নাগপুর,10 ফেব্রুয়ারি: নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে 450টি উইকেট পেলেন তিনি। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনেই এই নজির গড়লেন অশ্বিন । এই নজির গড়তে 80টি ম্যাচ খেলতে হয়েছিলেন মুথাইয়া মুরলিথরনকে (Muttiah Muralitharan tops the list ) । তার থেকে 9টি ম্যাচ বেশি খেলতে হল অশ্বিনকে।
অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারেকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই নজির গড়েন অশ্বিন । তখন অ্যালেক্সের রান 36 । এই মাইলফলকে পৌঁছনোর আগে ম্যাচে 11 ওভার হাত ঘুরিয়েছিলেন ভারতের তারকা স্পিনার । তবে 36 রানে ক্যারেকে আউট করেই থামেননি অশ্বিন । অজি অধিনায়ক প্যাট ক্যামিন্সকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। অশ্বিনের যাদুতে মাত্র 6 রানেই আউট হতে হয় ক্যামিন্সকে ।
এমনিতে দ্বিতীয় হলেও ভারতীয় হিসেবে এই মাইল ফলক স্পর্শ করার ক্ষেত্রে প্রথম স্থানেই থাকলেন তিনি । এতদিন এই রেকর্ড ছিল আরেক দক্ষিণ ভারতীয়র। 450টি উইকেট পেতে 93টি ম্যাচ খেলতে হয়েছিল অনিল কুম্বলেকে । শুধু ম্যাচ সংখ্যায় নয় বল সংখ্যায়ও দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে 450টি উইকেট নিতে গ্লেন ম্যাকগ্রার লেগেছিল 23474টি বল । আর অশ্বিনের লেগেছে 23635টি বল । মানে অজি-তারকার থেকে মাত্র 161টি বেশি বল করে সাফল্যকে স্পর্শ করেছেন তিনি । এদিকে, প্রথম টেস্টের প্রথম দিনে অশ্বিন নজির গড়লেও অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দেন রবীন্দ্র জাদেজা ।
ভারতীয় স্পিন বোলিংয়ের ঐতিহ্য সুদীর্ঘ । দশকের পর দশক ধরে গোটা দুনিয়ার তামাম ব্যাটারদের রাতের ঘুম কেড়েছেন ভারতের একাধিক স্পিনার। দীর্ঘদিন ধরেই সেই ঐতিহ্যকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন অশ্বিন । মাঝের কিছুটা সময় দলের বাইরে থাকতে হয়েছে। তবে স্বমহিমায় ফিরে এসেছেন বারবার । এবার তাঁর রেকর্ডের বইয়ে আরও একটা পাতা যোগ করলেন রবিচন্দ্রন অশ্বিন ।
আরও পড়ুন: পনিটেল বেঁধে পাঁচ উইকেটে প্রত্যাবর্তন, সাফল্যের নেপথ্য কারণ দর্শালেন জাড্ডু