ETV Bharat / sports

ICC fined Jadeja: স্বপ্নের প্রত্যাবর্তনেও বল বিকৃতির অভিযোগ ! আইসিসি'র কড়া শাস্তির মুখে জাদেজা - ভারতীয় স্পিনারকে শাস্তি দিল আইসিসি

নাগপুরে ম্যাচের সেরা হয়েও বিতর্কে রবীন্দ্র জাদেজা । বল করার সময় আঙুলে মলম মাখতে দেখা গিয়েছিল তাঁকে । অজিদের পক্ষ থেকে উঠেছিল বল বিকৃতির অভিযোগ । তাতেই এবার আইসিসি'র কড়া শাস্তির মুখে পড়লেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার (Ravindra Jadeja fined for applying cream) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 6:03 PM IST

Updated : Feb 11, 2023, 7:31 PM IST

নাগপুর, 11 ফেব্রুয়ারি: পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন । অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে সংহার মূর্তি ধারণ করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷ যদিও সৌরাষ্ট্র স্পিনারের স্বপ্নের প্রত্যাবর্তনে কাঁটা হয়ে রইল 'বল বিকৃতি' বিতর্ক । বল করার সময়ই হাতে মলম লাগাতে দেখা গিয়েছিল জাদেজাকে । সেই ঘটনাতেই এবার ভারতীয় স্পিনারকে শাস্তি দিল আইসিসি । ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে (Ravindra Jadeja fined for applying cream on finger) ।

প্রথম ইনিংসে বল করার সময় আঙুলে মলম মাখতে দেখা গিয়েছিল তাঁকে । কখনও মহম্মদ শামি, আবার কখনও মহম্মদ সিরাজ মাঠের প্যাভিলিয়ন থেকে সেই মলম এনে দিয়েছিলেন । সেই ছবি ভাইরাল হওয়ার পরেই অজিদের পক্ষ থেকে উঠেছিল বল বিকৃতির অভিযোগ । সরব হয়েছিল অজি মিডিয়াও । বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, বল বিকৃতি করেই 5 উইকেট তুলে নিয়েছেন তিনি । ঘূর্ণি পিচ ও তাঁর বল বিকৃতিতেই ব্যকফুটে গিয়েছে অজি ব্যাটাররা ।

  • 🚨 JUST IN: India star handed penalty for ICC Code of Conduct charge during first Test against Australia!#WTC23 | #INDvAUS | Details 👇

    — ICC (@ICC) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আম্পায়ার জানিয়েছিলেন, বল বিকৃতির অভিযোগের কোনও জায়গাই নেই । আঙুলে চোট লাগায় ব্যথা কমানোর মলমই মেখেছিলেন ভারতীয় অল-রাউন্ডার । অন্যদিকে ভারতীয় দলের টপ-অর্ডার, এমনকি অক্ষর-শামির ব্যাটিং দেখেও বোঝা যায়নি, উইকেটে জুজু রয়েছে । 84 রান করে ফেরেন অক্ষর, শামির অবদান বিধ্বংসী 37 ।

আম্পায়ার সবুজ সংকেত দিলেও জাদেজাকে কড়া শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । আইসিসি'র পক্ষ থেকে জাদেজার ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নেওয়া হয়েছে । সৌরাষ্ট্র স্পিনারকে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও । কারণ হিসেবে জানানো হয়েছে, আম্পায়ারকে না-জানিয়েই মলম মেখেছিলেন তিনি । ফলত এই শাস্তি । জাদেজা আইসিসি'র সিদ্ধান্ত মেনে নেওয়ায় আপাতত বিতর্কে ইতি ।

আরও পড়ুন: ব্যাট হাতে নয়া নজির 'বোলার' শামির, টপকে গেলেন কোহলি-যুবরাজকে

বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেয়েছে অস্ট্রেলিয়া ৷ প্রথম ইনিংসে 177 রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে গুটিয়ে গিয়েছে ক্যাঙারুরা ৷ ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ ম্যাচের সেরা হয়েছেন জাদেজা । দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন 7টি উইকেট, ব্যাট হাতে খেলেছেন 70 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ।

নাগপুর, 11 ফেব্রুয়ারি: পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন । অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে সংহার মূর্তি ধারণ করেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷ যদিও সৌরাষ্ট্র স্পিনারের স্বপ্নের প্রত্যাবর্তনে কাঁটা হয়ে রইল 'বল বিকৃতি' বিতর্ক । বল করার সময়ই হাতে মলম লাগাতে দেখা গিয়েছিল জাদেজাকে । সেই ঘটনাতেই এবার ভারতীয় স্পিনারকে শাস্তি দিল আইসিসি । ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে (Ravindra Jadeja fined for applying cream on finger) ।

প্রথম ইনিংসে বল করার সময় আঙুলে মলম মাখতে দেখা গিয়েছিল তাঁকে । কখনও মহম্মদ শামি, আবার কখনও মহম্মদ সিরাজ মাঠের প্যাভিলিয়ন থেকে সেই মলম এনে দিয়েছিলেন । সেই ছবি ভাইরাল হওয়ার পরেই অজিদের পক্ষ থেকে উঠেছিল বল বিকৃতির অভিযোগ । সরব হয়েছিল অজি মিডিয়াও । বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, বল বিকৃতি করেই 5 উইকেট তুলে নিয়েছেন তিনি । ঘূর্ণি পিচ ও তাঁর বল বিকৃতিতেই ব্যকফুটে গিয়েছে অজি ব্যাটাররা ।

  • 🚨 JUST IN: India star handed penalty for ICC Code of Conduct charge during first Test against Australia!#WTC23 | #INDvAUS | Details 👇

    — ICC (@ICC) February 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আম্পায়ার জানিয়েছিলেন, বল বিকৃতির অভিযোগের কোনও জায়গাই নেই । আঙুলে চোট লাগায় ব্যথা কমানোর মলমই মেখেছিলেন ভারতীয় অল-রাউন্ডার । অন্যদিকে ভারতীয় দলের টপ-অর্ডার, এমনকি অক্ষর-শামির ব্যাটিং দেখেও বোঝা যায়নি, উইকেটে জুজু রয়েছে । 84 রান করে ফেরেন অক্ষর, শামির অবদান বিধ্বংসী 37 ।

আম্পায়ার সবুজ সংকেত দিলেও জাদেজাকে কড়া শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । আইসিসি'র পক্ষ থেকে জাদেজার ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নেওয়া হয়েছে । সৌরাষ্ট্র স্পিনারকে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও । কারণ হিসেবে জানানো হয়েছে, আম্পায়ারকে না-জানিয়েই মলম মেখেছিলেন তিনি । ফলত এই শাস্তি । জাদেজা আইসিসি'র সিদ্ধান্ত মেনে নেওয়ায় আপাতত বিতর্কে ইতি ।

আরও পড়ুন: ব্যাট হাতে নয়া নজির 'বোলার' শামির, টপকে গেলেন কোহলি-যুবরাজকে

বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেয়েছে অস্ট্রেলিয়া ৷ প্রথম ইনিংসে 177 রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে গুটিয়ে গিয়েছে ক্যাঙারুরা ৷ ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ ম্যাচের সেরা হয়েছেন জাদেজা । দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন 7টি উইকেট, ব্যাট হাতে খেলেছেন 70 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ।

Last Updated : Feb 11, 2023, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.