ETV Bharat / sports

Rohit Sharma : বার্মিংহ্যাম টেস্টের আগে কোভিড আক্রান্ত রোহিত ! ভারতীয় শিবিরে দুশ্চিন্তা

বার্মিংহ্যাম টেস্টের পাঁচদিন আগে করোনা ভাইরাসে সংক্রামিত হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Tested Covid Positive Before Birmingham Test) । লেস্টারশায়ারে টিম হোটেলেই আপাতত নিভৃতাবাসে রয়েছেন ভারত অধিনায়ক ।

Rohit Sharma
বার্মিংহ্যাম টেস্টের আগে কোভিড আক্রান্ত রোহিত
author img

By

Published : Jun 26, 2022, 9:44 AM IST

লেস্টারশায়ার, 26 জুন : 1 জুলাই বার্মিংহ্যামে শুরু হচ্ছে গতবছর অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট । যে কারণে সেপ্টেম্বরে সফর শেষ না-করেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে, বার্মিংহ্যাম টেস্ট শুরু হওয়ার দিনপাঁচেক আগে সেই কোভিড সংক্রমণের কারণেই আবারও উদ্বেগ ভারতীয় শিবিরে । লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই ভাইরাস সংক্রামিত হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Tested Covid Positive Before Birmingham Test) । লেস্টারশায়ারে টিম হোটেলেই আপাতত নিভৃতাবাসে রয়েছেন ভারত অধিনায়ক ।

ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার একটি টুইটে রোহিতের করোনা সমক্রামিত হওয়ার খবরটি সম্পর্কে জ্ঞাত করে । বিসিসিআই লিখেছে, "শনিবার ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । টিম হোটেলে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন তিনি ।" পঞ্চম টেস্টের প্রাক্কালে ভাইরাসের কবলে পড়ায় স্বভাবতই বার্মিংহ্যাম টেস্টে অধিনায়কের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে সংশয় । লেস্টারের বিরুদ্ধে ম্যাচের তৃতীয়দিন রোহিতকে ব্যাট হাতে ক্রিজে নামতে না-দেখেই সন্দেহ জেগেছিল অনুরাগীদের মনে । দিনের শেষে আশঙ্কাই সত্যি হয়ে দেখা দিল যেন ।

  • UPDATE - #TeamIndia Captain Mr Rohit Sharma has tested positive for COVID-19 following a Rapid Antigen Test (RAT) conducted on Saturday. He is currently in isolation at the team hotel and is under the care of the BCCI Medical Team.

    — BCCI (@BCCI) June 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আইপিএল দিয়েছেন, এবার নীল জার্সিতে নিজেকে মেলতে মরিয়া ‘অধিনায়ক’ হার্দিক

কুঁচকির চোটে কেএল রাহুল ইংল্যান্ড সফরে অবশিষ্ট টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন আগেই । রোহিতও যদি কোভিডের কারণে ছিটকে যান তাহলে ওপেনিং স্লট নিয়ে বড়সড় দুশ্চিন্তা গ্রাস করবে ভারতীয় শিবিরকে । যা সিরিজ জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে । সাম্প্রতিক সময়ে রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলিরা করোনা আক্রান্ত হয়েছিলেন । যদিও দু'জনেই সুস্থ এখন ।

লেস্টারশায়ার, 26 জুন : 1 জুলাই বার্মিংহ্যামে শুরু হচ্ছে গতবছর অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট । যে কারণে সেপ্টেম্বরে সফর শেষ না-করেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে, বার্মিংহ্যাম টেস্ট শুরু হওয়ার দিনপাঁচেক আগে সেই কোভিড সংক্রমণের কারণেই আবারও উদ্বেগ ভারতীয় শিবিরে । লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই ভাইরাস সংক্রামিত হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Tested Covid Positive Before Birmingham Test) । লেস্টারশায়ারে টিম হোটেলেই আপাতত নিভৃতাবাসে রয়েছেন ভারত অধিনায়ক ।

ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার একটি টুইটে রোহিতের করোনা সমক্রামিত হওয়ার খবরটি সম্পর্কে জ্ঞাত করে । বিসিসিআই লিখেছে, "শনিবার ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । টিম হোটেলে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন তিনি ।" পঞ্চম টেস্টের প্রাক্কালে ভাইরাসের কবলে পড়ায় স্বভাবতই বার্মিংহ্যাম টেস্টে অধিনায়কের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে সংশয় । লেস্টারের বিরুদ্ধে ম্যাচের তৃতীয়দিন রোহিতকে ব্যাট হাতে ক্রিজে নামতে না-দেখেই সন্দেহ জেগেছিল অনুরাগীদের মনে । দিনের শেষে আশঙ্কাই সত্যি হয়ে দেখা দিল যেন ।

  • UPDATE - #TeamIndia Captain Mr Rohit Sharma has tested positive for COVID-19 following a Rapid Antigen Test (RAT) conducted on Saturday. He is currently in isolation at the team hotel and is under the care of the BCCI Medical Team.

    — BCCI (@BCCI) June 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আইপিএল দিয়েছেন, এবার নীল জার্সিতে নিজেকে মেলতে মরিয়া ‘অধিনায়ক’ হার্দিক

কুঁচকির চোটে কেএল রাহুল ইংল্যান্ড সফরে অবশিষ্ট টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন আগেই । রোহিতও যদি কোভিডের কারণে ছিটকে যান তাহলে ওপেনিং স্লট নিয়ে বড়সড় দুশ্চিন্তা গ্রাস করবে ভারতীয় শিবিরকে । যা সিরিজ জয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে । সাম্প্রতিক সময়ে রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলিরা করোনা আক্রান্ত হয়েছিলেন । যদিও দু'জনেই সুস্থ এখন ।

For All Latest Updates

TAGGED:

Rohit Sharma
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.