ETV Bharat / sports

দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত

Rishabh Pant to Lead Delhi Capitals: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবেই দলে ফিরবেন ঋষভ পন্ত ৷ এমনটাই দাবি করা হল সাম্প্রতিক একটি রিপোর্টে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 10:54 PM IST

Updated : Dec 12, 2023, 11:34 AM IST

হায়দরাবাদ, 11 ডিসম্বর: আসন্ন আইপিএলে যে দেখা যেতে পারে ঋষভ পন্তকে, সে খবর অবশ্য় আগেই মিলেছিল ৷ যাদবপুরের ময়দানে দলের অনুশীলন পর্ব দেখতে এসে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটিং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ অনুশীলন না-করলেও দলের অনুশীলন পর্বে হাজির ছিলেন ভারতীয় দলের এই স্টাম্পার-ব্য়াটার ৷ আইপিএল যে তিনি খেলবেন তা তখনই জানিয়ে দিয়েছিলেন সৌরভ ৷ আর এবার জানা গেল, দলের 'লিড অফ দ্য প্যাক'ও হচ্ছেন তিনিই ৷ এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে ৷

দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট অফিসিয়ালরা জানিয়েছেন, পন্ত এখন রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ৷ তিনি সেখানেই রিহ্যাবে রয়েছেন ৷ ফেব্রুয়ারির শেষের দিকে তিনি ফিট হয়ে যাবে বলেই আশা করছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ বাঁ হাতি স্ট্যাম্পার-ব্যাটারকে নিয়ে একটি সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, যদি পন্ত কিপিং না-করেন তা হলেও তিনি মাঠে থাকবেন আর দলের নেতৃত্ব দেবেন ৷

টিম অফিসিয়ালরা আরও জানিয়েছেন বিসিসিআই অনুমতি দিলে তবে আইপিএলে কিপিং করবেন পন্ত ৷ তবে আপাতত তিনি ব্যটিং এবং ফিল্ডিংয়েই মনোযোগ দিচ্ছেন ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই তাঁকে ব্যবহার করতে চাইছে দল ৷ গতবছর এক গাড়ি দুর্ঘটনার পর থেকে ক্রিকেট থেকে পুরোপুরি ছিটকে যান এই স্টাম্পার ব্যাটার ৷ এই কারণে বিশ্বকাপেও দেখা যায়নি তাঁকে ৷ তবে এবার আইপিএল দিয়েই আবার ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন দিল্লির এই তরুণ ৷

এর আগে অনুশীলন পর্ব চলাকালীন সৌরভ বলেছিলেন, "ও এখন অনেকটাই ভালো আছে ৷ আশা করি আগামী আইপিএল সিজনে ও খেলতে পারবে ৷" আগের বছর পন্থের না থাকা দলকে যথেষ্ট ভুগিয়েছিল ৷ 9 নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস ৷ এ বছর ঋষভের কামব্যাক লিগ টেবিলে দিল্লিকেও কামব্য়াক করাতে পারবে কি না সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাসকরের
  2. দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে কোহলিই হবে ভারতের চালিকাশক্তি, দাবি কালিসের
  3. জয় হাতছাড়া হরমনপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের

হায়দরাবাদ, 11 ডিসম্বর: আসন্ন আইপিএলে যে দেখা যেতে পারে ঋষভ পন্তকে, সে খবর অবশ্য় আগেই মিলেছিল ৷ যাদবপুরের ময়দানে দলের অনুশীলন পর্ব দেখতে এসে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটিং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ অনুশীলন না-করলেও দলের অনুশীলন পর্বে হাজির ছিলেন ভারতীয় দলের এই স্টাম্পার-ব্য়াটার ৷ আইপিএল যে তিনি খেলবেন তা তখনই জানিয়ে দিয়েছিলেন সৌরভ ৷ আর এবার জানা গেল, দলের 'লিড অফ দ্য প্যাক'ও হচ্ছেন তিনিই ৷ এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে ৷

দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট অফিসিয়ালরা জানিয়েছেন, পন্ত এখন রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ৷ তিনি সেখানেই রিহ্যাবে রয়েছেন ৷ ফেব্রুয়ারির শেষের দিকে তিনি ফিট হয়ে যাবে বলেই আশা করছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ বাঁ হাতি স্ট্যাম্পার-ব্যাটারকে নিয়ে একটি সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, যদি পন্ত কিপিং না-করেন তা হলেও তিনি মাঠে থাকবেন আর দলের নেতৃত্ব দেবেন ৷

টিম অফিসিয়ালরা আরও জানিয়েছেন বিসিসিআই অনুমতি দিলে তবে আইপিএলে কিপিং করবেন পন্ত ৷ তবে আপাতত তিনি ব্যটিং এবং ফিল্ডিংয়েই মনোযোগ দিচ্ছেন ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই তাঁকে ব্যবহার করতে চাইছে দল ৷ গতবছর এক গাড়ি দুর্ঘটনার পর থেকে ক্রিকেট থেকে পুরোপুরি ছিটকে যান এই স্টাম্পার ব্যাটার ৷ এই কারণে বিশ্বকাপেও দেখা যায়নি তাঁকে ৷ তবে এবার আইপিএল দিয়েই আবার ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন দিল্লির এই তরুণ ৷

এর আগে অনুশীলন পর্ব চলাকালীন সৌরভ বলেছিলেন, "ও এখন অনেকটাই ভালো আছে ৷ আশা করি আগামী আইপিএল সিজনে ও খেলতে পারবে ৷" আগের বছর পন্থের না থাকা দলকে যথেষ্ট ভুগিয়েছিল ৷ 9 নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস ৷ এ বছর ঋষভের কামব্যাক লিগ টেবিলে দিল্লিকেও কামব্য়াক করাতে পারবে কি না সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

  1. বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাসকরের
  2. দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে কোহলিই হবে ভারতের চালিকাশক্তি, দাবি কালিসের
  3. জয় হাতছাড়া হরমনপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
Last Updated : Dec 12, 2023, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.