ETV Bharat / sports

Pakistan Cricket Team: মিটল আশঙ্কা, বিশ্বকাপ খেলতে ভারতে আসার ভিসা পেল পাক দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 9:12 PM IST

Updated : Sep 25, 2023, 10:06 PM IST

ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য অবশেষে ভিসা পেলেন পাক ক্রিকেটাররা ৷ সোমবার আইসিসি'র তরফে এই খবরটি জানানো হয়েছে ৷ 5 অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷

ETV BHarat
ফাইল ছবি

ইন্দোর, 25 সেপ্টেম্বর: অবশেষে ভারতে আসার ভিসা পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা ৷ ভারতে আগামী মাস থেকে অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপের জন্য পাক ক্রিকেটার ও অফিসিয়ালদের ভারত ভিসা দিয়েছে বলে সোমবার জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷ ভিসা সমস্যার কারণেই পাক ক্রিকেট দলের ভারতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ৷ 29 সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেওয়ার কথা পাকিস্তানের ৷ তার আগে 27 সেপ্টেম্বর পাক দলের ভারতে পা রাখার কথা ৷ সেই সূচির 48 ঘণ্টা আগে ভারতের তরফে এই ভিসা দেওয়ার বিষয়টি জানাল আইসিসি ৷

এই প্রসঙ্গে সাংবাদসংস্থা পিটিআই'কে আইসিসি'র মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপ দলের সদস্যদের ভারত ভিসা দিয়েছে ৷ যদিও এই বিষয়টি নিয়ে পাক ক্রিকেট বোর্ডের কর্তারা এখনও কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর মুখপাত্র উমর ফারুখ সংবাদসংস্থাকে বলেছেন, "ভিসা পাওয়া নিয়ে ভারতীয় দূতাবাস থেকে আমাদের কাছে এখনও কোনও বার্তা আসেনি ৷ আমাদের সদস্যরা ওখানে আছেন ৷"

উল্লেখ্য, ভারতের তরফে এই ভিসা দেওয়ায় দেরি হওয়ায় বিষয়টি নিয়ে সোমবার পিসিবি-এর তরফে একটি চিঠি লেখা হয় আইসিসি-র সিইও জিওফ অ্যালারডাইসকে ৷ এই চিঠিতে পিসিবি দাবি করেছিল, এভাবে ভিসা পেতে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে যা পরোক্ষে দলের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলছে ৷ উল্লেখ্য, 27 তারিখ ভারতে আসার আগে পাক ক্রিকেট দলের 2 দিনের টিম বন্ডিং সেশনের জন্য দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভিসা অনিশ্চয়তার কারণে তা বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন: জন্মদিনের চার দিন আগে এশিয়া সেরা মেয়ে, গর্বিত তিতাসের পরিবার

এর আগে পাক ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ করা হয়েছিল, পাকিস্তানের ক্রিকটদলকে ভারতের ভিসা দিতে অস্বাভাবিক রকমের দেরি হচ্ছে ৷ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এই ধরনের দেরি হওয়ার বিষয়টি কাম্য নয় বলেও আইসিসিকে জানায় পিসিবি ৷ 2016 সালে শেষবার ভারতে এসেছিল পাক ক্রিকেট দল ৷ সেবার টি-20 বিশ্বকাপ খেলতে ৷ এর মাঝে ভারত, পাকিস্তান দুই দলের মধ্যে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ হয়নি ৷ তবে এশিয়া কাপ-সহ বিভিন্ন আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দল ৷

ইন্দোর, 25 সেপ্টেম্বর: অবশেষে ভারতে আসার ভিসা পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা ৷ ভারতে আগামী মাস থেকে অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপের জন্য পাক ক্রিকেটার ও অফিসিয়ালদের ভারত ভিসা দিয়েছে বলে সোমবার জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷ ভিসা সমস্যার কারণেই পাক ক্রিকেট দলের ভারতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ৷ 29 সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেওয়ার কথা পাকিস্তানের ৷ তার আগে 27 সেপ্টেম্বর পাক দলের ভারতে পা রাখার কথা ৷ সেই সূচির 48 ঘণ্টা আগে ভারতের তরফে এই ভিসা দেওয়ার বিষয়টি জানাল আইসিসি ৷

এই প্রসঙ্গে সাংবাদসংস্থা পিটিআই'কে আইসিসি'র মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপ দলের সদস্যদের ভারত ভিসা দিয়েছে ৷ যদিও এই বিষয়টি নিয়ে পাক ক্রিকেট বোর্ডের কর্তারা এখনও কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর মুখপাত্র উমর ফারুখ সংবাদসংস্থাকে বলেছেন, "ভিসা পাওয়া নিয়ে ভারতীয় দূতাবাস থেকে আমাদের কাছে এখনও কোনও বার্তা আসেনি ৷ আমাদের সদস্যরা ওখানে আছেন ৷"

উল্লেখ্য, ভারতের তরফে এই ভিসা দেওয়ায় দেরি হওয়ায় বিষয়টি নিয়ে সোমবার পিসিবি-এর তরফে একটি চিঠি লেখা হয় আইসিসি-র সিইও জিওফ অ্যালারডাইসকে ৷ এই চিঠিতে পিসিবি দাবি করেছিল, এভাবে ভিসা পেতে দেরি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে যা পরোক্ষে দলের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলছে ৷ উল্লেখ্য, 27 তারিখ ভারতে আসার আগে পাক ক্রিকেট দলের 2 দিনের টিম বন্ডিং সেশনের জন্য দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভিসা অনিশ্চয়তার কারণে তা বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন: জন্মদিনের চার দিন আগে এশিয়া সেরা মেয়ে, গর্বিত তিতাসের পরিবার

এর আগে পাক ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ করা হয়েছিল, পাকিস্তানের ক্রিকটদলকে ভারতের ভিসা দিতে অস্বাভাবিক রকমের দেরি হচ্ছে ৷ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এই ধরনের দেরি হওয়ার বিষয়টি কাম্য নয় বলেও আইসিসিকে জানায় পিসিবি ৷ 2016 সালে শেষবার ভারতে এসেছিল পাক ক্রিকেট দল ৷ সেবার টি-20 বিশ্বকাপ খেলতে ৷ এর মাঝে ভারত, পাকিস্তান দুই দলের মধ্যে কোনও দ্বি-পাক্ষিক সিরিজ হয়নি ৷ তবে এশিয়া কাপ-সহ বিভিন্ন আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দল ৷

Last Updated : Sep 25, 2023, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.