ETV Bharat / sports

PCB on ICC WC 2023: ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয়ে পিসিবি, যদিও আশাবাদী আইসিসি

পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা, সেই প্রশ্নই এবার ভাবাচ্ছে ৷ কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সে দেশের সরকার তাদের ছাড়পত্র না দিলে, তারা কোনও প্রস্তুতি শুরু করবে না ৷ তবে, আইসিসি পাকিস্তানের ভারতে আসা নিয়ে আশাবাদী ৷

PCB on ICC WC 2023 ETV BHARAT
PCB on ICC WC 2023
author img

By

Published : Jun 27, 2023, 7:02 PM IST

নয়াদিল্লি/করাচি, 27 জুন: বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে ৷ তবে, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান দল আসবে কি ? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ কারণ ভারতে তারা দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু আইসিসি তেমনটা মনে করছে না ৷ ক্রিকেট নিয়ামক সংস্থা আত্মবিশ্বাসী যে, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দলকে ভারতে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে তাদের বিশ্বকাপের বিশেষ কিছু ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরুতে রাখার আবেদন জানিয়েছিল ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি ৷ বিসিসিআই যে প্রাথমিক যে সূচি পাঠিয়েছিল, তাতেই সহমতপোষণ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ উল্লেখ্য, পাকিস্তান চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ৷ এমনকি বেঙ্গালুরুর চিন্নাস্বামীর ছোট মাঠে পাটা উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে আপত্তি জানিয়েছিল ৷ কিন্তু, দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে আইসিসি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই

পিসিবি একটি বিবৃতিতে বলেছে, "বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ করা ৷ 15 অক্টোবর আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা ও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলে মুম্বইয়ে খেলা ৷ সবটাই নির্ভর করছে আমাদের সরকারের ছাড়পত্রের উপরে ৷" পিসিবি-র এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পাকিস্তান সরকার সে দেশের বোর্ডকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য এখনও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ইস্যু করেনি ৷ আর সরকারের তরফে ছাড়পত্র না-এলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনওরকম প্রস্তুতি শুরু করবে না বলে দাবি করেছে ওই সূত্র ৷

আরও পড়ুন: 5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান

তবে, পাকিস্তানের বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে কোনও সমস্যা হবে না বলে মনে করছে বিশ্ব ক্রিকে্রের নিয়ামক সংস্থা ৷ আইসিসি'র মুখপাত্র বলেছেন, "আমাদের সকল পূর্ণ সদস্য বোর্ড তাদের দেশের আইন ও নিয়ম মানতে বাধ্য ৷ আর আমরা সেটাকে পুরোপুরি সম্মান জানাই ৷ তবে, আমরা নিশ্চিত ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান অবশ্যই আসবে ৷" তবে, কী হতে চলেছে ? সেটা ভবিষ্যতই বলবে ৷ যার পুরোটাই নির্ভর করছে পাকিস্তান সরকারের উপর ৷

নয়াদিল্লি/করাচি, 27 জুন: বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে ৷ তবে, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান দল আসবে কি ? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ কারণ ভারতে তারা দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু আইসিসি তেমনটা মনে করছে না ৷ ক্রিকেট নিয়ামক সংস্থা আত্মবিশ্বাসী যে, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দলকে ভারতে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ৷

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে তাদের বিশ্বকাপের বিশেষ কিছু ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরুতে রাখার আবেদন জানিয়েছিল ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি ৷ বিসিসিআই যে প্রাথমিক যে সূচি পাঠিয়েছিল, তাতেই সহমতপোষণ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ উল্লেখ্য, পাকিস্তান চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ৷ এমনকি বেঙ্গালুরুর চিন্নাস্বামীর ছোট মাঠে পাটা উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে আপত্তি জানিয়েছিল ৷ কিন্তু, দু’টি আবেদনই খারিজ করে দিয়েছে আইসিসি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই

পিসিবি একটি বিবৃতিতে বলেছে, "বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ করা ৷ 15 অক্টোবর আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা ও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলে মুম্বইয়ে খেলা ৷ সবটাই নির্ভর করছে আমাদের সরকারের ছাড়পত্রের উপরে ৷" পিসিবি-র এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, পাকিস্তান সরকার সে দেশের বোর্ডকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য এখনও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ইস্যু করেনি ৷ আর সরকারের তরফে ছাড়পত্র না-এলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনওরকম প্রস্তুতি শুরু করবে না বলে দাবি করেছে ওই সূত্র ৷

আরও পড়ুন: 5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান

তবে, পাকিস্তানের বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে কোনও সমস্যা হবে না বলে মনে করছে বিশ্ব ক্রিকে্রের নিয়ামক সংস্থা ৷ আইসিসি'র মুখপাত্র বলেছেন, "আমাদের সকল পূর্ণ সদস্য বোর্ড তাদের দেশের আইন ও নিয়ম মানতে বাধ্য ৷ আর আমরা সেটাকে পুরোপুরি সম্মান জানাই ৷ তবে, আমরা নিশ্চিত ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান অবশ্যই আসবে ৷" তবে, কী হতে চলেছে ? সেটা ভবিষ্যতই বলবে ৷ যার পুরোটাই নির্ভর করছে পাকিস্তান সরকারের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.