ETV Bharat / sports

New Test Captain Of Team India : রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের - রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

শনিবার নয়া টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করে চেতন শর্মাও জানালেন রোহিত ছিলেন 'ক্লিয়ার চয়েস' ৷ পাশাপাশি উল্লেখযোগ্যভাবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে (Cheteshwar Pujara and Ajinkya Rahane dropped from test squad) ৷

New Test Captain Of Team India
New Test Captain Of Team India
author img

By

Published : Feb 19, 2022, 4:35 PM IST

Updated : Feb 19, 2022, 5:36 PM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি : জাতীয় দলের নয়া টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই যে বিরাট কোহলির ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন, সেটা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল ৷ শনিবার বিসিসিআই'য়ের ঘোষণায় সিলমোহর পড়ল তাতেই (Rohit Sharma replaces Virat Kohli as new test captain of team India) ৷ রোহিত গুরুনাথ শর্মাকে অফিসিয়ালি টেস্ট অধিনায়ক ঘোষণা করে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই ৷ অর্থাৎ, সাদা বল থেকে লাল বল, সব ফর্ম্যাটেই এখন থেকে দলের ব্যাটন মুম্বইকরের হাতে ৷

চোটের কারণে রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ম্যাচে কোহলির পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কান্নুর লোকেশ রাহুল ৷ তবে কোহলি পরবর্তী জমানায় পাকাপাকিভাবে তাঁকে নেতা বেছে নেওয়ার কোনও অবকাশ ছিল না ৷ সবমিলিয়ে রোহিতকে টেস্ট দলনায়ক বেছে নেওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ শনিবার নয়া টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করে চেতন শর্মাও জানালেন রোহিত ছিলেন 'ক্লিয়ার চয়েস' ৷ পাশাপাশি উল্লেখযোগ্যভাবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে (Cheteshwar Pujara and Ajinkya Rahane dropped from test squad) ৷ পরিবর্তে টেস্ট স্কোয়াডে নতুন মুখ উত্তরপ্রদেশের সৌরভ কুমার ৷

রোহিতের ব্যাক-আপ হিসেবে প্রোটিয়া সফরে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া ভারতীয় 'এ' দলনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল ডাক পেলেন 18 জনের দলে ৷ রোহিতের ডেপুটি হিসেবে এখন থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা ৷ স্কোয়াডে থাকলেও ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ফিটনেসের উপর নির্ভর করবে তাঁর খেলা না খেলার বিষয়টি ৷ চোট সারিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা ৷ ফিরলেন শুভমাব গিলও ৷ কেএল রাহুলের পাশাপাশি অক্ষর প্যাটেলও ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ৷ তাই জাদেজা, জয়ন্ত যাদবের পাশাপাশি কুলদীপ যাদব ফিরলেন টেস্ট দলে ৷

আরও পড়ুন : India vs West Indies : ভুবির অভিজ্ঞতার প্রশংসা, দলের পারফরম্যান্স নিয়ে খুশি রোহিত শর্মা

ঋদ্ধিমান সাহার পরিবর্তে কেএস ভরতকে স্কোয়াডে রেখে বাঙালি স্টাম্পার-ব্যাটারকে পুরোপুরি ছেঁটে ফেলার ইঙ্গিত দিলেন নির্বাচকেরা ৷ তবে রাহানে-পূজারার জন্য তাদের দরজা খোলা রয়েছে ৷ এক বিবৃতিতে সে কথা জানিয়েছেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা ৷

একনজরে 18 জনের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব, সৌরভ কুমার ৷

মুম্বই, 19 ফেব্রুয়ারি : জাতীয় দলের নয়া টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই যে বিরাট কোহলির ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন, সেটা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল ৷ শনিবার বিসিসিআই'য়ের ঘোষণায় সিলমোহর পড়ল তাতেই (Rohit Sharma replaces Virat Kohli as new test captain of team India) ৷ রোহিত গুরুনাথ শর্মাকে অফিসিয়ালি টেস্ট অধিনায়ক ঘোষণা করে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই ৷ অর্থাৎ, সাদা বল থেকে লাল বল, সব ফর্ম্যাটেই এখন থেকে দলের ব্যাটন মুম্বইকরের হাতে ৷

চোটের কারণে রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ম্যাচে কোহলির পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কান্নুর লোকেশ রাহুল ৷ তবে কোহলি পরবর্তী জমানায় পাকাপাকিভাবে তাঁকে নেতা বেছে নেওয়ার কোনও অবকাশ ছিল না ৷ সবমিলিয়ে রোহিতকে টেস্ট দলনায়ক বেছে নেওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ শনিবার নয়া টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করে চেতন শর্মাও জানালেন রোহিত ছিলেন 'ক্লিয়ার চয়েস' ৷ পাশাপাশি উল্লেখযোগ্যভাবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে (Cheteshwar Pujara and Ajinkya Rahane dropped from test squad) ৷ পরিবর্তে টেস্ট স্কোয়াডে নতুন মুখ উত্তরপ্রদেশের সৌরভ কুমার ৷

রোহিতের ব্যাক-আপ হিসেবে প্রোটিয়া সফরে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া ভারতীয় 'এ' দলনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল ডাক পেলেন 18 জনের দলে ৷ রোহিতের ডেপুটি হিসেবে এখন থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরা ৷ স্কোয়াডে থাকলেও ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ফিটনেসের উপর নির্ভর করবে তাঁর খেলা না খেলার বিষয়টি ৷ চোট সারিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা ৷ ফিরলেন শুভমাব গিলও ৷ কেএল রাহুলের পাশাপাশি অক্ষর প্যাটেলও ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ৷ তাই জাদেজা, জয়ন্ত যাদবের পাশাপাশি কুলদীপ যাদব ফিরলেন টেস্ট দলে ৷

আরও পড়ুন : India vs West Indies : ভুবির অভিজ্ঞতার প্রশংসা, দলের পারফরম্যান্স নিয়ে খুশি রোহিত শর্মা

ঋদ্ধিমান সাহার পরিবর্তে কেএস ভরতকে স্কোয়াডে রেখে বাঙালি স্টাম্পার-ব্যাটারকে পুরোপুরি ছেঁটে ফেলার ইঙ্গিত দিলেন নির্বাচকেরা ৷ তবে রাহানে-পূজারার জন্য তাদের দরজা খোলা রয়েছে ৷ এক বিবৃতিতে সে কথা জানিয়েছেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা ৷

একনজরে 18 জনের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব, সৌরভ কুমার ৷

Last Updated : Feb 19, 2022, 5:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.