লাহোর, 17 জানুয়ারি: পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এক যুবতীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে ৷ ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই যুবতী অভিযোগের পর থেকে সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছেন বাবর আজম (Pakistan Captain Babar Azam Personal Video Leaked) ৷ ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর কিছু ব্যক্তিগত ছবি ও অডিয়ো রেকর্ড শেয়ার করেছেন ৷ সেখানে বলা হয়েছে, ওই অডিয়ো পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং ওই যুবতীর ৷ যা সোশাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে ৷
বাবরের কিছু ব্যক্তিগত এবং অন্তরঙ্গ ভিডিয়ো ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷ অনেকে দাবি করেছেন, পাকিস্তান অধিনায়ক তাঁর জাতীয় দলের কোনও সতীর্থের বান্ধবীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন ৷ বাবরের অনেক অনুরাগী দাবি করেছেন, এই গুজব আসলে সত্যি ! তবে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো এবং অডিয়ো ক্লিপের কোনও সত্যতা এখনও জানা যায়নি ৷
-
Doesn't take too much to be happy ☺️ pic.twitter.com/udKmZTHl6V
— Babar Azam (@babarazam258) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Doesn't take too much to be happy ☺️ pic.twitter.com/udKmZTHl6V
— Babar Azam (@babarazam258) January 16, 2023Doesn't take too much to be happy ☺️ pic.twitter.com/udKmZTHl6V
— Babar Azam (@babarazam258) January 16, 2023
তবে, এই ঘটনায় বাবর তাঁর অধিকাংশ সমর্থককে পাশে পেয়েছেন ৷ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা সোশাল মিডিয়ায় বাবরের সমর্থনে হ্যাশট্যাগ ‘স্টে স্ট্রং বাবর আজম’ শুরু করেছেন ৷ এমনকি হ্যাশট্যাগ ‘বিহাইন্ড ইউ স্কিপার’ ট্রেন্ড করছে সোশাল মিডিয়ায় ৷ এক সমর্থক টইটারে লিখেছেন, ‘‘বাবর আমি আশা করছি তুমি ভালো আছো ৷ লোক নোংরা হতে পারে ৷’’ আরেক সমর্থক শোয়েব জাফর গোন্দাল লিখেছেন, ‘‘স্টে স্ট্রং বাবর আজম !’’ সোমবার রাতে পাকিস্তান অধিনায়ক বাবর টুইটারে একটি রহস্যময় পোস্ট করেন ৷ সেখানে বাবর লেখেন, ‘‘খুশি হতে খুব বেশি কিছু লাগে না ৷’’ সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন বাবর ৷
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স
উল্লেখ্য, সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 0-3 টেস্ট সিরিজে হারে পাকিস্তান ৷ এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করে তারা ৷ টেস্ট ক্রিকেটে বাবরের অধিনায়ক হিসেবে ব্যর্থতা নিয়ে প্রশ্নও উঠেছে ৷ বলা হয়েছে, বাবর সীমিত ওভারের ক্রিকেটে যতটা সফল, টেস্টে অধিনায়ক হিসেবে তার কানাকড়িও নন ৷ তবে, ব্যক্তিগত রেকর্ড বাবরের পক্ষে রয়েছে ৷