ETV Bharat / sports

Emerging Asia Cup Final 2023: ইমার্জিং এশিয়াকাপ ফাইনালে 353 রানের লক্ষ্য যশ ধুলদের সামনে - ভারত এ

India A to Chase Mammoth 353 in Emerging Asia Cup Final: ভারত এ-র সামনে 353 রানের বিশাল রানের টার্গেট রাখল পাকিস্তান এ ৷ ইমার্জিং এশিয়া কাপ ফাইনালের এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক যশ ধুল ৷

Emerging Asia Cup Final 2023 ETV BHARAT
Emerging Asia Cup Final 2023
author img

By

Published : Jul 23, 2023, 5:56 PM IST

কলম্বো, 23 জুলাই: ইমার্জিং এশিয়াকাপ ফাইনালে ভারতীয় এ দলের সামনে বড় রানের টার্গেট রাখল পাকিস্তান এ ৷ চার নম্বরে নামা তায়েব তাহিরের 71 বলে 108 রানের ইনিংসের সুবাদে 8 উইকেট হারিয়ে 352 রান তুলল পাকিস্তান ৷ রবিবারের এই ম্যাচে পাকিস্তানের দুই ওপেনার সাইম আয়ুব (59) এবং সাহিবজাদা ফারহান (65) সেঞ্চুরি পার্টনারশিপ করেন ৷ তবে, মাঝের ওভারে ভারতীয় স্পিনাররা দ্রুত 4 উইকেট তুলে নেওয়ায় রান গতি কিছুটা নিয়ন্ত্রণে আসে ৷ ভারতের হয়ে নিশান্ত সিন্ধু এবং রিয়ান পরাগ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ৷

এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক যশ ধুল ৷ তবে, তাঁর সিদ্ধান্ত কিছুটা বুমেরাং হয়ে দাঁড়ায় ৷ ভারতীয় বোলারদের শুরু থেকেই আক্রমণে যান পাকিস্তানের দুই ওপেনার ৷ যেখানে প্রথম 10 ওভারেই 69 রান তুলে নেয় পাকিস্তান ৷ প্রথম উইকেটে 121 রান তোলে তারা ৷ মানব সুথারের বলে 59 রানে আউট হন পাক ওপেনার সাইম আয়ুব ৷ এর কিছুক্ষণের মধ্যেই 146 রানের মাথায় রান-আউট হন সাহিবজাদা ফারহান ৷

মাঝে ওমার ইউসুফ এবং তায়ুব তাহির ফের পাকিস্তানের ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু, নিজের বোলিংয়ে একটি অসাধারণ ক্যাচে ওমার ইউসুফকে ফেরান রিয়ান পরাগ ৷ তার পরের বলেই মিড-উইকেট বাউন্ডারিতে কাশিম আক্রমকে ক্যাচ আউট করান রিয়ান ৷ পরের ওভারে নিশান্ত সিন্ধুর বলে পাকিস্তান এ-র অধিনায়ক মহম্মদ হারিস 2 রান করে আউট হন ৷ কিন্তু, উলটোদিক থেকে তায়ুব তাহির পাকিস্তানের রানের গতি কমতে দেননি ৷ ভারতের স্পিনার এবং পেসারদের সমান স্বচ্ছন্দে খেলতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

হাঙ্গারগেকরের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ আউট হওয়ার আগে পাকিস্তান এ-কে তিনশো রানের গণ্ডি পার করে দেন তায়ুব ৷ তিনি 12টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারির সুবাদে 108 রান করেন ৷ তাঁর ইনিংসের সুবাদেই পাকিস্তান 352 রান তুলেছে স্কোর বোর্ডে ৷ এবার দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷ যেখানে সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জস এবং অধিনায়ক যশ ধুলের উপর নির্ভর করবে ভারতের এই বিশাল রানের টার্গেট চেজ করা ৷

কলম্বো, 23 জুলাই: ইমার্জিং এশিয়াকাপ ফাইনালে ভারতীয় এ দলের সামনে বড় রানের টার্গেট রাখল পাকিস্তান এ ৷ চার নম্বরে নামা তায়েব তাহিরের 71 বলে 108 রানের ইনিংসের সুবাদে 8 উইকেট হারিয়ে 352 রান তুলল পাকিস্তান ৷ রবিবারের এই ম্যাচে পাকিস্তানের দুই ওপেনার সাইম আয়ুব (59) এবং সাহিবজাদা ফারহান (65) সেঞ্চুরি পার্টনারশিপ করেন ৷ তবে, মাঝের ওভারে ভারতীয় স্পিনাররা দ্রুত 4 উইকেট তুলে নেওয়ায় রান গতি কিছুটা নিয়ন্ত্রণে আসে ৷ ভারতের হয়ে নিশান্ত সিন্ধু এবং রিয়ান পরাগ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ৷

এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক যশ ধুল ৷ তবে, তাঁর সিদ্ধান্ত কিছুটা বুমেরাং হয়ে দাঁড়ায় ৷ ভারতীয় বোলারদের শুরু থেকেই আক্রমণে যান পাকিস্তানের দুই ওপেনার ৷ যেখানে প্রথম 10 ওভারেই 69 রান তুলে নেয় পাকিস্তান ৷ প্রথম উইকেটে 121 রান তোলে তারা ৷ মানব সুথারের বলে 59 রানে আউট হন পাক ওপেনার সাইম আয়ুব ৷ এর কিছুক্ষণের মধ্যেই 146 রানের মাথায় রান-আউট হন সাহিবজাদা ফারহান ৷

মাঝে ওমার ইউসুফ এবং তায়ুব তাহির ফের পাকিস্তানের ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু, নিজের বোলিংয়ে একটি অসাধারণ ক্যাচে ওমার ইউসুফকে ফেরান রিয়ান পরাগ ৷ তার পরের বলেই মিড-উইকেট বাউন্ডারিতে কাশিম আক্রমকে ক্যাচ আউট করান রিয়ান ৷ পরের ওভারে নিশান্ত সিন্ধুর বলে পাকিস্তান এ-র অধিনায়ক মহম্মদ হারিস 2 রান করে আউট হন ৷ কিন্তু, উলটোদিক থেকে তায়ুব তাহির পাকিস্তানের রানের গতি কমতে দেননি ৷ ভারতের স্পিনার এবং পেসারদের সমান স্বচ্ছন্দে খেলতে থাকেন তিনি ৷

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

হাঙ্গারগেকরের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ আউট হওয়ার আগে পাকিস্তান এ-কে তিনশো রানের গণ্ডি পার করে দেন তায়ুব ৷ তিনি 12টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারির সুবাদে 108 রান করেন ৷ তাঁর ইনিংসের সুবাদেই পাকিস্তান 352 রান তুলেছে স্কোর বোর্ডে ৷ এবার দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷ যেখানে সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জস এবং অধিনায়ক যশ ধুলের উপর নির্ভর করবে ভারতের এই বিশাল রানের টার্গেট চেজ করা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.