ETV Bharat / sports

Ind vs SA Test : পন্থের লড়াকু সেঞ্চুরি, জয় থেকে 111 রান দূরে দক্ষিণ আফ্রিকা - Pant hits century and india set 212 runs target for south africa in cape town test

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করলেন ঋষভ পন্থ (Ind vs SA Test) ৷ তবুও দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ টিম কোহলি ৷ 212 রান তাড়া করতে নেমে বৃহস্পতিবার তৃতীয় দিনের শেষে মাত্র 2 উইকেটে হারিয়ে 101 রান তুলেছে প্রোটিয়াবাহিনী ৷

Ind vs SA Test
পন্থের লড়াকু সেঞ্চুরি, জয় থেকে 111 রান দূরে দক্ষিণ আফ্রিকা
author img

By

Published : Jan 13, 2022, 7:46 PM IST

Updated : Jan 13, 2022, 10:14 PM IST

কেপটাউন, 13 জানুয়ারি : দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিল টিম ইন্ডিয়া (Ind vs SA) ৷ তবে, ঋষভ পন্থ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে 198 রানে পৌঁছয় ভারত ৷ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছিল ভারত ৷ তবে দু'শোর গণ্ডি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া ৷ তবে দুরন্ত সেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্যাটার পন্থ ৷ শেষ পর্যন্ত 100 রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন পন্থ ৷ তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে 212 রানের টার্গেট দিল ভারত ৷

13 রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টিম কোহলি ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর 50-এর উপরে নিয়ে যান ৷ 2 উইকেট হারিয়ে 57 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ দিনের শুরুতেই 9 রান করেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা ৷ পরে রাবাদার বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে ৷

আরও পড়ুন: পন্থের হাফ সেঞ্চুরি, মধ্যাহ্নভোজের বিরতিতে 143 রানের লিড ভারতের

এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক কোহলি ৷ দু'জনের ব্যাটে 31তম ওভারে ভারতের লিড একশোর গণ্ডি পার করে ৷ এরপর 36তম ওভারে ভারতের দলগত ইনিংস তিন অঙ্কের ঘরে পৌঁছয় ৷ কোহলি 29 রান করেন ৷ ভারতীয় ইনিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোর মিস্টার অতিরিক্ত 28 ৷ মার্কো জ্যানসেন 36 রান দিয়ে চারটি উইকেট নেন ৷ এছাড়া কাগিসো রাবাদা ও নুঙ্গি এনগিদি 3টি করে উইকেট নেন ৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল না-হলেও দিনের শেষে ভাল জায়গায় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টেন ডিন এলগার ও পিটারসেনের লড়াইয়ে তৃতীয় দিনের শেষে দু'উইকেট হারিয়ে 101 রান তুলেছে প্রোটিয়াবাহিনী ৷ 48 রানে অপরাজিত পিটারসেন ৷ 30 রানে আউট হয়েছেন ক্যাপ্টেন এলগার ৷ জয়ের জন্য 111 রান দরকার দক্ষিণ আফ্রিকার ৷ কোহলিদের জিততে হলে নিতে হবে 8 উইকেট ৷ তিন টেস্টের সিরিজ 1-1 অবস্থায় কেপটাউনে নেমেছে দুই দল ৷ সুতরাং যারা এই টেস্ট জিতবে, তারাই সিরিজ পকেটে পুরবে ৷

কেপটাউন, 13 জানুয়ারি : দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিল টিম ইন্ডিয়া (Ind vs SA) ৷ তবে, ঋষভ পন্থ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে 198 রানে পৌঁছয় ভারত ৷ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছিল ভারত ৷ তবে দু'শোর গণ্ডি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া ৷ তবে দুরন্ত সেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্যাটার পন্থ ৷ শেষ পর্যন্ত 100 রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন পন্থ ৷ তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে 212 রানের টার্গেট দিল ভারত ৷

13 রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টিম কোহলি ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর 50-এর উপরে নিয়ে যান ৷ 2 উইকেট হারিয়ে 57 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ দিনের শুরুতেই 9 রান করেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা ৷ পরে রাবাদার বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে ৷

আরও পড়ুন: পন্থের হাফ সেঞ্চুরি, মধ্যাহ্নভোজের বিরতিতে 143 রানের লিড ভারতের

এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক কোহলি ৷ দু'জনের ব্যাটে 31তম ওভারে ভারতের লিড একশোর গণ্ডি পার করে ৷ এরপর 36তম ওভারে ভারতের দলগত ইনিংস তিন অঙ্কের ঘরে পৌঁছয় ৷ কোহলি 29 রান করেন ৷ ভারতীয় ইনিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোর মিস্টার অতিরিক্ত 28 ৷ মার্কো জ্যানসেন 36 রান দিয়ে চারটি উইকেট নেন ৷ এছাড়া কাগিসো রাবাদা ও নুঙ্গি এনগিদি 3টি করে উইকেট নেন ৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল না-হলেও দিনের শেষে ভাল জায়গায় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টেন ডিন এলগার ও পিটারসেনের লড়াইয়ে তৃতীয় দিনের শেষে দু'উইকেট হারিয়ে 101 রান তুলেছে প্রোটিয়াবাহিনী ৷ 48 রানে অপরাজিত পিটারসেন ৷ 30 রানে আউট হয়েছেন ক্যাপ্টেন এলগার ৷ জয়ের জন্য 111 রান দরকার দক্ষিণ আফ্রিকার ৷ কোহলিদের জিততে হলে নিতে হবে 8 উইকেট ৷ তিন টেস্টের সিরিজ 1-1 অবস্থায় কেপটাউনে নেমেছে দুই দল ৷ সুতরাং যারা এই টেস্ট জিতবে, তারাই সিরিজ পকেটে পুরবে ৷

Last Updated : Jan 13, 2022, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.