নয়াদিল্লি, 12 মে : বর্তমানে ভারতের ফাস্ট বোলার বিশ্বের অন্যতম সেরা ৷ আর এর নেপথ্যে বোলারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ৷ এমন মনে করেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি ৷
বর্তমানে টেস্টে ভারতীয় দলের পেস বোলিংয়ের দায়িত্ব মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরার হাতে ৷ এছাড়াও প্রতি নিয়ত দলে ঢোকার জন্য প্রতিযোগিতা চলছে ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও টি নাটরাজনের মধ্যে ৷
শামি বলছেন, ‘‘ আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন দারুণ ৷ এখানে প্রত্য়েকে কঠিন পরিশ্রম করেন ৷ এছাড়া একে অপরকে খুব ভাল বোঝেন ৷ আর এই বাঁধনটি আছে কারণ আমরা একে অপরের সাফল্য উপভোগ করি ৷ যখন অন্য কেউ খুশি থাকে, তখন আমরাও খুশি হই ৷’’
ভারতীয় ফাস্ট বোলাররা শেষ কয়েক বছর ধরেই ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে ৷ তবে অস্ট্রেলিয়ায় সিরিজ় জেতার পর চারিদিক থেকে প্রশংসার বন্যা বয়েছে ৷
শামি আরও বলেন, ‘‘ যদি কেউ বাদ পড়েন, তাহলে আমরা নিশ্চিত করি যাতে সে ভেঙে না পড়ে ৷ আমি মনে করি আমাদের বাঁধনটা এইরকম হওয়া দরকার ৷ কারণ আমরা দেশের হয়ে খেলছি এবং এটি গর্বের বিষয় ৷’’
আরও পড়ুন :দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ