehwag: একটা 'ম্যাড়ম্যাড়ে' জন্মদিন কাটাও, বীরুকে সচিনের অভিনন্দনবার্তা - বীরেন্দ্র সেওয়াগকে জন্মদিনে অভিনন্দন

Birthday Wishes to Virender Sehwag by Sachin Tendulkar: 45 বছর পূরণ করে ফেললেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ আর তাঁর এই জন্মদিনে, তাঁর স্বকীয় ভঙ্গিমাতেই অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর ৷

Image Courtesy: Sachin Tendulkar X
Image Courtesy: Sachin Tendulkar X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:24 PM IST

মুম্বই, 20 অক্টোবর: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আনন্দদায়ক এবং ভয়ংকর ওপেনার বললে একটা নামই মনে আসবে ৷ তিনি আর কেউ নন, নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ ৷ আজ তাঁর 46তম জন্মদিন ৷ ক্রিকেট মাঠে বিস্ফোরক এবং বেপরোয়া এই প্রাক্তন ভারতীয় ওপেনারকে জন্মদিনে অভিনন্দন জানালেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর ৷ তবে, শুভেচ্ছাবার্তায় ‘ম্যাড়ম্যাড়ে’ জন্মদিন কাটুক বীরুর, সেই কামনাই করলেন মাস্টার ব্লাস্টার ৷

না কোনও শত্রুতা বা ক্ষোভ নয় ৷ বীরেন্দ্র সেহওয়াগের কায়দাতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দিলেন সচিন ৷ কারণ, ক্রিকেট মাঠে বীরুর পরিস্থিতির বিপরীতে চলার স্বভাব ৷ সচিন তাঁর এক্স হ্যান্ডেলে 2003 বিশ্বকাপের একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি যখনই ওকে বলতাম ধীরে চলো এবং ক্রিজে টিকে থাক ৷ ও বলত ‘ওকে’ ৷ আর তার পরের বলটাই বাউন্ডারির বাইরে চার মারত ৷ শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাঁকে আমি যা বলতাম, তার ঠিক উলটোটাই করত ৷ তাই আজকে আমি বলব, একটা ম্যাড়ম্যাড়ে জন্মদিন কাটাও, বীরু ৷’’ সঙ্গে একটা উলটো হাসি ৷

  • When I once told him to go slow and stay on the crease, he said, “ok” and then smashed the very next ball for four. Happy birthday to the man who likes to do exactly the opposite of what I say.
    So, I am going to say, please have a boring birthday, Viru. 🙃 pic.twitter.com/i45fSXvvtV

    — Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ত্রাস ছিলেন সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ ৷ আর সেহওয়াগ সবসময় সচিনকে নিজের গুরু এবং নিজেকে তাঁর শিষ্য বলে উল্লেখ করে থাকেন ৷ কিন্তু, ক্রিকেট মাঠে গুরুর অবাধ্য শিষ্য ছিলেন তিনি ৷ তা পরবর্তী সময় একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সেহওয়াগ ৷ এমনকী সচিনকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷ সেই পুরনো স্মৃতি তুলে ধরে এদিন অবাধ্য কিন্তু, অন্যতম প্রিয় ক্রিকেট শিষ্যকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাস্টার ব্লাস্টার ৷

আরও পড়ুন: ওয়াংখেড়েতে সচিনের প্রমাণ আকৃতির মূর্তি, নভেম্বরেই উদ্বোধন

আর বীরুর মতোই তাঁর জন্মদিনে সচিনের এই অভিনন্দনবার্তায় মেতেছে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা এবং সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী ৷ কমেন্ট সেকশনে হাস্যরোল এবং একাধিক মন্তব্য জমা হচ্ছে ৷ এমনকি অনেকে শেয়ারও করছেন সচিনের এই ‘বীরুচিত’ অভিনন্দনবার্তা ৷

মুম্বই, 20 অক্টোবর: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আনন্দদায়ক এবং ভয়ংকর ওপেনার বললে একটা নামই মনে আসবে ৷ তিনি আর কেউ নন, নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ ৷ আজ তাঁর 46তম জন্মদিন ৷ ক্রিকেট মাঠে বিস্ফোরক এবং বেপরোয়া এই প্রাক্তন ভারতীয় ওপেনারকে জন্মদিনে অভিনন্দন জানালেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর ৷ তবে, শুভেচ্ছাবার্তায় ‘ম্যাড়ম্যাড়ে’ জন্মদিন কাটুক বীরুর, সেই কামনাই করলেন মাস্টার ব্লাস্টার ৷

না কোনও শত্রুতা বা ক্ষোভ নয় ৷ বীরেন্দ্র সেহওয়াগের কায়দাতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দিলেন সচিন ৷ কারণ, ক্রিকেট মাঠে বীরুর পরিস্থিতির বিপরীতে চলার স্বভাব ৷ সচিন তাঁর এক্স হ্যান্ডেলে 2003 বিশ্বকাপের একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি যখনই ওকে বলতাম ধীরে চলো এবং ক্রিজে টিকে থাক ৷ ও বলত ‘ওকে’ ৷ আর তার পরের বলটাই বাউন্ডারির বাইরে চার মারত ৷ শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাঁকে আমি যা বলতাম, তার ঠিক উলটোটাই করত ৷ তাই আজকে আমি বলব, একটা ম্যাড়ম্যাড়ে জন্মদিন কাটাও, বীরু ৷’’ সঙ্গে একটা উলটো হাসি ৷

  • When I once told him to go slow and stay on the crease, he said, “ok” and then smashed the very next ball for four. Happy birthday to the man who likes to do exactly the opposite of what I say.
    So, I am going to say, please have a boring birthday, Viru. 🙃 pic.twitter.com/i45fSXvvtV

    — Sachin Tendulkar (@sachin_rt) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ত্রাস ছিলেন সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ ৷ আর সেহওয়াগ সবসময় সচিনকে নিজের গুরু এবং নিজেকে তাঁর শিষ্য বলে উল্লেখ করে থাকেন ৷ কিন্তু, ক্রিকেট মাঠে গুরুর অবাধ্য শিষ্য ছিলেন তিনি ৷ তা পরবর্তী সময় একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সেহওয়াগ ৷ এমনকী সচিনকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷ সেই পুরনো স্মৃতি তুলে ধরে এদিন অবাধ্য কিন্তু, অন্যতম প্রিয় ক্রিকেট শিষ্যকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাস্টার ব্লাস্টার ৷

আরও পড়ুন: ওয়াংখেড়েতে সচিনের প্রমাণ আকৃতির মূর্তি, নভেম্বরেই উদ্বোধন

আর বীরুর মতোই তাঁর জন্মদিনে সচিনের এই অভিনন্দনবার্তায় মেতেছে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা এবং সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী ৷ কমেন্ট সেকশনে হাস্যরোল এবং একাধিক মন্তব্য জমা হচ্ছে ৷ এমনকি অনেকে শেয়ারও করছেন সচিনের এই ‘বীরুচিত’ অভিনন্দনবার্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.