মুম্বই, 22 এপ্রিল : কোভিড সংক্রমণ পিছু ছাড়ছে না ঋষভ পন্থের দলকে ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে আবারও ভাইরাস সংক্রমণ দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে শুক্রবার সন্ধেয় কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে ৷ তবে রিকি পন্টিং কোভিড আক্রান্ত নন ৷ তাঁর পরিবারের এক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে 'পান্টার'-কে (Ricky Ponting isolated after one of his family member tests positive for COVID-19) ৷
রয়্যালস ম্যাচের দিন বিকেলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, "যদিও রিকি পন্টিংয়ের জোড়া করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবু দলের স্বার্থে ম্যানেজমেন্ট এবং মেডিক্যাল টিম কোচকে আগামী পাঁচদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ যেহেতু তিনি পরিবারের আক্রান্ত সদস্যের সংস্পর্শে ছিলেন ৷"
আরও পড়ুন : পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি শিবিরে ফের কোভিডের হানা
-
OFFICIAL STATEMENT:
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A family member of Delhi Capitals Head Coach Ricky Ponting has tested positive for COVID-19. The family has now been moved into an isolation facility and is being well taken care of. pic.twitter.com/FrQXjlSYRI
">OFFICIAL STATEMENT:
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2022
A family member of Delhi Capitals Head Coach Ricky Ponting has tested positive for COVID-19. The family has now been moved into an isolation facility and is being well taken care of. pic.twitter.com/FrQXjlSYRIOFFICIAL STATEMENT:
— Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2022
A family member of Delhi Capitals Head Coach Ricky Ponting has tested positive for COVID-19. The family has now been moved into an isolation facility and is being well taken care of. pic.twitter.com/FrQXjlSYRI
পন্টিংয়ের পরিবারকেও আইসোলেশনে বাড়তি যত্নে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানায় দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ স্বভাবতই শুক্রবার রাতে ডাগ-আউটে কোচকে ছাড়াই মাঠে নামছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি ৷ গত 15 এপ্রিল প্রথম ভাইরাসের কবলে পড়েছিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট ৷ এরপর দিল্লি শিবিরে লাগাতার করোনা সংক্রমণ বাকি দলগুলোর কাছে রীতিমত দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ৷
গত বুধবার পঞ্জাব কিংসের ম্যাচের দিনও করোনা সংক্রামিত হয়েছিলেন কিউয়ি স্টাম্পার ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও ম্যাচে তার প্রভাব পড়েনি ৷ পঞ্জাবকে 9 উইকেট হারিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নেয় পন্থের দল ৷