সিলেট, 7 অক্টোবর: এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে মাঠে নেমেছে হরমনপ্রীত কৌরের ভারত । গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক দলনেত্রী বিসমা মারুফ ৷ শুরুতেই ভারতীয় বোলাররা দুই ওপেনারকে ডাগ-আউটের পথ দেখান ৷ খাতা খুলতে পারেননি ওমাইমা সোহেলও ৷ সেখান থেকে দলকে টানেন বিসমা মারুফ-নিদা দার জুটি ৷ শেষ পর্যন্ত দুই ব্যাটারের কাঁধে চেপে ভদ্রস্থ স্কোরে পৌঁছল পাকিস্তান ৷ কুড়ি-বিশের প্রথম ইনিংসে 'বিসমা অ্যান্ড কোং'য়ের সংগ্রহ 137 রান ৷
এদিন শুরুতেই মুনিবা আলিকে (17 বলে 17 রান) ফেরান দীপ্তি শর্মা ৷ 14 বলে 11 রান করে ক্রিজ ছাড়েন সিদ্রা আমিনও ৷ তাঁকে ডাগ-আউটের পথ দেখান পূজা বস্ত্রকর ৷ ফের ভয়ংকর হয়ে ওঠেন দীপ্তি ৷ তাঁর বল বুঝতেই পারেননি ওমাইমা সোহেল ৷ সেখান থেকে ম্যাচে রাশ টানেন পাক অধিনায়ক ৷ বিসমা মারুফের এদিনের সংগ্রহ 32 রান ৷ নেত্রীকে যোগ্য সঙ্গত করেন নিদা দার ৷ তাঁর 37 বলে ঝোড়ো 56 রানের সুবাদেই পাকিস্তানের স্কোরবোর্ড সচল হয় ৷
-
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Target 🎯 for #TeamIndia - 1⃣3⃣8⃣
Over to our batters now. 👍👍
Scorecard ▶️ https://t.co/pWHNEjvpeh#AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/whT0tJ1OVg
">Innings Break!
— BCCI Women (@BCCIWomen) October 7, 2022
Target 🎯 for #TeamIndia - 1⃣3⃣8⃣
Over to our batters now. 👍👍
Scorecard ▶️ https://t.co/pWHNEjvpeh#AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/whT0tJ1OVgInnings Break!
— BCCI Women (@BCCIWomen) October 7, 2022
Target 🎯 for #TeamIndia - 1⃣3⃣8⃣
Over to our batters now. 👍👍
Scorecard ▶️ https://t.co/pWHNEjvpeh#AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/whT0tJ1OVg
আরও পড়ুন: বাংলা নয়, মধ্যপ্রদেশের হয়ে জোড়া সোনা জিতলেন জলপাইগুড়ির স্বপ্না
গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে সফল 'উইমেন ইন ব্লু'র বোলাররা ৷ মাত্র 27 রান খরচ করে দীপ্তি শর্মার ঝুলিতে এদিন এসেছে 3 উইকেট ৷ দুরন্ত গতিতে 2 উইকেট তুলে নিয়েছেন পূজা বস্ত্রকর, খরচ করেছেন মাত্র 23 রান ৷ ভালো বল করেন রেণুকা সিংও ৷ এদিন খেলা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ । তড়িঘড়ি তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ শেষ পর্যন্ত ড্রেসিংরুমেই প্রাথমিক শুশ্রুষা করা হয় বাংলার ক্রিকেটারকে ৷ দলের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, সানস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি ৷ তাঁর বদলে দস্তানা হাতে দায়িত্ব সামলেছেন শেফালি বর্মা ।