ETV Bharat / sports

Rishabh Pant: 'ক্রাচ হাতে হাঁটছেন', দুর্ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার - Rishabh Pant Shares First Images Of Walking

দুর্ঘটনার দেড় মাস পর প্রকাশ্যে এলেন ঋষভ পন্ত । সোশাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, সুস্থ হচ্ছেন । ছবিতে দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি (Rishabh Pant Shares First Images Of Walking Since Car Crash)।

Rishabh Pant
চোট কাটিয়ে সেরে উঠছেন ঋষভ পন্ত
author img

By

Published : Feb 10, 2023, 9:37 PM IST

Updated : Feb 11, 2023, 10:51 AM IST

চোট কাটিয়ে সেরে উঠছেন ঋষভ পন্ত

দেরাদুন, 10 ফেব্রুয়ারি: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত (Rishabh Pant)। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার । চিকিৎসা চলার প্রায় দেড় মাস পর প্রকাশ্যে এলেন পন্ত । এদিন সোশাল মিডিয়ায় নিজের দু'টি ছবি শেয়ার করেছেন তিনি । পরনে সাদা টি-শার্ট এবং কালো শর্টস । তাতে দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি । ডান পায়ে প্লাস্টার, ফুলে রয়েছে পায়ের চেটো । ডান হাতেও ব্যান্ডেজ বাঁধা (Rishabh Pant Shares First Images Of Walking) ।

ক্যাপশনে দলের তারকা খেলোয়াড় লিখেছেন, 'এক ধাপ এগিয়ে যাওয়া । এক ধাপ শক্তিশালী হওয়া । ভালো হয়ে ওঠার পথে এক ধাপ ।' 30 ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি । ড্রাইভিং সিটে থাকা ঋষভের গাড়ি তীব্র গতিতে ধাক্কা মেরেছিল ডিভাইডারে । ঘটনার পরেই আগুন লেগে যায় পন্তের গাড়িতে । কোনওরকমে প্রাণে বাঁচেন জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ।

তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে উত্তরাখণ্ড সরকার, বিবিসিআই । দুর্ঘটনার 17 দিন পর প্রথমবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবল থেকে ঋষভ পন্তকে উদ্ধার করেছিলেন রজত কুমার এবং নিশু কুমার ৷ দুর্ঘটনার পর প্রথম সোশাল মিডিয়া পোস্টে দুই ব্যক্তির ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেটার লিখেছিলেন, "আপনাদের কাছে আমি আজীবন ঋণী ৷" তারপরেই এবার নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, সুস্থ হচ্ছেন ।

আরও পড়ুন: 'আজীবন ঋণী', দুর্ঘটনার পর প্রথম পোস্টে দুই উদ্ধারকারীর সঙ্গে পরিচয় করালেন পন্ত

অন্যদিকে, বেশ কয়েকদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছেন পন্ত । প্রাক্তন ক্রিকেটার, ডাক্তাররা বলছেন, আগের ফর্ম তো দূরের কথা । মাঠে ফিরতেই বছর লেগে যাবে । বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শ্রীকর ভরত । নাগপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও দস্তানা হাতে ভরসা জুগিয়েছেন তিনি ।

চোট কাটিয়ে সেরে উঠছেন ঋষভ পন্ত

দেরাদুন, 10 ফেব্রুয়ারি: ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত (Rishabh Pant)। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার । চিকিৎসা চলার প্রায় দেড় মাস পর প্রকাশ্যে এলেন পন্ত । এদিন সোশাল মিডিয়ায় নিজের দু'টি ছবি শেয়ার করেছেন তিনি । পরনে সাদা টি-শার্ট এবং কালো শর্টস । তাতে দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি । ডান পায়ে প্লাস্টার, ফুলে রয়েছে পায়ের চেটো । ডান হাতেও ব্যান্ডেজ বাঁধা (Rishabh Pant Shares First Images Of Walking) ।

ক্যাপশনে দলের তারকা খেলোয়াড় লিখেছেন, 'এক ধাপ এগিয়ে যাওয়া । এক ধাপ শক্তিশালী হওয়া । ভালো হয়ে ওঠার পথে এক ধাপ ।' 30 ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি । ড্রাইভিং সিটে থাকা ঋষভের গাড়ি তীব্র গতিতে ধাক্কা মেরেছিল ডিভাইডারে । ঘটনার পরেই আগুন লেগে যায় পন্তের গাড়িতে । কোনওরকমে প্রাণে বাঁচেন জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ।

তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে উত্তরাখণ্ড সরকার, বিবিসিআই । দুর্ঘটনার 17 দিন পর প্রথমবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবল থেকে ঋষভ পন্তকে উদ্ধার করেছিলেন রজত কুমার এবং নিশু কুমার ৷ দুর্ঘটনার পর প্রথম সোশাল মিডিয়া পোস্টে দুই ব্যক্তির ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেটার লিখেছিলেন, "আপনাদের কাছে আমি আজীবন ঋণী ৷" তারপরেই এবার নিজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন, সুস্থ হচ্ছেন ।

আরও পড়ুন: 'আজীবন ঋণী', দুর্ঘটনার পর প্রথম পোস্টে দুই উদ্ধারকারীর সঙ্গে পরিচয় করালেন পন্ত

অন্যদিকে, বেশ কয়েকদিনের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছেন পন্ত । প্রাক্তন ক্রিকেটার, ডাক্তাররা বলছেন, আগের ফর্ম তো দূরের কথা । মাঠে ফিরতেই বছর লেগে যাবে । বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শ্রীকর ভরত । নাগপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও দস্তানা হাতে ভরসা জুগিয়েছেন তিনি ।

Last Updated : Feb 11, 2023, 10:51 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.