ETV Bharat / sports

Ramiz Raja: পিসিবি চেয়ারম্যান হলেন ইমরানের পছন্দের রামিজ রাজা

চতুর্থ পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যান হলেন রামিজ রাজা ৷ এর আগে এই দায়িত্ব সামলেছেন আবদুল কারদার (1972-77), জাভেদ বুরকি (1994-95) এবং ইজাজ বাট (2008-11)৷

Ramiz Raja
পিসিবি চেয়ারম্যান হলেন ইমরানের পছন্দের রামিজ রাজা
author img

By

Published : Sep 13, 2021, 3:27 PM IST

লাহোর, 13 সেপ্টেম্বর: ইজাজ বাটের পর ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন আরও প্রাক্তন পাক ক্রিকেটার ৷ পিসিবির চেয়ারম্যান হলেন 1992 বিশ্বকাপজয়ী দলের সদস্য রামিজ রাজা ৷ তিন বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন প্রাক্তন পাক অধিনায়ক ৷

সোমবার সর্বসম্মতিভাবে রামিজকে চেয়ারম্যান নিযুক্ত করেন পিসিবির গভর্নিং বডির সদস্যরা ৷ 27 অগস্ট পাক প্রধানমন্ত্রী তথা পিসিবি প্যাট্রন-ইন-চিফ ইমরান খান রামিজ রাজা ও আসাদ আলি খানের নাম পরবর্তী পিসিবি চেয়ারম্যান পদে মনোনীত করেছিলেন ৷ কিন্তু এহসান মানির উত্তরসূরি হিসেবে রামিজ ছিলেন 1992 বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রথম পছন্দের ৷

পিসিবি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর রামিজ বলেন, "আমাকে পিসিবি চেয়ারম্যান পদে নিযুক্ত করায় সকলকে ধন্যবাদ ৷ আমি আপনাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ৷ মাঠে ও মাঠের বাইরে পাকিস্তানকে শক্তিশালী করাই হবে আমার উদ্দেশ্য ৷" এর আগে রামিজ 2003-04 সালে পিসিবির চিফ একজিকিউটিভের দায়িত্ব সামলেছিলেন ৷

আরও পড়ুন: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি চান কোহলি

তিনি আরও বলেন, "আমার প্রথম লক্ষ্য হবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের সংস্কৃতি, মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করা ৷ যাতে পাকিস্তান দলে বিশ্বের অনান্য সেরা দলে পরিণত হয় ৷ পিসিবি সংগঠক হিসেবে আমাদের প্রত্যেককে জাতীয় দলের হয়ে কাজ করতে হবে ৷ যাতে আমরা পাকিস্তানকে সারা বিশ্বে ক্রিকেটের ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারি ৷"

প্রাক্তন পাক অধিনায়ক রামিজ দেশকে 18টি টেস্ট এবং 12টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তবে 1984 থেকে 1997 পর্যন্ত দেশের হয়ে 255টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ৷ করেছেন 8,674 রান ৷ রাজা হলেন চতুর্থ পাক আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি পিসিবি প্রধানের দায়িত্ব নিলেন ৷ এর আগে এই দায়িত্ব সামলেছেন আবদুল কারদার (1972-77), জাভেদ বুরকি (1994-95) এবং ইজাজ বাট (2008-11)৷

লাহোর, 13 সেপ্টেম্বর: ইজাজ বাটের পর ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন আরও প্রাক্তন পাক ক্রিকেটার ৷ পিসিবির চেয়ারম্যান হলেন 1992 বিশ্বকাপজয়ী দলের সদস্য রামিজ রাজা ৷ তিন বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন প্রাক্তন পাক অধিনায়ক ৷

সোমবার সর্বসম্মতিভাবে রামিজকে চেয়ারম্যান নিযুক্ত করেন পিসিবির গভর্নিং বডির সদস্যরা ৷ 27 অগস্ট পাক প্রধানমন্ত্রী তথা পিসিবি প্যাট্রন-ইন-চিফ ইমরান খান রামিজ রাজা ও আসাদ আলি খানের নাম পরবর্তী পিসিবি চেয়ারম্যান পদে মনোনীত করেছিলেন ৷ কিন্তু এহসান মানির উত্তরসূরি হিসেবে রামিজ ছিলেন 1992 বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরানের প্রথম পছন্দের ৷

পিসিবি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর রামিজ বলেন, "আমাকে পিসিবি চেয়ারম্যান পদে নিযুক্ত করায় সকলকে ধন্যবাদ ৷ আমি আপনাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ৷ মাঠে ও মাঠের বাইরে পাকিস্তানকে শক্তিশালী করাই হবে আমার উদ্দেশ্য ৷" এর আগে রামিজ 2003-04 সালে পিসিবির চিফ একজিকিউটিভের দায়িত্ব সামলেছিলেন ৷

আরও পড়ুন: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অব্যাহতি চান কোহলি

তিনি আরও বলেন, "আমার প্রথম লক্ষ্য হবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের সংস্কৃতি, মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করা ৷ যাতে পাকিস্তান দলে বিশ্বের অনান্য সেরা দলে পরিণত হয় ৷ পিসিবি সংগঠক হিসেবে আমাদের প্রত্যেককে জাতীয় দলের হয়ে কাজ করতে হবে ৷ যাতে আমরা পাকিস্তানকে সারা বিশ্বে ক্রিকেটের ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারি ৷"

প্রাক্তন পাক অধিনায়ক রামিজ দেশকে 18টি টেস্ট এবং 12টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ৷ তবে 1984 থেকে 1997 পর্যন্ত দেশের হয়ে 255টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ৷ করেছেন 8,674 রান ৷ রাজা হলেন চতুর্থ পাক আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি পিসিবি প্রধানের দায়িত্ব নিলেন ৷ এর আগে এই দায়িত্ব সামলেছেন আবদুল কারদার (1972-77), জাভেদ বুরকি (1994-95) এবং ইজাজ বাট (2008-11)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.