ETV Bharat / sports

Sachin Files Police Complaint: তাঁর ছদ্মবেশে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ! পুলিশে অভিযোগ দায়ের সচিনের - মুম্বই পুলিশ

তাঁর ছদ্মবেশ অর্থাৎ তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অননুমোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে ৷ মুম্বই পুলিশের সাইবার সেলে এই অভিযোগ জানালেন সচিন তেন্ডুলকর ৷

Sachin Tendulkar
সচিন তেন্ডুলকর
author img

By

Published : May 13, 2023, 1:57 PM IST

Updated : May 13, 2023, 3:58 PM IST

মুম্বই, 13 মে: 'বিভ্রান্তিকর বিজ্ঞাপনে' তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বরের 'অননুমোদিত' ব্যবহারের অভিযোগ এনে মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ একটি অফিসিয়াল বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

মুম্বই পুলিশের সাইবার সেল ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 426, 465 এবং 500 নং ধারায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে । সচিনের অভিযোগ, অনলাইনে পণ্য ও পরিষেবা কেনার জন্য নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে ৷ আর সেই উদ্দেশ্যেই বিজ্ঞাপনগুলিতে অননুমোদিতভাবে তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বরের ছদ্মবেশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মাস্টার ব্লাস্টার ৷

এসআরটিএসএম একটি বিবৃতিতে জানিয়েছে, "এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড (এসআরটিএসএম)-এ আমরা লক্ষ্য করেছি যে, শ্রী সচিন তেন্ডুলকরের বৈশিষ্ট্যগুলিকে অননুমোদিত উপায়ে ছদ্মবেশে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে ৷ তাঁর সঙ্গে সম্পর্কিত নয় এমন পণ্য এবং পরিষেবা বিক্রি করার জন্য এটা করা হয়েছে ।" তাদের অভিযোগ, এগুলি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং অনলাইনে অননুমোদিত পণ্য ও পরিষেবা কেনার জন্য নাগরিকদের বিভ্রান্ত করার এটি দূষিত অভিপ্রায় বলে জানিয়েছে এসআরটিএসএম ৷ সেই কারণেই সচিনের মতো একজন ব্যক্তিত্বের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা ৷

তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "আমরা মুম্বই সাইবার সেল বিভাগের কাছে একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করেছি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এগুলি হাইলাইট করেছি, যেখানে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে ৷" সচিনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশের সাইবার সেল বিভাগ ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

এর আগে, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের একটি অভিযোগে দায়ের হওয়া মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল যে, বিগ-বি'র সম্মতি ছাড়া তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর কোথাও ব্যবহার করা যাবে না ৷

আরও পড়ুন: অনুমতি না নিয়ে অমিতাভের নাম-ছবি-কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট

মুম্বই, 13 মে: 'বিভ্রান্তিকর বিজ্ঞাপনে' তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বরের 'অননুমোদিত' ব্যবহারের অভিযোগ এনে মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ একটি অফিসিয়াল বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

মুম্বই পুলিশের সাইবার সেল ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 426, 465 এবং 500 নং ধারায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে । সচিনের অভিযোগ, অনলাইনে পণ্য ও পরিষেবা কেনার জন্য নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে ৷ আর সেই উদ্দেশ্যেই বিজ্ঞাপনগুলিতে অননুমোদিতভাবে তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বরের ছদ্মবেশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মাস্টার ব্লাস্টার ৷

এসআরটিএসএম একটি বিবৃতিতে জানিয়েছে, "এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড (এসআরটিএসএম)-এ আমরা লক্ষ্য করেছি যে, শ্রী সচিন তেন্ডুলকরের বৈশিষ্ট্যগুলিকে অননুমোদিত উপায়ে ছদ্মবেশে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে ৷ তাঁর সঙ্গে সম্পর্কিত নয় এমন পণ্য এবং পরিষেবা বিক্রি করার জন্য এটা করা হয়েছে ।" তাদের অভিযোগ, এগুলি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং অনলাইনে অননুমোদিত পণ্য ও পরিষেবা কেনার জন্য নাগরিকদের বিভ্রান্ত করার এটি দূষিত অভিপ্রায় বলে জানিয়েছে এসআরটিএসএম ৷ সেই কারণেই সচিনের মতো একজন ব্যক্তিত্বের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা ৷

তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "আমরা মুম্বই সাইবার সেল বিভাগের কাছে একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করেছি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এগুলি হাইলাইট করেছি, যেখানে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে ৷" সচিনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশের সাইবার সেল বিভাগ ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

এর আগে, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের একটি অভিযোগে দায়ের হওয়া মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল যে, বিগ-বি'র সম্মতি ছাড়া তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর কোথাও ব্যবহার করা যাবে না ৷

আরও পড়ুন: অনুমতি না নিয়ে অমিতাভের নাম-ছবি-কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট

Last Updated : May 13, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.