ETV Bharat / sports

Rohit Lifts Virat: বিরাটকে কাঁধে তুলে জয় উদযাপন রোহিতের, আবেগের বাঁধ ভাঙল নেটপাড়ার - Virat Kohli

'পাক বধ'-এর দিনে বর্তমান অধিনায়কের কাঁধে চড়ে প্রাক্তনের সেলিব্রেশন অচিরেই সেরা বিজ্ঞাপন হয়ে রইল ভারতীয় ক্রিকেটের ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাটের (Virat Kohli) প্রতি শ্রদ্ধা অটুট 'হিটম্যান'-এর (Rohit Sharma) ৷ মুম্বইকর বললেন, "হ্যাটস অফ টু কোহলি ৷ এই ইনিংস ওর ব্যক্তিগত সেরা না-হলেও ভারতের হয়ে খেলা সেরা ইনিংস তো অবশ্যই ৷"

Rohit Lifts Virat
বিরাটকে কাঁধে তুলে মেলবোর্নে জয় উদযাপন রোহিতের
author img

By

Published : Oct 23, 2022, 10:45 PM IST

মেলবোর্ন, 23 অক্টোবর: ছুটে এলেন ৷ কিছুটা ঝুঁকলেন ৷ তারপর বিরাট কোহলিকে কাঁধে তুলে নিয়ে ঘুরলেন কয়েক পাক ৷ ন্যাটওয়েস্ট জয়ের পর প্যাভিলিয়ন থেকে নেমে যুবরাজ সিং'য়ের কোলে যেভাবে লাফিয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ খানিকটা সেই ঢং'য়েই এদিন দলের বিশ্বস্ত সেনানীকে কাঁধে তুলে রোহিত যেন বাকি ক্যাপ্টেনদের বার্তা দিয়ে রাখলেন এই বলে যে, "সাবধান ৷ আমার আস্তিনের সেরা তাসটা আবারও ছন্দ ফিরে পেয়েছে ৷" কোহলিকে কাঁধে নিয়ে রোহিতের সেলিব্রেশনের সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটপাড়ায় ৷ ভাঙল আবেগের বাঁধ (Rohit Sharma celebrates win lifting Virat Kohli at MCG went viral) ৷

তার কারণও রয়েছে যথেষ্ট ৷ এই তো গতবছর টি-20 বিশ্বকাপের পর অধিনায়ক পদ থেকে বিরাটের সরে দাঁড়ানো ৷ এরপর একে একে বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বা অপসারণের ঘটনায় রোহিতের (Rohit Sharma) সঙ্গে এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছিল বিরাটের (Virat Kohli) ৷ বলা ভালো তৈরি করা হয়েছিল সেই বিভাজন ৷ বিরাট বারংবার বলেও এসেছেন যে, রোহিতের সঙ্গে আমার সম্পর্ক খারাপ কেবল কতিপয় মিডিয়ার কাছে ৷ আদতে তাঁরা দু'জনে একে অপরের বিশ্বস্ত ৷ এতদিন বিশেষ কিছু বলতে শোনা না-গেলেও রোহিত মেলবোর্নে এদিন কোহলির সেই কথাকে কেবল সমর্থনই করলেন না, সপাটে চড় দিলেন নিন্দুকদের ৷

  • Sport is a great teacher and when it comes to champions, the comeback is always greater than the setback. It is for moments like these that you play the game. Great performances by Arshdeep, Shami, Bhuvi & Hardik with the ball. Hardik brilliant in that partnership with Kohli 1/2 pic.twitter.com/aeOHDaPUm7

    — VVS Laxman (@VVSLaxman281) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর 'পাক বধ'-এর দিনে বর্তমান অধিনায়কের কাঁধে চড়ে প্রাক্তনের সেলিব্রেশন অচিরেই সেরা বিজ্ঞাপন হয়ে রইল ভারতীয় ক্রিকেটের ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাটের প্রতি শ্রদ্ধা অটুট 'হিটম্যান'-এর ৷ মুম্বইকর বললেন, "হ্যাটস অফ টু কোহলি ৷ এই ইনিংস ওর ব্যক্তিগত সেরা না-হলেও ভারতের হয়ে খেলা সেরা ইনিংস তো অবশ্যই ৷"

আরও পড়ুন: মেলবোর্নের ইনিংসটাই তোমার জীবনের সেরা, কোহলিকে বললেন সচিন

160 রান তাড়া করতে নেমে এদিন 31 রানে 4 উইকেট হারিয়ে একসময় আইসিইউ-তে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া ৷ এরপরই 'বিরাট ম্যাজিক'-এর সাক্ষী হয় মেলবোর্ন ৷ পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে 113 রানের জুটি বেঁধে 82 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি (Kohli played match winning 82 runs knock) ৷ লাস্ট বল থ্রিলারে পাকিস্তানের বিরুদ্ধে গত বিশ্বকাপে হারের বদলা নিল ভারত ৷

মেলবোর্ন, 23 অক্টোবর: ছুটে এলেন ৷ কিছুটা ঝুঁকলেন ৷ তারপর বিরাট কোহলিকে কাঁধে তুলে নিয়ে ঘুরলেন কয়েক পাক ৷ ন্যাটওয়েস্ট জয়ের পর প্যাভিলিয়ন থেকে নেমে যুবরাজ সিং'য়ের কোলে যেভাবে লাফিয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ খানিকটা সেই ঢং'য়েই এদিন দলের বিশ্বস্ত সেনানীকে কাঁধে তুলে রোহিত যেন বাকি ক্যাপ্টেনদের বার্তা দিয়ে রাখলেন এই বলে যে, "সাবধান ৷ আমার আস্তিনের সেরা তাসটা আবারও ছন্দ ফিরে পেয়েছে ৷" কোহলিকে কাঁধে নিয়ে রোহিতের সেলিব্রেশনের সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটপাড়ায় ৷ ভাঙল আবেগের বাঁধ (Rohit Sharma celebrates win lifting Virat Kohli at MCG went viral) ৷

তার কারণও রয়েছে যথেষ্ট ৷ এই তো গতবছর টি-20 বিশ্বকাপের পর অধিনায়ক পদ থেকে বিরাটের সরে দাঁড়ানো ৷ এরপর একে একে বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব থেকে সরে যাওয়া বা অপসারণের ঘটনায় রোহিতের (Rohit Sharma) সঙ্গে এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছিল বিরাটের (Virat Kohli) ৷ বলা ভালো তৈরি করা হয়েছিল সেই বিভাজন ৷ বিরাট বারংবার বলেও এসেছেন যে, রোহিতের সঙ্গে আমার সম্পর্ক খারাপ কেবল কতিপয় মিডিয়ার কাছে ৷ আদতে তাঁরা দু'জনে একে অপরের বিশ্বস্ত ৷ এতদিন বিশেষ কিছু বলতে শোনা না-গেলেও রোহিত মেলবোর্নে এদিন কোহলির সেই কথাকে কেবল সমর্থনই করলেন না, সপাটে চড় দিলেন নিন্দুকদের ৷

  • Sport is a great teacher and when it comes to champions, the comeback is always greater than the setback. It is for moments like these that you play the game. Great performances by Arshdeep, Shami, Bhuvi & Hardik with the ball. Hardik brilliant in that partnership with Kohli 1/2 pic.twitter.com/aeOHDaPUm7

    — VVS Laxman (@VVSLaxman281) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর 'পাক বধ'-এর দিনে বর্তমান অধিনায়কের কাঁধে চড়ে প্রাক্তনের সেলিব্রেশন অচিরেই সেরা বিজ্ঞাপন হয়ে রইল ভারতীয় ক্রিকেটের ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাটের প্রতি শ্রদ্ধা অটুট 'হিটম্যান'-এর ৷ মুম্বইকর বললেন, "হ্যাটস অফ টু কোহলি ৷ এই ইনিংস ওর ব্যক্তিগত সেরা না-হলেও ভারতের হয়ে খেলা সেরা ইনিংস তো অবশ্যই ৷"

আরও পড়ুন: মেলবোর্নের ইনিংসটাই তোমার জীবনের সেরা, কোহলিকে বললেন সচিন

160 রান তাড়া করতে নেমে এদিন 31 রানে 4 উইকেট হারিয়ে একসময় আইসিইউ-তে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া ৷ এরপরই 'বিরাট ম্যাজিক'-এর সাক্ষী হয় মেলবোর্ন ৷ পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে 113 রানের জুটি বেঁধে 82 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি (Kohli played match winning 82 runs knock) ৷ লাস্ট বল থ্রিলারে পাকিস্তানের বিরুদ্ধে গত বিশ্বকাপে হারের বদলা নিল ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.