ETV Bharat / sports

রশিদকে টপকে 'রবি'উদয়, আইসিসি'র সেরার তালিকায় শীর্ষে বিষ্ণোই - Ravi Bishnoi becomes No 1 T20I bowler

Ravi Bishnoi becomes No 1 T20I bowler: অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পুরস্কার ৷ আইসিসি'র টি-20 ফরম্যাটে সেরা বোলারদের তালিকায় প্রথম স্থান দখল করলেন রবি বিষ্ণোই ৷ তিনি পিছনে ফেললেন রশিদ খানকে ৷

Ravi Bishnoi becomes world's No.1 T20I bowler
আইসিসি-র সেরার তালিকায় শীর্ষে রবি বিষ্ণোই
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 4:40 PM IST

দুবাই, 6 ডিসেম্বর: তরুণ তুর্কি হিসাবে আইপিএলে নজর কেড়েছিলেন রবি বিষ্ণোই ৷ সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে তিনি দেখিয়ে দিয়েছেন নীল জার্সি গায়েও তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন ৷ 23 বছর বয়সি এই বোলার ছিনিয়ে নিয়েছিলেন 'ম্যান অফ দ্য সিরিজ'-এর মুকুট ৷ এবার আইসিসি ব়্যাঙ্কিংয়েও প্রভাব ফেলল তাঁর সিরিজ জেতানো পারফরম্যান্স ৷ টি-20 ফরম্যাটে সেরা বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে তিনি শিকার করেন 9টি উইকেট ৷ আর এই পারফরম্যান্সের জেরেই তিন পাঁচ ধাপ ওপরে উঠে তিনি দখল করলেন প্রথম স্থান ৷ তাঁর সংগ্রহে এখন রয়েছে 699 পয়েন্ট ৷ এর আগে পর্যন্ত আইসিসি-র এই তালিকায় শীর্ষে ছিলেন আফগান তারকা রশিদ খান ৷ আফগানি এই স্পিনারের জাদুতে রীতিমতো মাত ক্রিকেটবিশ্ব ৷ তবে আপাতত রবির থেকে তিনি পিছিয়ে সাত পয়েন্টে ৷

তৃতীয় স্থানেও যুগ্মভাবে জায়গা দখল করে নিয়েছেন দুই স্পিনার ৷ শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ইংরেজ স্পিনার আদিল রশিদ 679 পয়েন্ট নিয়ে এই স্থান দখল করেছেন ৷ আরেক লঙ্কান স্পিনার মহেশ থিকসানাও রয়েছেন সেরা পাঁচ বোলারের তালিকায় ৷ সেরা দশে অবশ্য় আর কোনও ভারতীয় বোলার জায়গা করে নিতে পারেননি ৷

ব্যাটারদের তালিকাতেও প্রথম স্থানে রয়েছেন একজন ভারতীয় ব্যাটার ৷ মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব জায়গা করে নিয়েছেন প্রথম স্থানে ৷ প্রসঙ্গত, তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ফলাফলে টি-20 সিরিজ জয় করেছিল ভারতীয় দল ৷ সেরা ব্যাটারদের তালিকায় এক ধাপ নীচে নেমে গিয়েছেন রুতুরাজ গাইকওয়াড় ৷ তিনি এই মুহূর্তে রয়েছেন সপ্তম স্থানে ৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোটের কারণে দলে না থাকলেও অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  2. '30 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন...!' নিজের এলাকায় মিগজাউম বিপর্যয়ের অভিজ্ঞতা শোনালেন অশ্বিন
  3. নিয়মরক্ষার ম্যাচে 6 রানে জয়, টি-20 সিরিজে অজিদের দুরমুশ করল টিম ইন্ডিয়া

দুবাই, 6 ডিসেম্বর: তরুণ তুর্কি হিসাবে আইপিএলে নজর কেড়েছিলেন রবি বিষ্ণোই ৷ সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে তিনি দেখিয়ে দিয়েছেন নীল জার্সি গায়েও তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন ৷ 23 বছর বয়সি এই বোলার ছিনিয়ে নিয়েছিলেন 'ম্যান অফ দ্য সিরিজ'-এর মুকুট ৷ এবার আইসিসি ব়্যাঙ্কিংয়েও প্রভাব ফেলল তাঁর সিরিজ জেতানো পারফরম্যান্স ৷ টি-20 ফরম্যাটে সেরা বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন তিনি ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে তিনি শিকার করেন 9টি উইকেট ৷ আর এই পারফরম্যান্সের জেরেই তিন পাঁচ ধাপ ওপরে উঠে তিনি দখল করলেন প্রথম স্থান ৷ তাঁর সংগ্রহে এখন রয়েছে 699 পয়েন্ট ৷ এর আগে পর্যন্ত আইসিসি-র এই তালিকায় শীর্ষে ছিলেন আফগান তারকা রশিদ খান ৷ আফগানি এই স্পিনারের জাদুতে রীতিমতো মাত ক্রিকেটবিশ্ব ৷ তবে আপাতত রবির থেকে তিনি পিছিয়ে সাত পয়েন্টে ৷

তৃতীয় স্থানেও যুগ্মভাবে জায়গা দখল করে নিয়েছেন দুই স্পিনার ৷ শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ইংরেজ স্পিনার আদিল রশিদ 679 পয়েন্ট নিয়ে এই স্থান দখল করেছেন ৷ আরেক লঙ্কান স্পিনার মহেশ থিকসানাও রয়েছেন সেরা পাঁচ বোলারের তালিকায় ৷ সেরা দশে অবশ্য় আর কোনও ভারতীয় বোলার জায়গা করে নিতে পারেননি ৷

ব্যাটারদের তালিকাতেও প্রথম স্থানে রয়েছেন একজন ভারতীয় ব্যাটার ৷ মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব জায়গা করে নিয়েছেন প্রথম স্থানে ৷ প্রসঙ্গত, তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ফলাফলে টি-20 সিরিজ জয় করেছিল ভারতীয় দল ৷ সেরা ব্যাটারদের তালিকায় এক ধাপ নীচে নেমে গিয়েছেন রুতুরাজ গাইকওয়াড় ৷ তিনি এই মুহূর্তে রয়েছেন সপ্তম স্থানে ৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোটের কারণে দলে না থাকলেও অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া ৷

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  2. '30 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন...!' নিজের এলাকায় মিগজাউম বিপর্যয়ের অভিজ্ঞতা শোনালেন অশ্বিন
  3. নিয়মরক্ষার ম্যাচে 6 রানে জয়, টি-20 সিরিজে অজিদের দুরমুশ করল টিম ইন্ডিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.