মুম্বই, 20 এপ্রিল : নেতৃত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বিরাট কোহলিকে বুঝি এবার সংহার মূর্তিতে দেখা যাবে ৷ পঞ্চদশ আইপিএল শুরুর আগে অনুরাগীদের প্রত্যাশা ছিল অনেকটা এমনই ৷ কিন্তু অনুরাগীদের প্রত্যাশার একেবারে বিপরীত মেরুতে হাঁটতে শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন দলনায়ক ৷ ব্যাট হাতে বিরাটের ফর্মের এতটাই পতন যে পাঁচ মরশুম পর মঙ্গলবার আইপিএলে 'গোল্ডেন ডাক' হলেন টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক ৷ এই নিয়ে চতুর্থবার ৷ তবে বিরাট ব্যর্থতা সত্ত্বেও তাঁর দলের জয় আটকে নেই ৷ ফ্যাফ ডু প্লেসির অধিনায়কোচিত ইনিংস এবং বল হাতে দুরন্ত জোশ হ্যাজেলউডে ভর করে এদিন নবাগত লখনউ সুপার জায়ান্টসকে 18 রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কেএল রাহুলের দলকে হারিয়ে লিগ টেবিলে দু'য়ে উঠে এল আরসিবি (RCB beat LSG by 18 runs to climb at second place) ৷
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন ওপেনে নেমে বিরাট-সহ দলের টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দেন ডু'প্লেসি ৷ 64 বলে 96 রানের মারকাটারি ইনিংস খেলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সাহায্য করেন প্রোটিয়া ব্যাটার (RCB Captain Faf Du Plessis hits 96 runs from just 64) ৷ 62 রানে 4 উইকেট হারানো আরসিবি অধিনায়কের ব্যাটে স্কোরবোর্ডে 181 রান তোলে ৷ পঞ্চম উইকেটে বাংলার শাহবাজকে সঙ্গে নিয়ে মূল্যবান 70 রানের জুটি গড়েন ফ্যাফ ৷ মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া হলেও আরসিবি অধিনায়কের ইনিংস এদিন শতরানের চেয়ে কোনও অংশে কম ছিল না ৷ 8 বলে 13 রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক ৷
আরও পড়ুন : লড়ে হার শ্রেয়সদের, সেনানীদের মাথা তুলে সামনে তাকানোর বার্তা শাহরুখের
জবাবে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 163 রানের বেশি তুলতে পারেনি এলএসজি ৷ লখনউয়ের হয়ে সর্বোচ্চ 42 রান করেন ক্রুণাল পান্ডিয়া ৷ গত ম্যাচে শতরানকারী অধিনায়ক রাহুল এদিন ফেরেন 30 রানে ৷ কোনও লখনউ ব্যাটারের ইনিংসই এদিন লম্বা হয়নি সেই অর্থে ৷ অন্যদিকে জোশ হ্যাজেলউড নেতৃত্বাধীন বোলারদের নিয়ন্ত্রিত বোলিং টুর্নামেন্টে পঞ্চম জয় এনে দেয় আরসিবিকে ৷ 25 রানে 4 উইকেট নেন অজি পেসার ৷