ETV Bharat / sports

ICC World Cup 2023: মিডল-অর্ডারের ব্যর্থতাকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের কারণ বাছলেন নিসাঙ্কা - বিশ্বকাপ

Pathum Nissanka on Sri Lanka's Defeat Against Australia: শ্রীলঙ্কার হারের পিছনে দলের মিডল-অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করলেন ওপেনার পাথুম নিসাঙ্কা ৷ ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপ হওয়ার পরেও মাঝের ওভারে রান তুলতে না-পারার জন্যই হারতে হয়েছে বলে মন্তব্য তাঁর ৷

Image Courtesy: Sri Lanka Cricket Twitter/X
Image Courtesy: Sri Lanka Cricket Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:44 PM IST

লখনউ, 17 অক্টোবর: তাঁর এবং কুশল পেরেরার 125 রানের ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট ছিল না ৷ আর সেই কারণেই অজিদের বিরুদ্ধে 5 উইকেটে হারের মুখ দেখতে হয়েছে দ্বীপরাষ্ট্রকে ৷ ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা ৷ সোমবার তিনি 67 বলে 61 রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷

সোমবার শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের 22 ওভারে প্যাট কামিন্সের বলে আউট হন পাথুম নিসাঙ্কা ৷ এরপর আরেক ওপেনার কুশল পেরেরা 82 বলে 78 রান করে আউট হতেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে ৷ এক সময় তিনশো বা তার বেশি রান শ্রীলঙ্কা তুলবে বলেই মনে করা হচ্ছিল ৷ কিন্তু, দুই ওপেনার ফিরে যেতেই মাত্র 209 রানে অলআউট হয়ে যায় কুশল মেন্ডিসের নেতৃত্বধীন দল ৷ যে রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ তবে, মিচেল মার্শ এবং জস ইংলিশের হাফ-সেঞ্চুরিতে ভর করে ম্যাচ সহজেই বের করে নেয় অজিরা ৷

পাথুম নিসাঙ্কা ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানান, তিনশো বা তার আশেপাশে রান তুলতে পারলে, ম্যাচের ফল অন্যরকম হত ৷ তবে, মিডল-অর্ডারের রক্ষণাত্মক ব্যাটিং এবং ব্যর্থতা শ্রীলঙ্কার হারের কারণ বলে মনে করেন তিনি ৷ তিনি বলেন, ‘‘আমরা ইনিংসের শুরুটা ভালোভাবে করেও, সেটা বজায় রাখতে পারিনি ৷ যার ফল আমরা মাত্র 209 রানে আটকে গিয়েছি ৷ আমি বিশ্বাস করি এই ধরনের উইকেটে 300 রানের কাছাকাছি স্কোর তোলার লক্ষ্য রাখা উচিত ছিল ৷ আর সেটাই করতে পারিনি বলেই আমরা হেরেছি ৷’’ মোটের উপর মিডল-অর্ডারের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দায়ী করেছেন নিসাঙ্কা ৷

আরও পড়ুন: শান্ত স্বভাবের রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্বের একমাত্র যোগ্য ব্যক্তি, মত পন্টিংয়ের

আর টুর্নামেন্টের বাকি ছয় ম্যাচেও দলের হয়ে ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করবেন বলে জানান পাথুম নিসাঙ্কা ৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস আছে, দলের হয়ে সেরা পারফর্ম্যান্সটা দেব ৷ আমি আশাবাদী আসন্ন ম্যাচগুলিতে এভাবেই রান করব এবং দলের জয়ে সেই রান কাজে আসবে ৷’’

লখনউ, 17 অক্টোবর: তাঁর এবং কুশল পেরেরার 125 রানের ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট ছিল না ৷ আর সেই কারণেই অজিদের বিরুদ্ধে 5 উইকেটে হারের মুখ দেখতে হয়েছে দ্বীপরাষ্ট্রকে ৷ ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা ৷ সোমবার তিনি 67 বলে 61 রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷

সোমবার শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের 22 ওভারে প্যাট কামিন্সের বলে আউট হন পাথুম নিসাঙ্কা ৷ এরপর আরেক ওপেনার কুশল পেরেরা 82 বলে 78 রান করে আউট হতেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে ৷ এক সময় তিনশো বা তার বেশি রান শ্রীলঙ্কা তুলবে বলেই মনে করা হচ্ছিল ৷ কিন্তু, দুই ওপেনার ফিরে যেতেই মাত্র 209 রানে অলআউট হয়ে যায় কুশল মেন্ডিসের নেতৃত্বধীন দল ৷ যে রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ তবে, মিচেল মার্শ এবং জস ইংলিশের হাফ-সেঞ্চুরিতে ভর করে ম্যাচ সহজেই বের করে নেয় অজিরা ৷

পাথুম নিসাঙ্কা ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানান, তিনশো বা তার আশেপাশে রান তুলতে পারলে, ম্যাচের ফল অন্যরকম হত ৷ তবে, মিডল-অর্ডারের রক্ষণাত্মক ব্যাটিং এবং ব্যর্থতা শ্রীলঙ্কার হারের কারণ বলে মনে করেন তিনি ৷ তিনি বলেন, ‘‘আমরা ইনিংসের শুরুটা ভালোভাবে করেও, সেটা বজায় রাখতে পারিনি ৷ যার ফল আমরা মাত্র 209 রানে আটকে গিয়েছি ৷ আমি বিশ্বাস করি এই ধরনের উইকেটে 300 রানের কাছাকাছি স্কোর তোলার লক্ষ্য রাখা উচিত ছিল ৷ আর সেটাই করতে পারিনি বলেই আমরা হেরেছি ৷’’ মোটের উপর মিডল-অর্ডারের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দায়ী করেছেন নিসাঙ্কা ৷

আরও পড়ুন: শান্ত স্বভাবের রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্বের একমাত্র যোগ্য ব্যক্তি, মত পন্টিংয়ের

আর টুর্নামেন্টের বাকি ছয় ম্যাচেও দলের হয়ে ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করবেন বলে জানান পাথুম নিসাঙ্কা ৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস আছে, দলের হয়ে সেরা পারফর্ম্যান্সটা দেব ৷ আমি আশাবাদী আসন্ন ম্যাচগুলিতে এভাবেই রান করব এবং দলের জয়ে সেই রান কাজে আসবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.