হায়দরাবাদ, 9 অক্টোবর: চেন্নাইয়ে গতকাল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে পরাস্ত করে দুরন্ত কায়দায় অভিযান শুরু করেছে মেন ইন ব্লু ৷ এই জয়ে খুশি অধিনায়ক রোহিত শর্মা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর রোহিত বলেন, "আমাদের দলকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা বড় চ্যালেঞ্জ। দলের যে সদস্য সংশ্লিষ্ট পরিবেশ-পরিস্থিতিতে মানিয়ে নিতে পারছে, তাকেই ভালো পারফরম্যান্স করতে হবে ৷ আমাদের কম্বিনেশনও বদল করতে হবে। সেভাবেই প্রস্তুত হয়েছি।"
বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ, শর্ট এক্সট্রা কভারে ফিল্ডিং, শ্রেয়সের একটা ক্যাচ ও ফিল্ডিং প্রশংসনীয় বলেছেন রোহিত ৷ তবে অস্ট্রেলিয়ার করা 199 রান তাড়া করতে নেমে 2 রানে তিন উইকেট হারিয়ে দলে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল তা স্বীকার করে নিয়েছেন রোহিত ৷ রোহিত বলেন, "আমি নিজেও নার্ভাস হয়ে পড়েছিলাম। রান তাড়ায় এমন শুরু কেউই প্রত্যাশা করে না। তবে বিরাট কোহলি এবং রাহুলকে স্যালুট। ওরা যেভাবে ক্রিজে পড়ে থেকে ম্যাচ উইনিং জুটি গড়েছে, কোনও প্রশংসায় যথেষ্ট নয়।"
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বিরাট কোহলি ও কে এল রাহুলকেই কৃতিত্ব দিয়েছেন রোহিত। তিনি বলেছেন, "এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। আমার দল জয় পাওয়ায় খুব ভালো লাগছে। ভালো খেলে এই টুর্নামেন্ট শুরু করলাম আমরা। এই জয় আমাদের কাছে চমকপ্রদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে। এই ম্যাচে আমাদের দলের সবাই খুব ভালো খেলেছে। স্পিনাররা ভালো জায়গায় বল রেখে গিয়েছে। দলের সবাই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছে। তবে আমরা কিছু আলগা শটও খেলেছি। টার্গেট খুব বেশি না-থাকলে সব দলই পাওয়ার প্লে-তে যত বেশি সম্ভব রান করে নিতে চায়। কিন্তু বিরাট ও কে এল যেভাবে রান তাড়া করেছে, তাতে ওদের কৃতিত্ব দিতেই হবে।’"
ভারতের পরবর্তী ম্যাচ 11 অক্টোবর ৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে নামবে ভারত ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া লখনউয়ে 12 অক্টোবর ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।
আরও পড়ুন: সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি