ETV Bharat / sports

T-20 WC: বিশ্বকাপের জার্সিতে আয়োজক ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে

টুর্নামেন্ট যতই সংযুক্ত আরব আমিরশাহীতে হোক, আয়োজক যেহেতু ভারত তাই অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জার্সিতে ভারতের নাম থাকা আবশ্যক ৷ কিন্তু বিশ্বকাপের জার্সিতে ভারতের পরিবর্তে আমিরশাহীর নাম লিখে ভারতীয় সমর্থকদের রোষানলে পাকিস্তান ৷

T-20 WC
বিশ্বকাপের জার্সিতে ভারতের নাম লিখল না পাকিস্তান, বিতর্ক চরমে
author img

By

Published : Oct 8, 2021, 3:51 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: কূটনৈতিক স্তরে সম্পর্কের ক্রমাগত অবনতি বাইশ গজেও ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরিয়েছে বহুদিন ৷ বিশ্বকাপের মঞ্চ বাদ দিলে পড়শি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের পাঠ চুকেছে বহু বছর হল ৷ এবার সেই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে বিতর্কে জড়াল পাকিস্তান ৷

আগামী 24 অক্টোবর টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান যে মুখোমুখি হতে চলেছে সেকথা অজানা নয় অনুরাগীদের ৷ আয়োজনের স্বত্ত্বাধিকারী ভারত থাকলেও আইসিসি'র ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্ট যে কোভিডের কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে সে ঘটনাও নতুন নয় ৷ কিন্তু বিশ্বকাপের জার্সি প্রস্তুত করার সময় সে কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছিল পাকিস্তান ৷ আর তাতেই বিতর্কের শিরোনামে ওয়াঘার ওপারের দেশটি ৷

টুর্নামেন্ট যতই সংযুক্ত আরব আমিরশাহীতে হোক, আয়োজক যেহেতু ভারত, তাই অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জার্সিতে ভারতের নাম থাকা আবশ্যক ৷ কিন্তু বিশ্বকাপের জার্সিতে ভারতের পরিবর্তে আমিরশাহীর নাম লিখে ভারতীয় সমর্থকদের রোষানলে পাকিস্তান ৷ বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে পাকিস্তানের সেই জার্সি ৷

আরও পড়ুন: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার

টুর্নামেন্ট আয়োজনের স্বত্ত্বাধিকারী যেহেতু ভারত তাই জার্সিতে ভারতের নাম না লিখে বিপাকে পড়তে পারে পাকিস্তান ৷ কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জার্সি তারা এখনও সামনে আনেনি ৷ তবে নয়া জার্সি পরে পাক অধিনায়ক বাবর আজমের ফটোশুটের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ যা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ এখন অপেক্ষা পাক দলের আনুষ্ঠানিক জার্সি প্রকাশের ৷ বাস্তবিক এমনটা ঘটলে বিসিসিআই কীভাবে ঘটনার রিঅ্যাক্ট করে বা জার্সির ভবিষ্যৎ কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর: কূটনৈতিক স্তরে সম্পর্কের ক্রমাগত অবনতি বাইশ গজেও ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরিয়েছে বহুদিন ৷ বিশ্বকাপের মঞ্চ বাদ দিলে পড়শি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের পাঠ চুকেছে বহু বছর হল ৷ এবার সেই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে বিতর্কে জড়াল পাকিস্তান ৷

আগামী 24 অক্টোবর টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান যে মুখোমুখি হতে চলেছে সেকথা অজানা নয় অনুরাগীদের ৷ আয়োজনের স্বত্ত্বাধিকারী ভারত থাকলেও আইসিসি'র ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্ট যে কোভিডের কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে সে ঘটনাও নতুন নয় ৷ কিন্তু বিশ্বকাপের জার্সি প্রস্তুত করার সময় সে কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছিল পাকিস্তান ৷ আর তাতেই বিতর্কের শিরোনামে ওয়াঘার ওপারের দেশটি ৷

টুর্নামেন্ট যতই সংযুক্ত আরব আমিরশাহীতে হোক, আয়োজক যেহেতু ভারত, তাই অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জার্সিতে ভারতের নাম থাকা আবশ্যক ৷ কিন্তু বিশ্বকাপের জার্সিতে ভারতের পরিবর্তে আমিরশাহীর নাম লিখে ভারতীয় সমর্থকদের রোষানলে পাকিস্তান ৷ বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে পাকিস্তানের সেই জার্সি ৷

আরও পড়ুন: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার

টুর্নামেন্ট আয়োজনের স্বত্ত্বাধিকারী যেহেতু ভারত তাই জার্সিতে ভারতের নাম না লিখে বিপাকে পড়তে পারে পাকিস্তান ৷ কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জার্সি তারা এখনও সামনে আনেনি ৷ তবে নয়া জার্সি পরে পাক অধিনায়ক বাবর আজমের ফটোশুটের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ যা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ এখন অপেক্ষা পাক দলের আনুষ্ঠানিক জার্সি প্রকাশের ৷ বাস্তবিক এমনটা ঘটলে বিসিসিআই কীভাবে ঘটনার রিঅ্যাক্ট করে বা জার্সির ভবিষ্যৎ কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.