ETV Bharat / sports

Ind vs Eng 3rd ODI: রোহিত-কোহলির ব্যর্থতার দিনে উজ্জ্বল পন্থ-পান্ডিয়া, ঋষভের প্রথম সেঞ্চুরিতে সিরিজ ভারতের - India clinches series against England as Pant make his maiden ODI ton

মাত্র 38 রানে তিন মহারথী ফেরায় জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অতি বড় সমর্থকও । ঠিক তখনই ম্যাঞ্চেস্টারের ক্রিজে উত্থান হল পন্থের । ভারতকে সিরিজ জিতিয়ে প্রথম সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন উত্তরাখণ্ডী ব্যাটার । যোগ্য সঙ্গত করলেন 'অল-রাউন্ডার' পান্ডিয়া (India beat England as Pant make his maiden ODI ton) ।

India vs England
India vs England
author img

By

Published : Jul 18, 2022, 7:40 AM IST

ম্যাঞ্চেস্টার, 18 জুলাই: ব্যর্থ ভারতের টপ অর্ডার । পরপর ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি । ফের আরেক ম্যাচে যখন ব্যাটিং বিপর্যয়ের প্রহর গুনছে 'মেন ইন ব্লু', তখনই উদয় পন্থের । ম্যাঞ্চেস্টারে দুর্ধর্ষ শতরানে দলকে শুধু খাদের কিনারা থেকেই তুলে আনলেন না, ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে দলকে চ্যাম্পিয়নও করলেন (India clinches series against England as Pant make his maiden ODI ton) । যোগ্য সঙ্গত করলেন 'অল-রাউন্ডার' পান্ডিয়া ।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত । বাটলার-আলি জুটিতে 259 রানে থামে দলের ইনিংস । রান তাড়া করতে নেমে শুরুতেই মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান । খানিক পরেই ক্রিজ ছাড়েন রোহিত । মুম্বইকরের অবদান 17 রান । এদিনও ফের ব্যর্থ কোহলি । 17 রান করেই ক্রিজ ছাড়েন বিরাট । তিনজনকেই ফেরান রিচি টপলে । ফলে মাত্র 38 রানে তিন মহারথী ফেরায় জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অতি বড় সমর্থকও । মাত্র 16 রান করে আউট হন সূর্যকুমারও । ঠিক তখনই ম্যাঞ্চেস্টারের ক্রিজে উত্থান হল পন্থের ।

টেস্ট ক্রিকেটে পাঁচটি শতরান করলেও ওয়ান ডে-তে এটাই ঋষভের প্রথম শতরান । 113 বলে 125 রান করে অপরাজিত রইলেন পন্থ । ভারতকে সিরিজ জিতিয়ে প্রথম সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন উত্তরাখণ্ডী ব্যাটার । অন্যদিকে বল হাতে 4 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে 71 রান হার্দিকের । পন্থ-পান্ডিয়ার 133 রানের জুটিতেই এদিন ইংরেজ 'বধ' করে ভারত ।

আরও পড়ুন : 'ক্যান্ডি ক্রাস খেলে 70টা শতরান আসেনি', বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি

এদিন শুরুতেই শূন্য রানে জনি বেয়ারস্টো এবং জো রুটকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ভয়ঙ্কর হতে বসা বেন স্টোকস, জেসন রয়কে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক । শেষ পর্যন্ত অধিনায়ক জস বাটলার-মইন আলি জুটিতে ভর করে 259 রান তোলে ইংল্যান্ড ।

ম্যাঞ্চেস্টার, 18 জুলাই: ব্যর্থ ভারতের টপ অর্ডার । পরপর ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি । ফের আরেক ম্যাচে যখন ব্যাটিং বিপর্যয়ের প্রহর গুনছে 'মেন ইন ব্লু', তখনই উদয় পন্থের । ম্যাঞ্চেস্টারে দুর্ধর্ষ শতরানে দলকে শুধু খাদের কিনারা থেকেই তুলে আনলেন না, ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে দলকে চ্যাম্পিয়নও করলেন (India clinches series against England as Pant make his maiden ODI ton) । যোগ্য সঙ্গত করলেন 'অল-রাউন্ডার' পান্ডিয়া ।

রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত । বাটলার-আলি জুটিতে 259 রানে থামে দলের ইনিংস । রান তাড়া করতে নেমে শুরুতেই মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান । খানিক পরেই ক্রিজ ছাড়েন রোহিত । মুম্বইকরের অবদান 17 রান । এদিনও ফের ব্যর্থ কোহলি । 17 রান করেই ক্রিজ ছাড়েন বিরাট । তিনজনকেই ফেরান রিচি টপলে । ফলে মাত্র 38 রানে তিন মহারথী ফেরায় জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অতি বড় সমর্থকও । মাত্র 16 রান করে আউট হন সূর্যকুমারও । ঠিক তখনই ম্যাঞ্চেস্টারের ক্রিজে উত্থান হল পন্থের ।

টেস্ট ক্রিকেটে পাঁচটি শতরান করলেও ওয়ান ডে-তে এটাই ঋষভের প্রথম শতরান । 113 বলে 125 রান করে অপরাজিত রইলেন পন্থ । ভারতকে সিরিজ জিতিয়ে প্রথম সেঞ্চুরি স্মরণীয় করে রাখলেন উত্তরাখণ্ডী ব্যাটার । অন্যদিকে বল হাতে 4 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে 71 রান হার্দিকের । পন্থ-পান্ডিয়ার 133 রানের জুটিতেই এদিন ইংরেজ 'বধ' করে ভারত ।

আরও পড়ুন : 'ক্যান্ডি ক্রাস খেলে 70টা শতরান আসেনি', বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি

এদিন শুরুতেই শূন্য রানে জনি বেয়ারস্টো এবং জো রুটকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। ভয়ঙ্কর হতে বসা বেন স্টোকস, জেসন রয়কে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক । শেষ পর্যন্ত অধিনায়ক জস বাটলার-মইন আলি জুটিতে ভর করে 259 রান তোলে ইংল্যান্ড ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.