ETV Bharat / sports

ICC World Cup 2023: শহরে পা দিয়েই ইডেনে রাহুল, বাইশ গজ জরিপ করলেন রোহিতদের হেডস্যর

Rahul Dravid takes look at Eden 22 yards: রবিবার ইডেন মুখোমুখি চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের প্রথম দু’দল । স্বাভাবিকভাবেই কোন পিচে খেলা হবে তা নিয়ে জল্পনা রয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:50 PM IST

Updated : Nov 4, 2023, 6:22 AM IST

কলকাতা, 3 নভেম্বর: কলকাতায় পা দিয়ে ইডেনে রাহুল দ্রাবিড় । সঙ্গী বিক্রম রাঠোর, পরশ মামরে । শুক্রবার বিকেলে ভারতীয় দল কলকাতায় পা দিয়েছে । রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ । তবে ভারতীয় দলের ক্রিকেটাররা হোটেলে চলে এলেও কোচ তাঁর ব্রিগেড নিয়ে ইডেনে চলে আসেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন । পিচ কেমন হয়েছে তা জানতে চান । এরপর নিজেও বাইশ গজ পরীক্ষা করে দেখেন ।

ইডেনের পিচকে অর্ধ-চন্দ্রাকৃতিভাবে ঘুরে দেখেন টিম ইন্ডিয়ার তিন কোচ । ইডেন ছেড়ে বেরোনোর সময় অশোক দিন্দার সঙ্গে দেখা হয় । দু’জনেই খেলেছেন আইপিএলে । ফলে দু’জনে কুশল বিনিময় করলেন । রবিবার ইডেন মুখোমুখি চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের প্রথম দু’দল । স্বাভাবিকভাবেই কোন পিচে খেলা হবে তা নিয়ে জল্পনা রয়েছে । শোনা যাচ্ছে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই বাইশ গজেই হবে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ । কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, রানে ভরা পিচ অপেক্ষা করছে । ক্রিকেটারদের প্রয়োগের ওপর নির্ভর করবে সবকিছু ।

ICC World Cup
ইডেন ছেড়ে বেরোনোর সময় অশোক দিন্দার সঙ্গে দেখা হয়

এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত ভারতীয় ক্রিকেট দল । ইতিমধ্যেই রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ফলে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷ প্রিয় ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমা উৎসুক জনতা । দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷

আরও পড়ুন: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় ‘মেন ইন ব্লু’, রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার

এদিকে রবিবারের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে । সিএবি সদস্যরা টিকিট না-পাওয়া নিয়ে সরব হলেও পরিস্থিতি এবং নিয়মটা বুঝেছেন । ফলে তাঁদের বিক্ষোভের সুর নিচু তারে শোনা গেল । তা বলে টিকিট কালোবাজারি বন্ধ হয়নি । চড়া দামে বিকোচ্ছে টিকিট । ময়দান থানা সিএবির কাছে টিকিট বণ্টনের হিসেব জানতে চেয়ে তলব করেছিল । কিন্তু সিএবি তাদের আইনজীবি মারফৎ জানিয়েছে, সিএবি স্বশাসিত সংস্থা । তাই হিসেব দিতে বাধ্য নয় । আইসিসি যে অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বণ্টনের ব্যবস্থা করেছে তাদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয় । সেখানে লালবাজারের প্রতিনিধিরা গিয়ে জিজ্ঞাসাবাদ করেন । সব মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে পারদ তুঙ্গে । শনিবার দু’দল অনুশীলনে নামলে এই উন্মাদনা ভিন্নমাত্রা নেবে ।

কলকাতা, 3 নভেম্বর: কলকাতায় পা দিয়ে ইডেনে রাহুল দ্রাবিড় । সঙ্গী বিক্রম রাঠোর, পরশ মামরে । শুক্রবার বিকেলে ভারতীয় দল কলকাতায় পা দিয়েছে । রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ । তবে ভারতীয় দলের ক্রিকেটাররা হোটেলে চলে এলেও কোচ তাঁর ব্রিগেড নিয়ে ইডেনে চলে আসেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন । পিচ কেমন হয়েছে তা জানতে চান । এরপর নিজেও বাইশ গজ পরীক্ষা করে দেখেন ।

ইডেনের পিচকে অর্ধ-চন্দ্রাকৃতিভাবে ঘুরে দেখেন টিম ইন্ডিয়ার তিন কোচ । ইডেন ছেড়ে বেরোনোর সময় অশোক দিন্দার সঙ্গে দেখা হয় । দু’জনেই খেলেছেন আইপিএলে । ফলে দু’জনে কুশল বিনিময় করলেন । রবিবার ইডেন মুখোমুখি চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের প্রথম দু’দল । স্বাভাবিকভাবেই কোন পিচে খেলা হবে তা নিয়ে জল্পনা রয়েছে । শোনা যাচ্ছে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই বাইশ গজেই হবে ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ । কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, রানে ভরা পিচ অপেক্ষা করছে । ক্রিকেটারদের প্রয়োগের ওপর নির্ভর করবে সবকিছু ।

ICC World Cup
ইডেন ছেড়ে বেরোনোর সময় অশোক দিন্দার সঙ্গে দেখা হয়

এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত ভারতীয় ক্রিকেট দল । ইতিমধ্যেই রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ফলে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷ প্রিয় ক্রিকেটারদেরকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমা উৎসুক জনতা । দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে ‘বধ’ করে মানসিকভাবে এগিয়ে নক-আউটে যাওয়াই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র ৷

আরও পড়ুন: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় ‘মেন ইন ব্লু’, রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার

এদিকে রবিবারের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে । সিএবি সদস্যরা টিকিট না-পাওয়া নিয়ে সরব হলেও পরিস্থিতি এবং নিয়মটা বুঝেছেন । ফলে তাঁদের বিক্ষোভের সুর নিচু তারে শোনা গেল । তা বলে টিকিট কালোবাজারি বন্ধ হয়নি । চড়া দামে বিকোচ্ছে টিকিট । ময়দান থানা সিএবির কাছে টিকিট বণ্টনের হিসেব জানতে চেয়ে তলব করেছিল । কিন্তু সিএবি তাদের আইনজীবি মারফৎ জানিয়েছে, সিএবি স্বশাসিত সংস্থা । তাই হিসেব দিতে বাধ্য নয় । আইসিসি যে অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বণ্টনের ব্যবস্থা করেছে তাদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয় । সেখানে লালবাজারের প্রতিনিধিরা গিয়ে জিজ্ঞাসাবাদ করেন । সব মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে পারদ তুঙ্গে । শনিবার দু’দল অনুশীলনে নামলে এই উন্মাদনা ভিন্নমাত্রা নেবে ।

Last Updated : Nov 4, 2023, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.